টুকরো খবর |
জয়ের হ্যাটট্রিক বাংলার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি) পরপর তিনটে ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল লক্ষ্মীরতন শুক্লর বাংলা। পূর্বাঞ্চলের দুই শক্তিশালী প্রতিপক্ষ অসম ও ঝাড়খণ্ডের পর এ বার ত্রিপুরাকে হারিয়ে পরে পর্বে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলল বাংলা। যদিও অধিনায়ক লক্ষ্মী এ দিন বললেন, “আত্মতুষ্ট হয়ে পড়ার জায়গায় নেই আমরা। এখনও অনেক ম্যাচ বাকি।” টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ত্রিপুরা। কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি তুলতে পারেনি তারা। দুটো করে উইকেট নেন সঞ্জীব সান্যাল এবং অর্ণব নন্দী। সামি আহমেদ, লক্ষ্মী এবং সায়নশেখর মণ্ডল একটা করে উইকেট নিয়েছেন। জবাবে ১৬.৫ ওভারেই দু’উইকেটে ১০৫ তুলে দেয় বাংলা। সর্বোচ্চ স্কোরার শুভময় দাস (৩৭ নটআউট)। তিন ম্যাচে বারো পয়েন্ট নিয়ে বাংলা এখন গ্রুপ শীর্ষে। বৃহস্পতিবার তাদের শেষ ম্যাচ ওড়িশার বিরুদ্ধে।
|
আইপিএলে নেই আহত পিটারসেন
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হাঁটুর চোটে গোটা আইপিএল সিক্স থেকেই বাদ পড়ে গেলেন কেভিন পিটারসেন। তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের কাছে যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা। চলতি নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ শুরুর আগে চার দিনের প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন পিটারসেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে এ দিন জানানো হয়েছে, “পিটারসেনের হাঁটুর স্ক্যানে দেখা গিয়েছে, হাড়ে চোট। সঙ্গে মালাইচাকির কার্টিলেজও সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে।” ৩২ বছরের ব্যাটসম্যান চিকিৎসার জন্য দেশে ফিরে যাচ্ছেন। |
|
শুক্রবার থেকে শুরু তৃতীয় ও শেষ টেস্টে থাকবেন না পিটারসেন। মাঠে ফিরতে তাঁর আট সপ্তাহ লেগে যেতে পারে। আইপিএল সিক্সে তো তাঁর খেলা হবেই না, ১৬ মে লর্ডসে শুরু নিউজিল্যান্ডের ফিরতি সিরিজেও তিনি অনিশ্চিত। ইংল্যান্ড বোর্ড তাদের বিবৃতিতে পরিষ্কার জানিয়েছে, “চোট সারাতে পিটারসেনের ছয় থেকে আট সপ্তাহ লাগবে। এই সময়ের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ওকে বাইরে রাখা হচ্ছে। যার মধ্যে রয়েছে আইপিএলও।”
|
অধিনায়ক হওয়ার জন্য সচিনের কাছে কৃতজ্ঞ ধোনি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সচিন তেন্ডুলকরের সঙ্গে মতপার্থক্যই হয়তো ২০০৭ সালে তাঁকে অধিনায়ক করেছিল। এ দিন এক অনুষ্ঠানে এমনই মন্তব্য মহেন্দ্র সিংহ ধোনির। “সচিনই আমার নায়ক। এখনও মাঠের বাইরে সচিনের সঙ্গে কথা বলতে সমস্যা হয়। তবে, মাঠে দলের স্ট্র্যাটেজি নিয়ে নিজের মত দিতে কখনও পিছিয়ে আসিনি।” ভারত অধিনায়ক আরও যোগ করেন, “মাঠে স্ট্র্যাটেজি নিয়ে সচিনের সঙ্গে মতপার্থক্যও অনেক সময় হয়েছে। তবে দলের জন্য যেটা ভাল মনে হয়েছে, সেটাই বলেছি। আমার সততার জন্যই হয়তো সচিন অধিনায়কের জন্য আমার নাম সুপারিশ করেছিল।’’ ধোনি আরও বলেন, “সচিন যে আমার নাম সুপারিশ করেছিল এটাই আমার কাছে বিরাট ব্যাপার। যদি অধিনায়ক নাও হতাম, তবু ওর কাছে কৃতজ্ঞ থাকতাম।”
|
প্রয়াগ কর্তার বাড়িতে হামলা |
