মোট ৫টি ব্লকে তেল ও গ্যাস উত্তোলনের জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রি- সভার লগ্নি সংক্রান্ত কমিটি। এগুলি হল কৃষ্ণা-গোদাবরী অববাহিকার ডি৬ ব্লক, বঙ্গোপসাগরে এনইসি-২৫ এবং আরও তিনটি ব্লক। তবে আরও তিনটি ব্লকে খননের অনুমতি দেওয়া হয়নি। এর আগে কেজি-ডি৬ এবং এনইসি-২৫ ব্লকে খননের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ভৌগোলিক অবস্থানের বিচারে ব্লকগুলির কোনওটি ভারতীয় নৌবাহিনীর ঘাঁটির মধ্যে, কোনওটি আবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বায়ুসেনার অনুশীলনের জন্য সংরক্ষিত এলাকার মধ্যে পড়ে। দেশের নিরাপত্তার খাতিরে সেই সব এলাকা ‘নো-গো’ অঞ্চল হিসেবে চিহ্নিত। তাই সেখানে কোনও সংস্থা ব্যবসার কাজ চালাতে পারে না।
|
রাষ্ট্রায়ত্ত সেলের ৫.৮২% শেয়ার বিক্রিতে সায় দিল বিলগ্নিকরণ সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠী। বুধবার অর্থমন্ত্রী চিদম্বরমের নেতৃত্বাধীন ওই গোষ্ঠী জানিয়েছে, সেল শেয়ার বাজারে আসবে ২২ মার্চ। বাজার সূত্রে ইঙ্গিত, দর ধার্য হতে পারে ৬৬ টাকায়। বম্বে স্টক এক্সচেঞ্জে এ দিন সংস্থার দর নামে এক বছরের সর্বনিম্ন অঙ্কে। পরে কিছুটা উঠে তা দাঁড়ায় ৬৫.০৫ টাকা। এই হিসাবে শেয়ার বেচে কেন্দ্রের ঘরে প্রায় ১,৫৮৭ কোটি টাকা আসবে বলে মনে করা হচ্ছে। গত জুলাইয়ে ১০.৮২% শেয়ার বিক্রিতে অনুমোদন দেয় কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক কমিটি। কিন্তু এ দিন তা কমানো হল। এখন সংস্থায় কেন্দ্রের মালিকানা ৮৫.৮২%।
• অম্বরীশ বালিগা এডেলওয়েজ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর গ্লোবাল ওয়েল্থ ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজিং পার্টনার হয়েছেন।
|