সম্পাদকীয় ২...
দরদি
যে যায় মহাকরণে, সে-ই হয় হকারদরদি। কথাটি বামফ্রন্টের ক্ষেত্রে যেমন সত্য ছিল, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও তেমনই সত্য। বস্তুত, এক কাঠি বেশি। অমিত মিত্র তাঁহার বাজেট ভাষণে একটু ঘুরাইয়া বলিয়াছেন, পশ্চিমবঙ্গে যে বিপুলসংখ্যক অ-নথিভুক্ত ব্যবসায়ী আছেন, ‘মা-মাটি-মানুষের সরকার’ তাঁহাদের নথিভুক্ত করিবার পরিকল্পনা করিয়াছে। এই ব্যবসায়ীরা মূলত হকার, সেই কথাটি অর্থমন্ত্রী সহজবোধ্য কারণেই বলেন নাই। নাম নথিভুক্ত হইলেই ফুটপাথের উপর তাঁহাদের মৌরসিপাট্টায় সরকারি শিলমোহর পড়িয়া যাইবে। এইখানেই বামফ্রন্ট সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় এক গোল দিলেন। বামপন্থীরা, তাঁহাদের যাবতীয় হকার-দরদ সত্ত্বেও, একেবারে লেখাপড়া করিয়া ফুটপাথকে হকারদের হাতে তুলিয়া দেওয়ার চেষ্টা করেন নাই। বামফ্রন্ট সরকার ফুটপাথের তেভাগা-বণ্টন করিয়াছিল, কিন্তু সেই ভাগের অধিকার হকারদের লিখিয়া পড়িয়া দেয় নাই। মমতাদেবী তাহাই করিতে চলিয়াছেন। ফলে, হকার-সমস্যাটি এই বার অধিকারের আইনি জটিলতায় ঢুকিয়া পড়িবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাহা করিলেন, তাহাকে ‘সংস্কার’ না বলিলে অন্যায় হইবে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পরিভাষা ধার করিয়া ইহাকে ‘কাঠামোগত সংস্কার’-ও বলা চলে। যাঁহারা তৃণমূলেশ্বরীর নীতিহীনতা লইয়া উদ্বেগে ভোগেন, তাঁহারা দেখিয়া যান নেত্রীর সংস্কার পরিকল্পনা কত দূর ব্যাপ্ত এবং কতখানি লক্ষ্যাভিমুখী। সংস্কার হইলেই যে তাহাকে সদর্থক হইতে হইবে, এমন শর্ত কেহ চাপান নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্ভবত কলিকাতার বাস কন্ডাকটরদের উপদেশ শিরোধার্য করিয়া পিছন দিকে আগাইয়া চলিতেছেন।
ফুটপাথে হকারদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করিলে তাহার ফল কী হইবে, তাহার একটি হিসাব মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন তৃণমূল কংগ্রেসের মিছিল, মিটিংয়ে লোকের সংখ্যা আরও অনেক বাড়িবে। কিন্তু যে কথাটি সম্ভবত তিনি আর স্মরণ রাখিতে পারেন নাই, তাহা হইল, তৃণমূল কংগ্রেসের স্বার্থ এবং পশ্চিমবঙ্গ নামক রাজ্যের স্বার্থে কিছু ফারাক আছে এবং, দুইয়ের স্বার্থে দ্বন্দ্ব সৃষ্টি হইলে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের স্বার্থরক্ষাই তাঁহার কর্তব্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সুশাসকের উদাহরণ হিসাবে ইতিহাসের পাতায় ঠাঁই পাইতে ব্যগ্র নহেন। কাজেই, এই রাজ্যের, এই শহরের ভোগান্তি ঠেকাইবার কেহ নাই। এমনিতেই কলিকাতা আর প্রথম সারির শহর হিসাবে গণ্য হয় না। ইহার পর সভ্য সমাজের অংশ হিসাবেও গণ্য হইবে না। আর বেশি ক্ষতি নাই। শহর আরও গতিহীন হইবে, রাস্তায় আরও ভিড় বাড়িবে। যাঁহাদের উপায় আছে, তাঁহারা কলিকাতা ছাড়িয়া পালাইবেন; যাঁহাদের নিতান্ত উপায় নাই, একমাত্র তাঁহারাই ভিন্ রাজ্য হইতে এই শহরে পা ফেলিবেন। এই উদাহরণের সূত্র ধরিয়া আরও বহু অন্যায় দাবি এই ভাবেই সরকারি শিলমোহর পাইবে। সুদূর ভবিষ্যতে, যখন তৃণমূল কংগ্রেস নামক দলটির কোনও অস্তিত্বও হয়তো থাকিবে না, তখনও এই শহরকে, এই রাজ্যকে এই অপশাসনের দাগ বহন করিতে হইবে। আরও অনেক অপশাসনের দাগের মতোই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.