উচ্চশিক্ষায় রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা |
উচ্চশিক্ষায় রাজ্যে প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনার কথা আজ জানালেন উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মার্জিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মাধ্যমে আগামী ৩ বছর ধরে এই বিনিয়োগ চলবে। রাজ্যের প্রায় সব জেলাগুলিতেই এই বিনিয়োগ ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সুগতবাবু। ১০ থেকে ১৫টি সংস্থা রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আগ্রহ জানিয়েছে। ফলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলেই আশা তাঁর।
|
নাশকতার ছক বানচাল দিল্লিতে |
রাজধানীতে সম্ভাব্য নাশকতার ছক বানচাল করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির জামা মসজিদ এলাকার একটি গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান হিজবুল মুজাহিদিনের সঙ্গে এদের যোগাযোগ আছে। আটকদের কাছ থেকে একে ৪৭ রাইফেল -সহ প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের দিল্লিতে বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল বলেই অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
পাসের দাবিতে শ্রীরামপুর কলেজ ঘেরাও |
পাসের দাবিতে হুগলির শ্রীরামপুর কলেজে বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। ২৪ ঘন্টা ধরে কলেজের ১০ জন অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ঘেরাও করে রাখা হয়েছে বলে খবর। অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে। প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ে ৬০ শতাংশ হাজিরা না থাকলে জরিমানা দিয়ে পরীক্ষায় বসার নিয়ম রয়েছে। কিন্তু এই নিয়ম কার্যত মানতে নারাজ ছাত্রপরিষদ। |