টুকরো খবর
বদলি রুখতে বিক্ষোভ
শিক্ষকের বদলি রুখতে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। নাকাশিপাড়ার সোনাডাঙা স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বুধবার সকালের এই ঘটনার জেরে স্কুলে পঠনপাঠন ব্যাহত হয়। স্কুল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে শিক্ষক বদরুল ইসলামের পাশের একটি স্কুলে বদলির নির্দেশ আসে। বিষয়টি চাউর হতেই এ দিন অভিভাবকেরা স্কুলে জড়ো হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেন। স্কুল শুরু হওয়ার আগে এমন ঘটনায় ছাত্রছাত্রীরা ফিরে যায়। বেশ কিছুক্ষণ স্কুলের বাইরে দাঁড়িয়ে থেকে ফিরে যান শিক্ষক-শিক্ষিকারাও। অভিভাবক শ্যামল সরকার, অনন্ত সরকারের বক্তব্য, “ওই শিক্ষক আসার পর স্কুলে পড়াশুনোর মান বেড়েছে। তাই বদরুল সাহেবের বদলি কোনও ভাবেই মেনে নেব না।” প্রধান শিক্ষক শচীনন্দন দাশ বলেন, “অভিভাবকদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” যে শিক্ষকের বদলি নিয়ে এত বিতর্ক সেই বদরুল ইসলাম বলেন, “কর্তৃপক্ষের নির্দেশ মানতেই হবে। তবে এমন কোনও পদক্ষেপ না করার জন্য গ্রামবাসীদের অনুরোধ করেছিলাম। কিন্ত তাঁরা শুনলেন না। তাতে আজ স্কুলে পড়াশোনাই ব্যাহত হল। ক্ষতি হল পড়ুয়াদের।” জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অর্চনা ঘোষ সরকার বলেন, “বিষয়টি বিবেচনা করা হবে। তবে স্কুলে তালা না ঝুলিয়ে অভিভাবকেরা আমাদের সঙ্গে কথা বলতে পারতেন।”

স্বনির্ভর করতে কর্মশালা
হাতে-কলমে শেখা। লালবাগে গৌতম প্রামাণিকের তোলা ছবি।
পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতে লালবাগে বুধবার এক কর্মশালার আয়োজন করে খাদি গ্রামোদ্যোগ কমিশন। ওই মহিলাদের জীবন এখনও পর্দাপ্রথার ঘেরাটোপে বন্দি। সামাজিক দিক থেকে তাঁরা এখনও পর্দার আড়ালে। ওই মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করার জন্য কৃষ্ণনগরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে খাদি গ্রামোদ্যোগের এই প্রয়াস। ওই উপলক্ষে এ দিন নদিয়া জেলার কল্যাণী চাঁদমারি খাদি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তরুণকুমার সরকার ও মৃগেন্দ্রনাথ সামাইও হাজির ছিলেন। তরুণবাবু বলেন, “ওঁদের উৎসাহিত করার জন্য এ দিনের এই কর্মশালা। ওঁদের ধূপকাঠি, গুঁড়ো সাবান, তরল সাবান, সাদা ফিনাইল, বিভিন্ন ধরণের মশলা তৈরি ও খাদ্য সংরক্ষণ নিয়ে প্রাথমিক পাঠ দেওয়া হয়েছে। কাগজ-পাট দিয়ে বিভিন্ন সামগ্রী ও খেলনা তৈরি করার কথাও বলা হয়েছে।” তিনি বলেন, “প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক ভাবে স্বনির্ভর হয়েছেন। কিন্তু লালবাগের ওই মহিলাদের সেই সম্পর্কে কোনও ধারণা ছিল না। বিভিন্ন আলোচনার মাধ্যমে তাঁদের এদিন সচেতন করা হয়। সেই সঙ্গে কিছু সামগ্রী তৈরি হাতে-কলমে শেখানো হয়েছে।”

ধর্ষণে অভিযুক্ত ছাত্র-নেতা
বছর দশেকের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক শুভ হালদার জঙ্গিপুর কলেজের ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক। বুধবার রঘুনাথগঞ্জের মিঠিপুরের ঘটনার পর থেকে অবশ্য ওই যুবক পলাতক। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই কলেজ পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের মিঠিপুরের বাড়িতে পড়তে আসত ওই চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযোগ, বুধবার পড়ানোর শেষে ওই কিশোরীকে ঘরে আটকে ভয় দেখিয়ে অত্যাচার চালান ওই যুবক। কিশোরী বাড়িতে সমস্ত ঘটনা জানায়। ওই দিনই তার মা রঘুনাথনাথগঞ্জ থানায় ওই ছাত্র নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এ দিকে, ওই ঘটনায় উত্তেজিত গ্রামবাসী এ দিন অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। মিঠিপুর পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সমীরুদ্দিন বিশ্বাস বলেন, “নিন্দনীয় ঘটনা। পুলিশ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিক।” ছাত্র পরিষদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযুক্ত ওই ছাত্র নেতা কোনও সাংগঠনিক সাহায্য দেওয়া হবে না।”

