উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের পাশে গত দু’দিন ধরে মাইক বাজিয়ে ‘সিভিক পুলিশবাহিনী’তে কর্মী নিয়োগের কাজ চলছে। শনিবার লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের আপত্তিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখেন মুর্শিদাবাদ থানার আইসি দেবাশিস চট্টরাজ। নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়টিও অবশ্য দেবাশিসবাবু তাঁর জিপের সামনে লাগানো মাইকে ঘোষণা করতে থাকেন। তবুও আইসি বলেন, “মাইক বাজানো হয়নি তো!” অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “মাইক বাজানো ঠিক হয়নি। আমি খোঁজ নিচ্ছি।”
নবাব বাহাদুর ইন্সটিটিউশন এবং লালবাগ গর্ভমেন্ট স্পনসর্ড বালিকা বিদ্যালয় উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র। দু’টি স্কুলের মাঝে মাঠে এবং সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ‘সিভিক পুলিশ বাহিনী’র চাকরির আবেদনকারীরা সেই মাঠেই জমায়েত হয়েছেন। নবাব বাহাদুর ইন্সটিটিউশনের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হবিবুর রহমান বলেন, “১৪৪ ধারা অমান্য করে মাঠে জময়েত হয়েছেন চাকুরিপ্রার্থীরা, আর থানার আইসি জিপের সামনে চোঙ বেঁধে নিয়োগ সংক্রান্ত ঘোষণা করছেন। কয়েক জন অভিভাবক এবং শিক্ষকেরা আপত্তি তোলেন।”
ওই পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ তথা সহকারি বিদ্যালয় পরিদর্শক গণেশ কর্মকার বলেন, “কেউ শব্দবিধি বা ১৪৪ ধারা লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে পুলিশের উপর। সেই পুলিশ নিজেই আইন লঙ্ঘন করলে কার কাছে যাব!” |