খেলার সঙ্গিনী |
বেটার হাফরা খেলার দুনিয়া কাঁপাচ্ছেন তো কী! তাল মেলাতে পিছিয়ে নেই এঁরাও।
বিখ্যাত সেই ওয়্যাগ-দের নিয়ে লিখছেন প্রিয়দর্শিনী রক্ষিত |
ওয়াইভস অ্যান্ড গার্লফ্রেন্ডস। যে কনসেপ্টটা বেশি প্রচলিত তার সংক্ষিপ্ত রূপে ওয়্যাগ। ব্যাপারটা এত দিন জনপ্রিয় ছিল ফুটবল মাঠেই। দামাল ফুটবলার বয়ফ্রেন্ডদের জন্য গ্যালারি থেকে গলা ফাটাতেন তাঁদের গ্ল্যামারাস প্রেমিকারা। ক্রিকেটেও যে ছিল না, তা নয়। পটৌডি পত্নী শর্মিলা ঠাকুর আছেন। ভিভ রিচার্ডসের বান্ধবী নীনা গুপ্তা আছেন। কিন্তু সে সব তো সাদা জার্সিতে টেস্ট ক্রিকেট খেলার যুগে। আইপিএলের রংচঙে দুনিয়ায় ওয়্যাগ-রাও দেখা দিচ্ছেন নিত্যনতুন অবতারে। আইপিএল সিক্সের গ্যালারির দিকে তাকালে যাঁদের উপর চোখ আটকে যেতে বাধ্য....
|
জিন কাইটজম্যান |
দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনের বান্ধবী জিন মডেল এবং অভিনেত্রী। যখন স্টেইনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল, জিন জানতেনই না তিনি ঠিক কে! মডেলিং, অভিনয় মিলিয়ে ব্যস্ত জীবনের মধ্যে ফাঁক পেলেই দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে চলে যান। ভারতে গত বছর আসেন আইপিএলে তাঁর বয়ফ্রেন্ডের টিম ডেকান চার্জার্সকে চিয়ার করতে। জিনের দাবি, তিনিই স্টেইনের সৌভাগ্যের প্রতীক। পাঁচ বছর আগে তাঁদের সম্পর্ক শুরু, যার পর থেকে টেস্ট ক্রিকেটে একের পর এক মাইলফলকে নিজের নাম লিখেছেন স্টেইন-গান। কেপটাউনে রেস্তোরাঁয় কাজ করতেন জিন। সেখানে তাঁকে দেখেই পছন্দ হয়ে যায় স্টেইনের। ফোন নম্বর নিয়ে পরের দিনই ফোন। সেখান থেকেই শুরু রোম্যান্স। জিন কিন্তু ক্রিকেটের খুব বড় ভক্ত নন। কালিসের বান্ধবী শামোনের খুব ভাল বন্ধু। |
জিন কাইটজম্যান: ডেল স্টেইনের বান্ধবী |
|
|
শামোন জার্ডিম |
কেপটাউনের মডেল শামোন, জাক কালিসের বিউটি কুইন বান্ধবীদের সিরিজে সাম্প্রতিকতম সংযোজন। কালিসের এক্স-দের তালিকায় আছেন ২০০২-এর মিস সাউথ আফ্রিকা সিন্ডি নেল-ও। কালিসের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের পরে বিয়ে করবেন কি না, তা নিয়ে মনস্থির না করতে পারলেও একটা ব্যাপার শামোন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁদের বিয়ের অন্তত একটা অনুষ্ঠান হবে ভারতে। কলকাতা নাইট রাইডার্স মিডল অর্ডারের অন্যতম ভরসা কালিসের সঙ্গে প্রতি বার ভারতে আসেন শামোন। এবং প্রথম দেখাতেই ভারতের প্রেমে পড়ে গিয়েছেন তিনি। |
শামোন জার্ডিম: জাক কালিসের বান্ধবী |
|
|
লি ফারলং |
লি ফারলং: শেন ওয়াটসনের স্ত্রী |
ফক্স স্পোর্টসের প্রাক্তন অ্যাঙ্করের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক অস্ট্রেলীয়
অলরাউন্ডার শেন ওয়াটসনের। যিনি আবার রাজস্থান রয়্যালস টিমের
নিউক্লিয়াসও। ২০১০ সালের জুন মাসে লি-কে বিয়ে করেন শেন।
এবং তাঁদের প্রথম সন্তান উইল-এর জন্মের জন্যই মোহালি টেস্ট
শুরুর ঠিক মুখে দেশে ফিরে যান। যা নিয়ে বিতর্ক কম হয়নি!
|
|
|
জেসিকা টেলর |
ব্রিট অ্যাওয়ার্ড জয়ী পপ গ্রুপ লিবার্টি এক্স-এর সদস্য। মডেল, টিভি ব্যক্তিত্ব, নর্তকী। তবে সবচেয়ে বিখ্যাত ইংরেজ ক্রিকেটের ‘ব্যাড বয়’ কেভিন পিটারসেনের স্ত্রী হিসেবে। ২০০৭ সালে বিয়ে। সাহসী এই দম্পতি বছরখানেক আগে ভ্যালেন্টাইন্স ডে-তে হইচই ফেলে দিয়েছিলেন একটা ফটোশু্যটে যেখানে তাঁদের পোশাক বলতে ছিল শুধুই একজোড়া করে মোজা!
|
জেসিকা টেলর: কেভিন পিটারসেনের স্ত্রী |
|
|
সাক্ষী সিংহ ধোনি |
সাক্ষী সিংহ ধোনি: মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী |
ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। রাঁচির স্কুলে একসঙ্গে পড়তেন ধোনি-সাক্ষী। জুলাই ২০১০-এ মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিয়ের পর আলিপুরের বাসিন্দা হয়ে উঠেছিলেন ক্যাপ্টেন কুল-এর মহিলা ফ্যানব্রিগেডের এক নম্বর শত্রু। আইপিএল হোক বা বিদেশ সফরে টেস্ট সিরিজ স্বামীর প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা যায় সাক্ষীকে। যাঁর প্রতি আবার কলকাতার একটা বিশেষ ভাললাগাও আছে। তিনি আছেন বলেই তো এমএসডি শহরের জামাই! |
|
|
নাতাশা জৈন |
কেকেআরের ক্যাপ্টেন বছর খানেক আগে পর্যন্ত ঘরদোর ঠিক করতে পারতেন না। ক্রিকেটের কিট বাদে সবই অগোছালো পড়ে থাকত। এই অভ্যেস বদলে গিয়েছে নাতাশা জৈন জীবনে আসার পর। প্রেম নয়। গুরগাঁওয়ের ব্যবসায়ী কন্যার সঙ্গে গৌতম গম্ভীরের বিয়ে হয় সম্বন্ধ করে ২০১১র অক্টোবরে। আইপিএল ফাইভের বেশ কিছু ম্যাচে এসআরকে-র অতিথি হিসেবে কর্পোরেট বক্সে দেখা গিয়েছে নাইটসংসারের ফার্স্ট লেডিকে। গ্ল্যামারাস বলা যাবে না। নাতাশার স্টাইল অনেকটাই ক্যাজুয়াল। বেশির ভাগ সময়ই তাঁকে দেখা যায় জিনস আর টপে। তাঁকে ছাড়া শপিং করার কথা ভাবতে পারেন না গম্ভীর। একটা ওয়ালেট কিনতে গেলেও চাই স্ত্রী-এর ‘এক্সপার্ট ওপিনিয়ন’। |
নাতাশা জৈন: গৌতম গম্ভীরের স্ত্রী |
|