খামার উন্নয়ন প্রকল্পের সূচনা
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
কেন্দ্রীয় সরকারের গ্রামীণ পশ্চাদপদ এলাকায় মুরগি প্রতিপালন এবং খামার উন্নয়ন প্রকল্পের সূচনা হল খানাকুল-২ ব্লক এলাকায়। সকালে ব্লক প্রাণী ও প্রাণিসম্পদ দফতরের অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে ২৫৭ জন দুঃস্থ মানুষকে ৪৫টি করে মুরগি এবং খামার নির্মাণের জন্য ৭৫০ টাকা করে দেওয়া হয়। ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক কল্যাণ দে বলেন, “বিপিএল তালিকাভুক্ত ৩০০ জন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। আমরা ২৫৭ জনকে পেরেছি। বাকিদেরও শীঘ্রই সাহায্য করা হবে।”
|
এটিঁএমে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
এটিএম মেশিন ভেঙে টাকা হাতানোর চেষ্টা করল দুষ্কৃতীরা। সোমবার রাতে উত্তরপাড়া কাঁঠালবাগান বাজারের ঘটনা। পুলিশ জানায়, রেললাইন-লাগোয়া রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম মেশিন ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। রক্ষী ছিল না। পুলিশের অনুমান, সম্ভবত নতুন কোনও দলের কাজ। অভিজ্ঞ হলে তারা জানত, ওই ভাবে টাকা নেওয়া সম্ভব নয়।
|