নিষেধ না মেনে খোলা দোকান
প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে উচ্চমাধ্যমিক চলাকালীন সালার ও বড়ঞায় খোলা থাকছে ফটোকপির দোকান। অভিযোগ, সব দেখেও প্রশাসন ও পুলিশ নির্বিকার। কান্দির এসডিও দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সমস্ত ফটোকপির দোকান বন্ধ রাখতে বলা হয়েছিল। পুলিশকে নজরদারির জন্য বলা হয়েছিল। পরীক্ষা চলাকালীন দোকান খোলা থাকলে পুলিশের তা দেখা উচিত।” পুলিশও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে খালাস। ফলে পরীক্ষা চলাকালীন খোলাই থাকছে বিভিন্ন ফটোকপির দোকান। ব্যবসায়ী খোকন শেখ বলেন, “প্রতিবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে পুলিশ দোকান বন্ধ রাখার নির্দেশ দিত। এ বছর সে রকম কোনও নির্দেশ পায়নি। তাই আমরা মেশিন চালু রেখেছি।” পরীক্ষা চলাকালীন জেরক্স দোকান খোলা থাকার বিষয়টি মেনেছেন কাউন্সিলের মুর্শিদাবাদ জেলার যুগ্ন আহ্বায়ক গোলাম মোস্তাফা। তিনি বলেন, “পরীক্ষার হলে পড়ুয়ারাদের কাছ থেকে জেরক্স করা অনেক নকল মিলছে। জেরক্সের দোকানগুলি পরীক্ষার সময়েই খোলা থাকছে। এ ব্যাপারে পুলিশকে আরও তৎপর হওয়া প্রয়োজন।” কান্দির সিআই পিন্টু সাহা বলেন, “এমনটা হওয়ার কথা নয়। বিষয়টির খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।”

চরে প্রহরা। রানিচরে ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রাউত।


ক্যালকুলেটর ব্যবহারে বাধা
উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা পরীক্ষায় তরণীপুর হাইস্কুলের পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় মঙ্গলবার তেহট্ট হাইস্কুলের প্রধানশিক্ষক মাণিকলাল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অভিযোগ, অ্যাডমিটের পিছনে লেখা থাকলেও পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যবহারে বাধা দেওয়া হয়। তরণীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুজিত মণ্ডল বলেন, “ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ায় আমাদের ছাত্রছাত্রীদের সমস্যা হয়েছে।” মাণিকবাবু বলেন, “কাউন্সিল নির্দিষ্ট ক্যালকুলেটর ব্যবহার করতে বলেছে। ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে।” নদিয়ার স্কুল পরিদর্শক (মাধ্যমিক) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘‘ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নির্দেশিকা আছে। কিন্তু ওই স্কুলে কি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।”

সৌরলন্ঠন বিলি
কিছুটা অন্ধকার কাটল ডোমকলের চর এলাকার। ফরাক্কা এনটিপিসি’র পক্ষ থেকে বুধবার মহকুমাশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে ১১৩টি সৌরলন্ঠন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের হাতে তুলে দেন। মহকুমাশাসক প্রশান্ত অধিকারী বলেন, “পরিকাঠামোর সমস্যা থাকায় চরে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি। সৌরলন্ঠনগুলো পাওয়ায় কিছুটা হলেও সমস্যা মিটবে।”

শিশুকন্যা উদ্ধার
এক সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার হল জঙ্গিপুর হাসপাতাল সংলগ্ন এক জলাশয়ের পাড় থেকে। এক যুবক শিশুটিকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করেন। সুুপার শাশ্বত মণ্ডল বলেন, “হাসপাতালের কোনও শিশু নিখোঁজ হয়নি। মনে হচ্ছে বাইরের কেউ শিশুটিকে পুকুর পাড়ে ফেলে রেখেছিল।”

দুর্ঘটনায় জখম ১২
ট্রাক্টর উল্টে জখম হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে ৯ জন কান্দি হাসপাতালে ভর্তি। বুধবার বড়ঞার ডাকবাংলো থেকে মাড়গ্রামে যাচ্ছিলেন কয়েকজন। ডাকবাংলো-পানুটিয়া রাজ্য সড়কে নবপল্লীর মোড়ে ট্রাক্টরটি উল্টে যায়।

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফাতার করেছে পুলিশ। ধৃত বাবু শেখের বাড়ি হরিহরপাড়া বাজার এলাকায়। সোমবার রাতে পুলিশ ওই ব্যক্তিকে বাড়ির পাশের রাস্তা থেকে গ্রেফতার করে।

বিএসএফের ক্যাম্প
সোমবার হোগলবেড়িয়ার মেঘনা বিএসএফের ৯১ ব্যাটেলিয়নের পক্ষ থেকে সীমান্তের মহিলাদের সেলাই মেশিন, পড়ুয়াদের বই ও সাইকেল বিলি হয়।

জাল নোট-সহ ধৃত
প্রায় লক্ষ টাকার জাল নোট-সহ সমশেরগঞ্জের দক্ষিণ বলবলপাড়ার আলাউদ্দিন শেখকে গ্রেফতার করল পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.