ভারত-পাক হকি সিরিজ বাতিল করল কেন্দ্র |
আসন্ন ভারত-পাক হকি সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিল বিদেশমন্ত্রক। সীমান্তে ক্রমবর্ধমান নাশকতার জেরেই ফের টালমাটাল দু’দেশের সম্পর্ক। সাত বছরে এই প্রথম পাঁচ ম্যাচের সিরিজে ভারতে আসতে চলেছিল পাক হকি টিম। এপ্রিল ৫ থেকে ১৫-এর মধ্যে রাঁচি, লখনউ, দিল্লি, মোহালি ও জলন্ধরে এই ম্যাচ হওয়ার কথা ছিল। সম্ভবত এপ্রিল ২৩-এর পর পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। কিন্তু আপাতত এই সিরিজও বাতিল হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
|
অস্থায়ী পদে নিয়োগ খারিজ স্যাটের |
ফের একবার ধাক্কা খেল রাজ্য সরকার। গ্রুপ ডি পদে অস্থায়ী নিয়োগ প্রক্রিয়া খারিজ করল স্টেট অ্যাডিমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। প্রায় ৩ হাজার কর্মীকে কোনও নিয়ম-নীতি না মেনেই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। পুরনো পিএসসি প্যানেল বাতিল করে নিয়ম বিরুদ্ধ ভাবে স্রেফ চিরকুটে লিখেই গ্রুপ-ডি পদে দেদার নিয়োগ চলছিল বলে মহাকরণ সূত্রে খবর। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে এই নিয়োগ চলছে—এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেন প্যানেলভুক্তরা। আজ সেই মামলার রায়ে এই নিয়োগ প্রক্রিয়া খারিজ করে পিএসসি প্যানেল থেকেই কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে স্যাট। গ্রুপ-ডি পদে ২৮০২ জন কর্মীকে নিয়োগ করা হবে বলে স্যাটের তরফ থেকে জানানো হয়েছে। স্যাটের এই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে স্যাটের রায়কে স্বাগত জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
|
হলদিয়া পুরসভায় সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা |
হলদিয়া পুরসভার বাজেট অধিবেশন শুরুর দিনেই সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তাদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে সংবাদমাধ্যমের অভিযোগ। গণ্ডগোলের আশঙ্কায় সকাল থেকেই পুরসভা ঘিরে রেখেছে জেলা পুলিশ বাহিনী। এসডিওকে হাইকোর্টের নির্দেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে আদালতের কোনও নির্দেশই পাননি বলে জানিয়েছেন হলদিয়ার বিডিও অশোক রক্ষিত। প্রসাশনের কর্তাদের বক্তব্যকে ঘিরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য বাজেট অধিবেশনে যেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারে কোন বাধা নেই সেখানে হলদিয়া পুরসভার বাজেট অধিবেশনে এই নিষেধাজ্ঞাকে ঘিরে বিক্ষুব্ধ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
বাজেট অধিবেশনের পর সাংবাদিক বৈঠকে তমালিকা পণ্ডা শেঠ জানালেন—
• হলদিয়া পুরসভার আয় কমেছে ১০ কোটি টাকা। পুরকর মেটায়নি বহু ছোট, বড় সংস্থা। এদের মধ্যে শুধু হলদিয়া বন্দরেরই পুরকর বাকি ৩ কোটি টাকা।
• বাজেট অধিবেশনে বরাদ্দ হয়েছে ৫৫ কোটি টাকা, এর মধ্যে সামাজিক উন্নয়নে বরাদ্দ ৮ কোটি টাকা।
• পুরসভার পক্ষ থেকে বিধবা ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
• অক্ষম ও বয়স্ক শিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।
• মেয়েদের জন্য পুরসভার পক্ষ থেকে ‘শিশুকন্যা কান্না নয়’ প্রকল্প। এই প্রকল্পে ৬ মাস থেকে ৬ বছর অবধি শিশুর নাম নথিভুক্ত করা যাবে। ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েরা টাকা পাবে।
• কর্মসংস্থানের
উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে সহায়িকা রাখা হচ্ছে। বাড়ানো হচ্ছে তাদের বেতনও।
|
নেতাজী মেট্রো স্টেশনে বোমাতঙ্ক |
আজ সকাল থেকেই নেতাজী মেট্রো স্টেশনের নীচে খালে একটি কালো ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। পরিত্যক্ত কালো ব্যাগটিকে ঘিরে সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল যাত্রীদের মধ্যে। ১০টা ৩৮ মিনিট থেকে ১১টা পর্যন্ত টালিগঞ্জ-নিউ গড়িয়া শাখায় মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ব্যাগটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড ও পুলিশ। ব্যাগটি থেকে ‘স্মোক সিগন্যাল’ উদ্ধার করে বম্ব স্কোয়াড। সাড়ে এগারটা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।
|