সংস্কৃতি যেখানে যেমন

১৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় মালদহ টাউন হলে ‘এবং বিকল্প’ পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল কবি জীবনানন্দ দাশের ১১৪তম জন্মদিন। লুম্বিনী শর্মার উদ্বোধনী আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পত্রিকা সম্পাদক রাজীব সিংহের স্বাগত বক্তব্যের পরে জীবনানন্দের কাব্য বৈশিষ্ট নিয়ে আলোচনা করেন সামসি কলেজের শিক্ষক ও লেখক মনোজ ভোজ। প্রধান আকর্ষণ ছিল জীবনানন্দের উপন্যাস অবলম্বনে শ্রুতিনাটক ‘মাল্যবান’। অংশগ্রহণ করেন অচিন্ত্য সেন, মধুমিতা কর্মকার, দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

১ মার্চ বালুরঘাটে আত্রেয়ী সভা কক্ষে প্রকাশিত হল অমল বসুর দুটি কাব্যগ্রন্থ ‘নৌকার দিঘল চোখে জল’ এবং ‘পোষা জলে বর্ণবিবর্ণ’। বই দুটি প্রকাশ করেন বাংলাদেশের রবীন্দ্র গবেষক আখতারউদ্দিন মানিক। শুভম ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠে যোগ দেন দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, গোবিন্দ তালুকদার, বিশ্বনাথ লাহা, রতন দাস, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, স্বরূপ সান্যাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নির্মলেন্দু তালুকদার। ছিলেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়।

৩১তম উত্তরবঙ্গ নাট্যজগৎ উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হল। প্রথম দিনের অনুষ্ঠানটি হয় শিলিগুড়ির রামকিঙ্কর হলে। উদ্বোধন করেন বিধায়ক শঙ্কর মালাকার। সে দিন সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ভারত বাংলাদেশের ২২ গুণিকে সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় দিন দাগাপুরের বসুন্ধরায় ছিল সাহিত্য সম্মেলনের অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কুষ্টিয়ার বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিক ওয়ালিউল বারি চোধুরী। সভাপতি হিসাবে ছিলেন অনন্দগোপাল ঘোষ।

২৮ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে ‘কথা ও কবিতা’র উদ্যোগে আবৃত্তি এবং শ্রুতি নাটকের অনুষ্ঠান হল জেলা পরিষদ প্রেক্ষাগৃহে। জলপাইগুড়িতে সংস্থার এই প্রথম অনুষ্ঠান। উদ্বোধনী আবৃত্তি করেন পার্থপ্রতিম পান, অনন্যা চক্রবর্তী, মিতালি বিশ্বাস, অরুময় চক্রবর্তী। আমন্ত্রিত শিল্পীরাও ছিলেন। অনিতা পাল চৌধুরী, আকাশ পাল চৌধুরী এবং তাদের-সহযোগীরা আবৃত্তি-আলেখ্য, একক আবৃত্তি, শ্রুতিনাটক পরিবেশন করেন। হাস্যরসে দর্শক মন কাড়ে শ্রুতিনাটক ‘সেয়ানে সেয়ানে’।

১৮ থেকে ২১ ফেব্রুয়ারি শিশু কিশোর অ্যাকাডেমি ও মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি সমর চক্রবর্তী, শিশু-কিশোর অ্যাকাডেমির অরিন্দম মুখোপাধ্যায় ও অলীন বাগচি। রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে বসে আঁকো কর্মশালা হয়।

৮ মার্চ জলপাইগুড়ির সুভাষ সংগ্রাহলয় সভাগৃহে ‘তিস্তা নন্দিনী’ সাহিত্য পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক নারী দিবস। নারীর নিরাপত্তা, আইনি সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন আইনজীবী শুভ্রাংশু চাকী। এ ছাড়াও পূর্ণপ্রভা বর্মন, পুণ্যশ্লোক দাশগুপ্ত, মিনতি মজুমদার বক্তব্য রাখেন। তিস্তা নন্দিনী’র সম্পাদক তনুশ্রী পাল অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন।

২ দিনের তৃতীয় বর্ষ হিতেন নাগ স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হল। সেখানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্ট জন। প্রথম দিন ছিল তাঁদের বক্তব্য, আলোচনা সভা এবং মূকাভিনয়ের অনুষ্ঠান। দ্বিতীয় দিন ছিল কবিতাপাঠের আসর, আলোচনা সভা, আবৃত্তি, অণুগল্প পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২১ মার্চ বৃহস্পতিবার বিকেলে মালদা টাউন হলে ‘আন্তর্জাতিক কবিতা দিবস’ উদযাপিত হবে। ‘এবং বিকল্প’ পত্রিকার উদ্যোগে ‘কবিতার মুহূর্ত’ শিরোনামে ওই অনুষ্ঠানে বাংলা আধুনিক কবিতা নিয়ে আলোচনা হবে। গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.