পুস্তক পরিচয় ৪...
আশু পুনর্মুদ্রণ প্রত্যাশিত
মসাময়িক শিল্পী ও শিল্প লইয়া বাংলা ভাষায় আলোচনার অভাব নাই। কিন্তু সে সকলের অধিকাংশ কেবল শব্দকল্পদ্রুম,প্রদর্শনীকে উপলক্ষ করিয়া কথামালা সাজাইবার প্রক্রিয়ায় রচিত। শিল্পালোচনা যে সাহিত্যালোচনা নহে, ছবি দেখিবার বিশেষ দীক্ষা ব্যতীত আলোচনা যে কেবল কথার পরে কথা গাঁথিয়া কোলাহল হইয়া উঠে সেই সত্যটির উপলব্ধি বাংলা ভাষার শিল্প-সাহিত্যে ইদানীং বড় কমই প্রকাশ পায়। গণেশ পাইনের প্রয়াণ এই অভাবটি আরও এক বার প্রকট করিল। ইংরাজি ভাষায় তাঁহার শিল্পের সামগ্রিক আলোচনা লইয়া গ্রন্থ আছে দু’একটি। কিন্তু বাংলা ভাষায়? দুই দশক পূর্বে মৃণাল ঘোষের একটি গ্রন্থ প্রকাশিত হইয়াছিল, গণেশ পাইনের ছবি (প্রতিক্ষণ)। নয় বৎসর পরে তাহা পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণে প্রকাশ পায়। নন্দনের ভিত্তি, প্রস্তুতি, আত্ম-আবিষ্কার, পুরাণকল্পে প্রতিধ্বনিত সময়, শিল্পের স্বতন্ত্র বিশ্ব এবং মৃত্যু, অন্ধকার ও উজ্জীবনের বিচিত্র কোলাজ এই ছয় অধ্যায়ে ১৯৯৮ পর্যন্ত গণেশ পাইনের কাজ এখানে আলোচিত। প্রভূত চিত্র, পঞ্জি-সহ সেই গ্রন্থটি, কী দুর্ভাগ্য, এখন দুর্লভ হইয়া পড়িয়াছে। সর্বশেষ তথ্য সহ গ্রন্থটি আশু নূতন মুদ্রণ পাক, কারণ এখনও পর্যন্ত সদ্যপ্রয়াত শিল্পীর কাজ লইয়া এত তথ্যসমৃদ্ধ আলোচনাগ্রন্থ বাংলায় আর একটিও প্রকাশিত হয় নাই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.