আজকের শিরোনাম
শ্রীলঙ্কায় তামিলদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদ
ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার ডিএমকের
শরিকি রাজনীতির চাপে শেষ পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে সমর্থন করতে চলেছে নয়াদিল্লি।
তামিল আবেগের প্রশ্ন তুলে ডিএমকে-প্রধান এম কে করুণানিধি গত কাল কেন্দ্রের ইউপিএ সরকার থেকে সমর্থন তোলার হুমকি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পি চিদম্বরম, এ কে অ্যান্টনি ও গুলাম নবি আজাদ কংগ্রেসের এই তিন শীর্ষস্থানীয় নেতা আজ করুণানিধির বাসভবনে গিয়ে আলোচনা করেন। তাঁদের সঙ্গে কথা বলেও সন্তুষ্ট হননি করুণানিধি। নিজের অবস্থানে অনড় থেকে শ্রীলঙ্কা ইস্যুতে ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিল ডিএমকে। আজ সকালে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে দিলেন ডিএমকে প্রধান। আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিতে চলেছেন পাঁচ মন্ত্রী। লোকসভায় ডিএমকের সাংসদ সংখ্যা ১৮। ডিএমকের সমর্থন প্রত্যাহারের পরেও সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই বলে দাবি কংগ্রেসের। সংখ্যাগড়িষ্ঠতার জন্য ইউপিএ সরকারের প্রয়োজন ২৭১ জন সাংসদের সমর্থন। সরকার থেকে ডিএমকের বেরিয়ে আসার পরে লোকসভায় এখন কংগ্রেসের সাংসদ সংখ্যা ২০৩। এ ছাড়া বাইরে থেকে সমর্থন রয়েছে ৫০ জন সাংসদের। তাই সংখ্যাগড়িষ্ঠতার সঙ্গেই স্থিতিশীল ইউপিএ সরকার, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের।
এ দিকে ইউপিএ সরকার থেকে ডিএমকের সমর্থন প্রত্যাহার করার জেরে প্রভাব পড়তে পারে আসন্ন আইপিএল-এও। চেন্নাইতে অনুষ্ঠিত ১০টি আইপিএল ম্যাচে কোনও শ্রীলঙ্কার ক্রিকেটারকে খেলতে দিতে নারাজ ডিএমকে। প্রসঙ্গত, আইপিএল-এ অংশগ্রহণকারী ৯টি দলের মধ্যে ৮টি দলেই শ্রীলঙ্কার ক্রিকেটার রয়েছে।

দিল্লির রামলীলা ময়দানে সিপিআইএম-এর সমাবেশ
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধীতায় আজ দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশ করল সিপিআইএম। কলকাতা, কন্যাকুমারী, অমৃতসর এবং মুম্বই— দেশের চার প্রান্ত থেকে শুরু হয়ে বিভিন্ন শহর-গ্রাম ঘুরে সিপিআইএমের চারটি জাঠা এই সমাবেশে অংশগ্রহণ করে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খাদ্য নিরাপত্তার দাবি, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের অধিকার সুনিশ্চিত করার দাবিতে এই সমাবেশ। এ ছাড়াও দিল্লির বিভিন্ন এলাকা থেকে একাধিক মিছিলে কয়েকশো মানুষ রামলীলা ময়দানে আসেন। সমাবেশে তাঁর বক্তব্যে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাট বলেন, পশ্চিমবঙ্গ, কেরল, ত্রিপুরা ছাড়া দেশের কোথাও ভূমি সংস্কার করা হয়নি। কৃষকদের থেকে জমি কেড়ে খনি মালিকদের হাতে তুলে দিচ্ছে সরকার। তেলের দামে ভর্তুকি তুলে নিয়ে দেশের মানুষের উপর চাপ বাড়িয়েছে সরকার। দুর্নীতি ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। কারাট আরও বলেন, দুর্নীতির ইস্যুতে কেন্দ্রে কংগ্রেসের বিকল্প বিজেপি হতে পারে না। কারণ,এ বিষয়ে দু’দল একই জায়গায় অবস্থান করে বলে তিনি মনে করেন।

১ এপ্রিল থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালীন ট্রাক ধর্মঘট
কেন্দ্রীয় সরকারের কাছে ১২ দফা এবং রাজ্য সরকারের কাছে ৪ দফা দাবিতে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালীন ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ট্রাক মালিক সংগঠনগুলি। ফলে দেশের প্রায় ৭৫ লক্ষ ট্রাক ও ট্যাঙ্কার ধর্মঘটে বসে যেতে চলেছে। আজ তাদের চার দফা দাবি নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকে বসে রাজ্যের ট্রাক মালিক সংগঠনগুলি। সংগঠনগুলিকে এই ধর্মঘট থেকে রাজ্যকে অব্যহতি দেওয়ার অনুরোধ জানান পরিবহণ মন্ত্রী। কিন্তু বৈঠকে কোন ইতিবাচক সাড়া মেলেনি। আপাতত ১ এপ্রিলে দেশ জুড়ে ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় থাকছে সর্বভারতীয় ট্রাক মালিক সংগঠনগুলি।

মেয়ের অভিযোগে গ্রেফতার মা
মাধ্যমিক পরীক্ষার পরেই মেয়েকে বিক্রির পরিকল্পনা ছিল মায়ের। এই পরিকল্পনার কথা জানতে পেরে মায়ের বিরুদ্ধে সিআইডি-র কাছে অভিযোগ জানান মেয়ে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম অঞ্জলি বিশ্বাস। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।

মধ্যমগ্রামে স্কুলের ছাদ থেকে পড়ে আহত শিশু
স্কুলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হল নার্সারির এক চার বছরের শিশু। আজ সকালে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের এক বেসরকারী ইংরাজি মাধ্যম স্কুলে। স্কুল কর্তৃপক্ষের অনুমান, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের নজর এড়িয়ে শিশুটি স্কুলের ছাদে চলে যায়। ছাদে থাকা একটি খাটের উপর দাঁড়িয়ে ঝুঁকে দেখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে নীচে পড়ে যায়। নীচে দাঁড়িয়ে থাকা অপর একটি শিশুর উপর পড়লে ওই শিশুটিও গুরুতর জখম হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে স্কুল ঘেরাও করেন বেশ কিছু অভিভাবক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

—ফাইল চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.