সুনীল গাওস্কর মনে করেন, ডানকান ফ্লেচারের চাকরির মেয়াদ বাড়াটা তাঁর পক্ষে খুব লাকি। “ও ভারতীয় হলে হয়তো এটা হত না। অতীতে কোনও ভারতীয় কোচ সিরিজে খারাপ ফল করলেই তাকে সরিয়ে দেওয়া হত। ফ্লেচারের জমানায় ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় বিপর্যস্ত হয়েছে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও এশিয়া কাপ জিততে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউট পর্বে উঠতে পারেনি। কোনও ট্রফিই জেতেনি,” তাৎপর্যপূর্ণ ভাবে ধোনির ভারতের দক্ষিণ আফ্রিকান কোচের বিরুদ্ধে তোপ দেগেছেন গাওস্কর। যা বকলমে শ্রীনিবাসনের বোর্ডের বিরুদ্ধেই মুখ খোলা। পরক্ষণেই অবশ্য গাওস্কর যোগ করেছেন, “পরের বিশ্বকাপ পর্যন্ত ওকে রাখাটাও যুক্তিযুক্ত। কারণ এক বছর পরেই বিশ্বকাপ। এই অল্প সময়ের মধ্যে নতুন কোচ এসেও বিশেষ কিছু করতে পারত না।” এ দিকে, সদ্য বাবা হওয়ার আনন্দে সম্ভবত অভিমান কমছে শেন ওয়াটসনের। তাই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মাথায় নিয়ে দেশে ফিরে গেলেও নিজের দেশের মিডিয়াকে জানিয়েছেন, তিনি ফিরে আসছেন ভারতে। দল চাইলে অবশ্যই শেষ টেস্টে নামবেন কোটলায়। শুধু তাই নয়, অ্যাসেজের জন্যও তৈরি তিনি। প্রাক্তন অধিনায়ক পন্টিং-ও দাঁড়িয়েছেন ওয়াটসনের পাশে।
|
দু’টি ম্যাচ জেতার পর আই লিগের দ্বিতীয় ডিভিশনে শুক্রবার ইনদওরে তাঁদের আটকে দিল কলকাতারই এরিয়ান। টুর্নামেন্টে কোনও জয় না পাওয়া এরিয়ানের সঙ্গে গোলশূন্য ড্র করল সঞ্জয় সেনের দল। অন্য ম্যাচে আইজল এফসি-কে ২-১ হারাল গোলে ভবানীপুর। টানা চার ম্যাচ জিতলেন ব্যারেটোরা। আলট্রা ডিফেন্সিভ ফুটবল খেলে মহমেডানের থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল রঘু নন্দীর দল। মহমেডান কোচ অবশ্য ফোনে বললেন, “ড্র নিয়ে ভাবছি না। আরও ম্যাচ আছে, সেগুলো জিততে হবে।” অন্য দিকে, গ্রুপের শীর্ষে ব্যারেটোর ভবানীপুর। এ দিনও গোল করে দলকে জেতান ময়দানের তোতা। ৩৬ বছরের ব্যারেটো ছাড়াও গোল করেন নবীন হেলা। ম্যাচে গোলকিপার দেবজিত মজুমদার গুরুতর জখম হন। বাঁ চোখের ভ্রুর উপরে ও নাকে সাতটি সেলাই পড়েছে। দিল্লি ইউনাইটেড-কে ১-০ হারায় জর্জ টেলিগ্রাফ।
|
আভান্থা মাস্টার্সে ইন্দ্রপতনের দিনে লিডারবোর্ডে প্রথম দশজনে শেষ করলেন মাত্র দুই ভারতীয়। কলকাতার রাহিল গাঙ্গজি ও চণ্ডীগড়ের অভিজিৎ সিংহ চাড্ডা। দু’জনেই যুগ্ম সপ্তম স্থানে। রাহিলকে দিনের শেষে বেশ খোশমেজাজেই পাওয়া গেল। ৬৬ স্কোর করা গল্ফার বললেন, “আমার হিটিং ভাল হচ্ছে। শনিবারও এ ভাবে খেলতে পারলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা যাবে বলেই মনে