গ্রামের হরিসভার পরিচালন সমিতির দখল নেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হাওড়ার উদয়নারায়ণপুরের উত্তর চাঁদচক গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে মারপিট বাধে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দিন সন্ধ্যায় হরিসভার বর্তমান পরিচালন সমিতি নিজেদের মধ্যে বৈঠকে বসে। কয়েক দিন পরে গ্রামে হরিনাম সংকীর্তনের আসর বসবে। সে বিষয়ে আলোচনা করার কথা ছিল। হঠাৎই কয়েক জন গ্রামবাসীর সঙ্গে পরিচালন সমিতির সদস্যদের ঝগড়া বেধে যায়। শুরু হয় মারপিট। এলাকায় যথেচ্ছ বোমাবাজি শুরু হয়। খবর পেয়ে পুলিশ আসে। তিন জনকে গ্রেফতার করা হয়।
এ দিকে ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী রাজনীতি শুরু হয়েছে। বর্তমান পরিচালন সমিতির কর্ণধার তথা স্থানীয় পঞ্চায়েতের সদস্য তপন বর বলেন, “আমি কংগ্রেসের টিকিটে এই পঞ্চায়েতে নির্বাচিত হলেও পরে তৃণমূলে যোগ দিই। হরিসভা পরিচালন সমিতি আমাদের হাতেই রয়েছে। কিন্তু বৈঠক চলাকালীন উদয়নারায়ণপুরের বিধায়কের অনুগামীরা আমাদের উপরে হামলা চালায়। ওরা আমাদের বিরুদ্ধ গোষ্ঠী। পরিচালন সমিতির দখল জোর করে নিয়ে নেওয়ার জন্যই আমাদের উপরে হামলা চালানো হয়।”
একই অভিযোগ করেন উত্তম কোটাল নামে পরিচালন সমিতির আরও এক সদস্য। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিধায়ক সমীর পাঁজা বলেন, “তপনবাবু কংগ্রেসের টিকিটেই নির্বাচিত হয়েছিলেন। এখনও কংগ্রেসেই রয়েছেন। তিনি নিজেকে তৃণমূলের বলে দাবি করলেও কবে তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন আমার জানা নেই। তা ছাড়া, মঙ্গলবার রাতের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।” বিধায়কের দাবি, হরিসভার বর্তমান পরিচালন সমিতির হাতে লক্ষ লক্ষ টাকা রয়েছে। কয়েক জন গ্রামবাসী সেই টাকার হিসাব চাইতে গেলে গোলমাল বাধে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসারেরা। |