টুকরো খবর
ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ
প্রতিবেশি এক বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। গত ১২ মার্চ মুর্শিদাবাদ থানার জাফরাগঞ্জদিয়াড়ের ঘটনা। অভিযুক্ত উজ্জ্বল মণ্ডল শুক্রবার জুভেনাইল জাস্টিস বোর্ডে আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট তার জামিন নাকচ করে দেন। অভিযোগ, শিবরাত্রির রাতে প্রতিবেশী বছর পাঁচেকের এক বালিকাকে বাড়ির পিছনে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে উজ্জ্বল। শিশুটির মা ঘটনাস্থলে যেতেই ওই কিশোর পালিয়ে যায়। ওই রাতেই মুর্শিদাবাদ থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয় উজ্জ্বলের বিরুদ্ধে। ওই বালিকার পক্ষের আইনজীবী শুভ্রাংশু চৌধুরী বলেন, “অভিযুক্ত ওই কিশোরের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবারের সদস্যরা। জুভেনাইল জাস্টিস বোর্ডে আত্মসমর্পণ করলে ম্যাজিস্ট্রেট তার জামিন নাকচ করে নেন।”

রানাঘাটে দানের টাকায় গ্রন্থাগার
স্কুলের ইংরেজির প্রাক্তন শিক্ষক দুলালচন্দ্র ঘোষের দানের টাকায় তৈরি হয়েছে গ্রন্থাগার। নদিয়ার চাকদহের বিষ্ণুপুর হাইস্কুলের দোতলায় প্রায় ৪০০ বর্গফুটের এই ভবনটি তৈরি করতে খরচ হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকা। একসময় বাংলাদেশ থেকে এখানে এসে উচ্চশিক্ষা শুরু করেছিলেন দুলালবাবু। ১৯৬৪ সালে বিষ্ণুপুর হাইস্কুলে যোগ দেন। মাঝে কয়েক বছর শিক্ষকতার পাশাপাশি গ্রন্থাগারিকের দায়িত্বও পালন করেছেন। চোদ্দ বছর আগে অবসর নিয়েছেন। দুলালবাবু বলেন, “১৯৭১ সালে একবার এই বিদ্যালয়ের গ্রন্থাগার পুড়িয়ে দিয়েছিল নকশালরা। সেই সময় বেশ কিছু বই নষ্ট হয়েছিল। বাবা মায়ের স্মৃতিতে টাকা দিয়েছি। আমি চাই এর সঠিক ব্যবহার হোক।” ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে হাজার দুয়েক পড়ুয়া আছে। প্রধান শিক্ষক মনতোষ সরকার বলেন, “ঘরের অভাবে এতদিন অস্থায়ী ভাবে গ্রন্থাগারটি চালাতে হয়েছে। এখন আর সেই সমস্যা থাকল না।”

দম্পতির মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক দম্পতির। মালদহের ইংলিশবাজার কুট্টিতলা লেনের ওই দম্পতির নাম মহম্মদ হজরত বেলাল (৬০) ও মঞ্জুরি বেগম (৪৮)। মহম্মদ হজরত বেলাল মালদহ আদালতের আইনজীবী। তাঁর মৃত্যুতে শুক্রবার মালদহ আদালতে সমস্ত কাজকর্ম বন্ধ ছিল। তাঁদের ছোট মেয়ে এবং গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। শুক্রবার ভোরে নাকাশিপাড়ার ভোলাডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে ওই বিপত্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই দম্পতির।

ট্রাক্টর উল্টে মৃত ৩
ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে চালক-সহ তিন জনের। বৃহস্পতিবার রাতে বড়ঞার পাজিপাড়ার ঘটনা। মৃতদের নাম আমিনুল ইসলাম (১৮), সুফল মাল (৩৪) ও অধীর মণ্ডল (৪৬)। তাঁরা সকলেই বীরভূমের লাভপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ দিন ট্রাক্টরটি হিমঘরে আলু মজুত করতে যাচ্ছিল। সেই সময় পাজিপাড়ায় ময়ূরাক্ষীর বাঁধ থেকে নীচের ঢালু রাস্তায় নামতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যেতেই এই বিপত্তি। আলুর বস্তা চাপা পড়ে মারা যান ওই তিন জন।

স্ত্রী-মেয়ে খুন, যাবজ্জীবন
স্ত্রী এবং আট বছরের মেয়েকে পুড়িয়ে মারায় বিশ্বজিৎ রায় নামে এক যুবককে যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত। শুক্রবার কল্যাণী ফাস্ট ট্রাক আদালতের (দ্বিতীয়) অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় এই রায় দেন। সরকারি আইনজীবী জানান, ২০১১-র ৭ ফেব্রুয়ারি মেয়ে ও স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় হরিণঘাটার ঢাকালিপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ। খবর পেয়ে পুলিশ মা-মেয়ের দেহ উদ্ধার করে। ১১ ফেব্রুয়ারি বিশ্বজিতকে গ্রেফতার করে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.