লক্ষ্য পঞ্চায়েত ভোট: প্রস্তুতি দুই রাজনৈতিক শিবিরে |
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত সকল রাজনৈতিক দলগুলি। চুড়ান্ত পর্বের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী বাম শিবির। পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল পেতে চলছে নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ। জয়ের লক্ষ্যে নানা সমীকরণ, জোট পরিকল্পনা, নির্বাচনে দলীয় নীতি নির্ধারণে ব্যস্ত দু’পক্ষই। আজ আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত আসনেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি আরও বলেন, ২৩ মার্চের মধ্যেই বাম শরিকদের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলবে বামফ্রন্ট।
এ দিকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল শিবিরের প্রস্তুতিও তুঙ্গে। তৃণমূল ভবনে এক বৈঠকে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের মূকুল রায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় ২০০ জন কংগ্রেস সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে এই বৈঠকে দাবি করেন তিনি।
|
ইঞ্জিন বিকল, বর্ধমানে আটকে রাজধানী এক্সপ্রেস |
দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী এক্সপ্রেস আজ সকালে বর্ধমানের গলসি স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে রইল। ফলে দুর্ভোগে পড়তে হয় শতাধিক যাত্রীকে। এর পর নিকটবর্তী গুসকরা স্টেশন থেকে একটি ইঞ্জিন এনে ট্রেনটি চালানোর ব্যবস্থা করা হলে হাওড়ার উদ্দেশে রওনা হয় রাজধানী এক্সপ্রেস।
|
কাঠ চোরের হামলা, জলপাইগুড়িতে জখম ১ বনকর্মী |
একদল কাঠচোরের হামলায় গুরুতর জখম হলেন এক বনকর্মী। আজ ভোরে ৮ জনের একটি কাঠ চোরাচালানকারী দল জলপাইগুড়ির খুট্টিমারির জঙ্গলে ঢোকে। গাছ কাটতে দেখে বাধা দেন ওই জঙ্গলে কর্তব্যরত বনকর্মীরা। বাধা পেয়ে তারা বনকর্মীদের উপর হামলা চালায়। হামলায় গুরুতর জখম হন মাধব রাভা নামে এক বনকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক কাঠ চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে এলাকায় তল্লাসি শুরু করেছে পুলিশ।
|
বহুতল থেকে উদ্ধার ট্যাক্সি চালকের দেহ |
নির্মীয়মান বহুতল থেকে মিলল এক ব্যক্তির দেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গোলাম মহম্মদ শাহ রোডে। বহুতল থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম কিশোরী পাসোয়ান, পেশায় ট্যাক্সি চালক। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে যাদবপুর থানার পুলিশ। খুন না দুর্ঘটনা তা জানতে বিস্তারিত তদন্তে নেমেছে পুলিশ। |