টুকরো খবর
সরলকে নিয়ে নয়া জটিলতা ফ ব-য়
প্রাক্তন মন্ত্রী সরল দেবকে নিয়ে ফের জটিলতা দেখা দিয়েছে ফরওয়ার্ড ব্লকে! নবনির্বাচিত জেলা ও রাজ্য কমিটিতে সরলবাবুর জায়গা না-হওয়ায় তাঁর অনুগামীরা পঞ্চায়েত ভোটে বিক্ষুব্ধ প্রার্থী হওয়ার হুমকি দিচ্ছেন। রাজ্য সম্পাদক অশোক ঘোষ চাইছেন সরলবাবুর সঙ্গে রফা করতে। দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নরেন দে-কে দায়িত্ব দেওয়া হয়েছে মীমাংসাসূত্র বার করার। তাতে আবার আপত্তি ফব-র একটা বড় অংশের। সদস্যপদ নবীকরণের শর্ত নিয়ে গোলমালের জেরে সরলবাবু ও তাঁর অনুগামীদের সঙ্গে বিরোধ বেধেছিল উত্তর ২৪ পরগনা জেলা ফব-র। সরলবাবু দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চিঠি দিয়ে জানান, সব পদ থেকে তাঁরা ইস্তফা দিচ্ছেন। জেলা ও রাজ্য সম্মেলনেও তাঁরা যোগ দেননি। কিন্তু সম্প্রতি সরলবাবুর সঙ্গে কথা হয়েছে অশোকবাবুর। অন্য বাম শরিক দল যে সরলবাবুর জন্য দরজা খুলে রেখেছে, পরোক্ষে তা-ও জানানো হয় অশোকবাবুকে। তার পরেই ভাবনাচিন্তা শুরু করেন রাজ্য সম্পাদক। নরেনবাবু এখনও কারও সঙ্গেই কথা বলেননি। রাজ্য সম্পাদকমণ্ডলীর একটি অংশের প্রশ্ন, অশোকবাবুই যে সমস্যা মেটাতে পারেননি, অন্য কেউ তা কী ভাবে মেটাবেন? এক রাজ্য নেতার কথায়, “সম্মেলনেই সাধারণ সম্পাদক বলেছিলেন, যাঁরা সম্মেলনে অংশ নেননি, তাঁদের সঙ্গে আপস করা হবে না। এখন এ সব হলে প্রশ্ন উঠবেই।” জেলা কমিটির এক সদস্যের বক্তব্য, “ওই বিক্ষুব্ধ অংশ নির্দল প্রার্থী হবে ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

খড়্গপুর লাইনে ব্যাহত হবে ট্রেন চলাচল
পুরনো যন্ত্রের বদলে রেলে বসছে নতুন প্রযুক্তি। সেই কাজের জন্য শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত হাওড়া-খড়গপুর মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। রেল সূত্রের খবর, ওই লাইনের সাঁতরাগাছি স্টেশনের কেবিনে ‘রুট রিলে ইন্টারলক’ প্রযুক্তি বসানো হচ্ছে। ওই কেবিনের যন্ত্রগুলি (ব্রিটিশ টাইপ) প্রায় ৩০ বছরের পুরনো। তা বদলানো হচ্ছে। এই কাজের জন্যই শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাতিল হচ্ছে দূরপাল্লার বহু ট্রেন, লোকালও। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানান, এই প্রযুক্তি বদলের জন্য চার-পাঁচ মাস আগে পরিকল্পনা করা হয়েছে। দূরপাল্লার যে-ক’টি ট্রেন বাতিল করা হচ্ছে, সেগুলির আসন সংরক্ষণ করতে দেওয়া হয়নি। ফলে যাত্রীদের স্টেশন পৌঁছে ঝামেলা পোহাতে হবে না। আর লোকাল ট্রেন এমন ভাবে বাতিল করা হবে, যাতে যাত্রীরা ঘণ্টায় অন্তত একটি করে ট্রেন পান। রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বাতিল থাকছে মোট ১১৪ জোড়া লোকাল ট্রেন। আর দূরপাল্লার ট্রেন বাতিল হচ্ছে ২০ জোড়া। এ ছাড়া বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে অথবা থামিয়ে দেওয়া হবে গন্তব্যের আগেই। ওই সময় হাওড়ার বদলে শালিমার স্টেশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চালানো হবে বলেও জানিয়েছেন সৌমিত্রবাবু।

লোক পরিষেবা বিল গেল সিলেক্ট কমিটিতে
লোক পরিষেবা অধিকার বিল পাঠানো হল বিধানসভার সিলেক্ট কমিটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের জমানায় প্রথম কোনও বিল গেল সিলেক্ট কমিটিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা পাওয়া নিশ্চিত করতে এই বিলটি এনেছে রাজ্য সরকার। পরিষেবা দিতে না-পারলে সরকারি কর্মীদের জরিমানার পাশাপাশি নিখুঁত ভাবে সারা বছর কাজ করতে পারলে এক হাজার টাকা পর্যন্ত ইনামের ব্যবস্থাও আছে বিলে। যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিধানসভায় মঙ্গলবার ‘দ্য ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিসেস বিল, ২০১৩’ পেশ করেন ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী সাধন পাণ্ডে। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাবকে বিরোধীদের তরফে স্বাগত জানিয়েছেন ডিএসপি-র প্রবোধচন্দ্র সিংহ এবং কংগ্রেসের সুখবিলাস শর্মা।

উর্দু পাঠ্যবই
উর্দু মাধ্যম বিদ্যালয়গুলির পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমিকে দেওয়ার দাবি তুললেন ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রামজ্। মঙ্গলবার বিধানসভায় তিনি অভিযোগ করেন, উর্দু মাধ্যম বিদ্যালয়গুলিতে সময়মতো বই সরবরাহ করা হচ্ছে না। পড়াশোনার ক্ষতি হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.