টুকরো খবর |
ভাতা মিলছে না, বিক্ষোভ কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ভাতার দাবিতে বিক্ষোভ মেদিনীপুরে। ছবি: রামপ্রসাদ সাউ। |
দীর্ঘ ১১ মাস ধরে ভাতা মিলছে না। এই অভিযোগ নিয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হল কংগ্রেস। বৃহস্পতিবার ভাতা প্রাপকদের নিয়ে মেদিনীপুর শহর কংগ্রেস নেতৃত্ব জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। পরে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনির সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য জানান। শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান বলেন, “দীর্ঘ ১১ মাস ধরে ভাতার টাকা বরাদ্দ হয়নি। ফলে, গরিব মানুষ সমস্যায় পড়েছেন। জেলা প্রশাসনের কাছে আমরা দ্রুত ভাতার টাকা বরাদ্দ করার দাবি জানিয়েছি।” মেদিনীপুর পুর-এলাকায় সাড়ে ৫ হাজার মানুষ ভাতা পান বলে কংগ্রেস নেতৃত্ব জানান। এঁদের কেউ বার্ধক্য ভাতা পান, কেউ বিধবা ভাতা, কেউ প্রতিবন্ধী ভাতা। সৌমেনবাবুর বক্তব্য, “বিষয়টি আগেই পুরপ্রধানকে জানিয়েছি। উনি বলেছেন, অর্থ বরাদ্দ হয়নি। তাই ভাতা যাচ্ছে না। দ্রুত যাতে অর্থ বরাদ্দের ব্যবস্থা হয়, জেলা প্রশাসনকে সেই দাবিই জানিয়েছি। আশা করব, সমস্যা খতিয়ে দেখে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করবে।”
|
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুধ ব্যবসায়ী এক বৃদ্ধের। মৃতের নাম প্রবোধ বারিক (৬৪)। প্রবোধবাবুর বাড়ি মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায়। বৃহস্পতিবার সকালে বাগডুবি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুধ ব্যবসায়ী সাইকেলে করে যাচ্ছিলেন। কনকাবতীতে দ্রুত গতিতে আসা একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধের।
|
স্কুলের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে তৈরি তিনটি কমিউনিট হল ও একটি প্রাথমিক স্কুল ভবনের উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধন করলেন মুখ্য বনপাল (পশ্চিম) এন ভি রাজাশেখর। ছিলেন খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ। খড়্গপুর ১ ব্লকের রাঙামাটিয়া, কেশিয়াড়ির খাজরা ও নারায়ণগড়ের ধানঘোরিতে কমিউনিটি হল এবং প্রাথমিক স্কুল ভবন তৈরি করছে বন দফতর। |
|