শিল্ড জেতার কয়েক ঘণ্টার মধ্যে র্যান্টিদের স্পনসর প্রয়াগের কর্ণধার বাসুদেব বাগচীর বাড়িতে হামলা হল। তাঁর গাড়ির কাচও ভাঙচুর হয়। রাতে বাসুদেববাবু অভিযোগ করেন, “শিল্ড নিয়ে বাড়ির বাইরে যখন উৎসব করছিলাম তখন কিছু লাল-হলুদ সমর্থক এসে বাইরে রাখা গাড়ির কাচ ভেঙে দেয়। বাড়িতেও ইট-পাটকেল ছুড়তে থাকে।” পুলিশ এলে তাদের দিকেও ইট ছোড়া হয়। দু’জন পুলিশকর্মী আহত হন। পরে তিন জনকে গ্রেফতার করা হয়। পর্ণশ্রী থানার কর্তব্যরত অফিসারও জানিয়েছেন, হামলাকারীরা ইস্টবেঙ্গলের সমর্থক।
|
বাড়ল পুরস্কারমূল্য |
টেনিস প্লেয়ারদের দীর্ঘদিনের দাবি শেষ পর্যন্ত মেনে নিল যুক্তরাষ্ট্র ওপেন কর্তারা। এটিপি প্লেয়ার্স কাউন্সিলের সঙ্গে আলোচনার পর বুধবার ইউএসটিএ জানিয়েছে, ২০১৩ যুক্তরাষ্ট্র ওপেনের পুরস্কার মূল্য গতবারের ২৫.৫ থেকে বেড়ে এ বার দাঁড়াবে ৩৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। টেনিস প্লেয়ারদের জন্য এই পদক্ষেপ বিরাট জয় বলেই ধরা হচ্ছে। মহেশ ভূপতির এ দিনের টুইটই তার প্রমাণ। “ভাবছি অবসর নেওয়ার কথা আপাতত আর ভাবব না! দারুণ কাজ করেছে এটিপি প্লেয়ার্স কাউন্সিল। দীর্ঘ দিন মনে রাখবে সবাই এই দিনটা,’’ এ দিন টুইট করেছেন উচ্ছ্বসিত মহেশ।
|
আইপিএলে রামন |
আইপিএল সিক্সের জন্য বাংলার কোচ ডব্লিউ ভি রামন-কে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল কিংস ইলেভেন পঞ্জাব। এ দিন এই ঘোষণা করে কিংস ইলেভেনের এক শীর্ষ কর্তা অরবিন্দর সিংহ বলেছেন, “আইপিএল সিক্সের জন্য রামনকে পেয়ে আমরা খুব খুশি। প্রাক্তন জাতীয় ক্রিকেটার হিসেবে ওঁর অভিজ্ঞতা এবং দীর্ঘ কোচিং কেরিয়ার দলকে সাহায্য করবে।” আর নতুন দায়িত্ব পেয়ে রামনের বক্তব্য, “কিংস ইলেভেনে তারুণ্য ও অভিজ্ঞতার সঠিক মিশেল রয়েছে। ওদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।”
|
আক্রমের আশা |
নিজের দেশে ‘পেসার সঙ্কট’ কাটাতে নিজেই প্রতিভা খুঁজতে নেমে পড়েছেন ওয়াসিম আক্রম। এপ্রিলে পাক পেসারদের জন্য দু’সপ্তাহের প্রশিক্ষণ শিবিরও করবেন। সরফরাজ নওয়াজ, ইমরান খান, ওয়াসিম, ওয়াকারদের দাপট বর্তমান পাকিস্তানি পেসারদের নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে ছ’জন পেসারকে খেলিয়েও মিসবা উল হকদের ০-৩ হারতে হয়। পাক দলের এক নম্বর পেসার উমর গুল দুই টেস্টে মাত্র পাঁচটি উইকেট পেয়েছেন। আক্রম বলেন, “১০-১২ জন নতুন প্রতিভা খুঁজে পাব এই বিশ্বাস রয়েছে। আশা করি এই সঙ্কট কেটে যাবে।”
|
আহত তিন |
চিত্তরঞ্জন থেকে খেলে ফেরার পথে গাড়ি উল্টে আহত হলেন কলকাতার দুই বড় ক্লাবের জুনিয়র ডিভিশনের তিন ফুটবলার। বুধবার দুর্গাপুরের ২ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ দিন ইস্টবেঙ্গলের সুবোধ কুমার, ঈশান দেবনাথ এবং মহমেডান স্পোর্টিংয়ের শৌভিক চক্রবর্তী একটি গাড়িতে কলকাতায় ফিরছিলেন। বাঁশকোপা মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অল্প চোট পান তিন জনই। পরে কাছেই রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁরা রওনা দেন কলকাতার উদ্দেশ্যে।
|
ফেডারেশনে ভাইচুং |
মহম্মদ হাবিবের জায়গায় এআইএফএফ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হচ্ছেন ভাইচুং ভুটিয়া। এই সিদ্ধান্ত নিয়েছেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। হাবিব ছাড়াও এই কমিটিতে ছিলেন ইন্দর সিংহ ও প্রদীপ চৌধুরি।
|
|