হচ্ছে।” টুর্নামেন্টের দ্বিতীয় দিনের সব থেকে বড় ধাক্কা ইউরোপীয় তারকা কলিন মন্টগোমেরির কাট না পাওয়া। কাট নিশ্চিত করার ৩-আন্ডার ১৪১-এর স্কোরে পৌঁছতে না পেরে ছিটকে গেলেন ভারতের শিব কপূর, ইতালীয় তারকা এদুয়ার্দো মলিনারি, গত বারের চ্যাম্পিয়ন জেবে ক্রুগার, ভারতীয় বংশোদ্ভূত ড্যানিয়েল চোপড়ার মতো হোমরাচোমরারাও। ৬৯ স্কোর করলেন অনির্বাণ লাহিড়ী এবং গগনজিৎ ভুল্লার। জীব মিলখা সিংহের স্কোর ৬৮। তিন জনেই একসঙ্গে কুড়িতম স্থানে। শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়ানএ দিন ৭২ স্কোর করে পিছলে গেলেন ৩৯তম স্থানে। লিড চলে গেল তাই গল্ফার চাপচাই নিরাত এবং চিনের লিয়াং ওয়েং চংয়ের হাতে।
|
আসন্ন আইপিএল সিক্সে দর্শক সুবিধা বাড়ছে ইডেনে। স্টেডিয়ামের সতেরোটি গেটে ৮২-টি ট্রান্সস্টাইল বসানোর কাজ শেষ। শুক্রবার তার পুলিশি পরিদর্শনও হয়ে গেল। হিসেব কষে দেখা গিয়েছে, এর ফলে ঘণ্টায় অন্তত সাড়ে সাতশো দর্শক মাঠে ঢুকে পড়তে পারবেন ধাক্কাধাক্কি এড়িয়ে। আগে যা হতে দেখা যেত। এ দিকে, কেকেআর ম্যাচের টিকিটের দামও চূড়ান্ত হয়ে গেল। ন্যূনতম তিনশো টাকা থেকে শুরু হচ্ছে ম্যাচ টিকিট। সবচেয়ে বেশি মূল্যের টিকিট হবে ন’হাজারের। অনলাইনে বিক্রি চালু হয়ে গিয়েছে। আগামী ২২ মার্চ থেকে মহমেডান মাঠে কাউন্টার সেলস চালু হওয়ার কথা।
|
অস্ট্রেলিয়ার মিডিয়াকে এ দিন শেন ওয়াটসন জানিয়ে দিলেন, তিনি ফিরে আসছেন ভারতে। দল চাইলে অবশ্যই নামবেন কোটলায়। অ্যাসেজের জন্যও তৈরি তিনি। এরই মধ্যে ওয়াটসনের পাশে দাঁড়িয়ে রিকি পন্টিং একহাত নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা প্যাট হাওয়ার্ডকেও। প্যাট বলেছিলেন, ওয়াটসন সব সময় দলের কথা ভাবেন না। যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে পন্টিং বলেছেন, “প্যাট ওকে কত দিন চেনে? বারো মাস? ক্লার্কের সঙ্গে ওয়াটসনের সম্পর্ক প্রায় কুড়ি বছরের।” ২০০৫-এ পন্টিংয়ের আমলেই ব্যাগি গ্রিনে অভিষেক ওয়াটসনের। “আমার কখনও মনে হয়নি ওয়াটো টিম ম্যান নয়। বরং ও ঠিক উল্টো। আমি যত দিন ওর সঙ্গে খেলেছি, তত দিন ওর সঙ্গ উপভোগ করেছি,” বলেছেন পন্টিং।
|
আফজল গুরু-র ফাঁসি ও শ্রীনগরে জঙ্গি হানার পর ভারত-পাকিস্তান সম্পর্কের হালফিল অবনতির জেরে আসন্ন দ্বিপাক্ষিক হকি সিরিজ বাতিল করে দিল ভারত সরকার। বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে আফজল গুরুর দেহ তাঁর পরিবারকে ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তার পর এ দিনই ভারত সরকার ভারত-পাক আসন্ন হকি সিরিজ বাতিল করে দিল। এপ্রিলে পাঁচটি ম্যাচ খেলার জন্য পাক দলের আসার কথা ছিল। |