একটি জল প্রকল্প ও একটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সূচনা হল কালনা ১ ব্লকের কালীনগর গ্রামে। মঙ্গলবার প্রকল্পদু’টির উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। দু’টি প্রকল্পেই অর্থসাহায্য করেছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। উদ্বোধনী অনুষ্ঠানে স্বপনবাবু জানান, এ দিন থেকেই জনস্বাস্থ্য কারিগরি দফতর জল প্রকল্পের কাজ শুরু করে দেবে। আড়াই কিমি এলাকা জুড়ে প্রকল্পটি হবে। প্রকল্পের খাতে খরচ ধরা হয়েছে ৯ লক্ষ ৪০ হাজার টাকা। প্রকল্পের অধীনে থাকবে দশটি নলকূপ। ভবিষ্যতে কলডাঙা ও নতুন চরেত গ্রামদু’টিতেও পাইপ লাইনের মাধ্যমে জল পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। উপস্বাস্থ্য কেন্দ্রটিও বিদ্যুৎ ও জলের সংযোগ এসে গেলেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এটি নির্মাণে খরচ হয়েছে ৮ লক্ষ ৫০ হাজার টাকা। এ ছাড়াও মন্ত্রী জানান, কালীনগরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও নির্মাণ করা হবে। তার জন্য জায়গাও চিহ্নিত করা হয়ে গিয়েছে। নদিয়ামুখী রাস্তা তৈরিরও আশ্বাস দিয়েছেন তিনি। অনুষ্ঠানে হাজির কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল বলেন, “প্রসূতিদের নিয়ে গ্রামবাসীদের নদী পেরিয়ে হাসপাতালে যেতে হয়। নতুন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সবসময়ের জন্য একজন নার্স থাকবেন। তিনি প্রসূতীদের সাহায্য করবেন।” |
শিলিগুড়ির নার্সিংহোমগুলিতে রাতে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক থাকা বাধ্যতামূলক করার দাবি জানাল শিলিগুড়ি টাউন কংগ্রেস-২। মঙ্গলবার মহকুমাশাসকের দফতরে তারা স্মারকলিপি দেন। এ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনের কাজে ব্যস্ত থাকায় তিনি অবশ্য ওই সময় দফতরে ছিলেন না। ডেপুটি ম্যাজিস্ট্রেট বার্দেন শেরিং লেপচার কাছে তারা স্মারকলিপি দেন। পাশাপাশি নার্সিংহোম এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট জানান, স্মারকলিপির বিষয়টি তিনি মহকুমাশাসককে জানাবেন। |