বিদ্যুৎ অফিসে হামলা খানাকুলে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
বিদ্যুতের অতিরিক্ত বিল আসছে, এই অভিযোগ তুলে শুক্রবার বিকেলে খানাকুলের বিদ্যুৎ বণ্টন সংস্থার অফিসে ভাঙচুর চালানো হল। মারধর করা হয় কয়েক জন কর্মীকে। হেনস্থা করা হয় স্টেশন ম্যানেজারকে। স্থানীয় কাঁটাপুকুর-ঈশানপাড়ার তৃণমূল নেতা শেখ কাজল দলবল নিয়ে এসে ওই হামলা চালান বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্টেশন ম্যানেজার বৃন্দাবন কর্মকার। রাজীব বিশ্বাস এবং সোহরাব মল্লিক নামে বিদ্যুৎ দফতরের দুই কর্মীকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা শেখ কাজল বলেন, “আগে আমার তিন মাসে ৫০০ টাকা বিদ্যুৎ-বিল আসত। এখন তিন হাজার টাকা বিল আসছে। মারধর বা হামলার অভিযোগ মিথ্যা। বচসা হয়েছে।”
|
বালিতে নয়া জলপ্রকল্প
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অবশেষে বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শুক্রবার বালি ঘোষপাড়া মাঠে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পের শিলান্যাস করেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, “গঙ্গা থেকে জল এনে পরিশোধন করে তা বাড়ি বাড়ি সরবরাহ করা হবে।” বালি-জগাছা ব্লকের দুর্গাপুর-অভয়নগরে ১৫১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প ২ বছরে তৈরি হবে। অনুষ্ঠানে হাজির সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ এত দিন জল কিনে খেতেন। প্রকল্প হলে দেড় লক্ষাধিক মানুষ উপকৃত হবেন।” |