রাজনৈতিক অস্থিরতায় পড়ল সূচক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফের রাজনৈতিক অস্থিরতার কবলে পড়ল শেয়ার বাজার। কেন্দ্রে ইউপিএ সরকারের উপর থেকে তাদের অন্যতম শরিক দল ডিএমকে সমর্থন তুলে নেওয়ার জেরে মঙ্গলবার এক ধাক্কায় সেনসেক্স পড়ে গিয়েছে ২৮৫.১০ পয়েন্ট। দিনের শেষে তা এসে দাঁড়ায় ১৯,০০৮.১০ অঙ্কে। অথচ মঙ্গলবার বাজার কিছুটা চাঙ্গা হওয়ারই কথা ছিল। কারণ বাজারের প্রত্যাশা মিটিয়েই রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতিতে সুদের হার কিছুটা কমিয়েছে এ দিন। কিন্তু রাজনৈতিক মহলে অস্থিরতা জল ঢেলে দিল তাতে। পতনে অবশ্য ইন্ধন জুগিয়েছে ইউরোপ-সহ বিশ্বের বেশ কিছু শেয়ার বাজারের পড়ে যাওয়াও। এ দিন ডিএমকের সমর্থন প্রত্যাহারের খবরে কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়ে আতঙ্ক ছড়ায় বাজারে। এক সময়ে সেনসেক্স ৩০০ পয়েন্টেরও বেশি পিছলে নামে ১৯ হাজারের নীচে। পরে অর্থমন্ত্রী পি চিদম্বরম সরকারের স্থায়িত্ব নিয়ে তেমন সংশয় নেই বলে ঘোষণা করলে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার। শেয়ার বাজারের পতন অবশ্য এর আগে থেকেই হচ্ছিল। এ দিনের পতন-সহ গত তিন দিনে সেনসেক্স টানা পড়েছে ৫৬২.৩৪ পয়েন্ট। বাজার বিশেষজ্ঞদের মধ্যে অনেকেরই ধারণা, সূচকের গতিপ্রকৃতি আপাতত কিছুটা অনিশ্চিতই থাকবে।
|
মিউচুয়াল ফান্ডের ঝুঁকি বোঝাবে রং
সংবাদসংস্থা • মুম্বই |
মিউচুয়াল ফান্ডের ঝুঁকি নির্ধারণ করতে ‘রং’ ব্যবহারের নির্দেশ দিল বাজার নিয়ন্ত্রক সেবি। অনেক সময়েই মানুষকে ভুল বুঝিয়ে সংস্থাগুলি বেশি ঝুঁকির পণ্য বিক্রি করে। যাতে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা থেকে যায়। এর থেকে লগ্নিকারীদের বাঁচাতেই পণ্যগুলির ঝুঁকির মান অনুসারে সেগুলির আবেদনপত্রে রং ব্যবহারের নিদের্শ দিয়েছে সেবি। নীল রং হলে কম ঝুঁকির পণ্য, হলুদ হলে মাঝারি ঝুঁকি এবং খয়েরি হলে বেশি ঝুঁকির মিউচুয়াল ফান্ড বোঝাবে বলে জানিয়েছে তারা। সেবির নির্দেশ আগামী ১ জুলাই থেকে সমস্ত সংস্থাকে এই রংগুলি ব্যবহার করতে হবে। আবেদনপত্রের এমন জায়গায় সেই রং থাকতে হবে, যাতে লগ্নিকারীরা স্পষ্ট বুঝতে পারেন, মিউচুয়াল ফান্ডটি কেমন। বাজার চলতি এবং নতুন প্রকল্পের ক্ষেত্রে এই রং ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছে সেবি।
|
স্টেট ব্যাঙ্ককে বাড়তি মূলধন ৩০০৪ কোটি
সংবাদসংস্থা • মুম্বই |
বাজেট ঘোষণা মতোই মূলধন হিসেবে ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৩,০০৪ কোটি টাকা মূলধন ঢালল কেন্দ্র। ফলে সেখানে কেন্দ্রের মালিকানা বেড়ে হল ৬২.৩১%। সব ক’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে ১৪ হাজার কোটি টাকা মূলধন জোগানোর অঙ্গ হিসেবেই স্টেট ব্যাঙ্ককে এই অর্থ দেওয়া হয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে ১.২৯ কোটি ইক্যুইটি শেয়ার স্টেট ব্যাঙ্কের হাতে তুলে দিয়ে এই মূলধন জোগানো হয়েছে। প্রতিটি শেয়ারের দর ২,৩১২.৭৮ টাকা।
|
দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও ১ এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার মহাকরণে পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে দেখা করে এ কথা জানান ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের নেতারা। অনলাইনে জাতীয় পারমিট-সহ চার দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। পরিবহণমন্ত্রী ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানান।
|
ব্যবসা সম্প্রসারণে উদ্যোগী হল হোসিয়ারি সংস্থা ডলার ইন্ডাস্ট্রিজ। সংস্থার ব্র্যান্ডের প্রচারে বিপণন দূত অক্ষয় কুমারের সঙ্গে এ বার জুড়ি বাঁধবেন অভিনেতা প্রভু দেবা। দু’জনকে কাজে লাগিয়ে দেশ জুড়ে নয়া বিপণন কৌশল নিয়েছে সংস্থা। |