ফের রাজ্য মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা। মুখ্যমন্ত্রী দফতর সূত্রে খবর, কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে দেওয়া হতে পারে কৃষি সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব। কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী দায়িত্ব পেতে পারেন সমবায় দফতরের এবং সমবায় মন্ত্রী এইচ এ সফিকে কারামন্ত্রী করা হতে পারে।
|
বাদুড়িয়ায় রাস্তায় মিলল মাধ্যমিকের অঙ্ক খাতা |
বাদুড়িয়ার কাজিপাড়া এলাকায় রাস্তার মধ্যে মিলল মাধ্যমিক পরীক্ষার ১৪৬টি অঙ্ক খাতা। খাতাগুলো নিয়ে কিছু বাচ্চা খেলা করছিল। সেটি দেখতে পেয়ে স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক খাতাগুলি বাদুড়িয়া থানায় জমা দেন। এই ঘটনা নজরে আসতেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ওই পরীক্ষককে ডেকে পাঠানো হয়েছে। তিনি স্বীকার করেছেন, যে গাফিলতির কারণে বাইকে করে বাড়িতে খাতা নিয়ে আসার সময় তা রাস্তায় পড়ে যায়। পর্ষদ সূত্রে খবর, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
|
জিতেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় আর্সেনালের |
বায়ার্নের বিরুদ্ধে ২-০ গোলে দুরন্ত জয় পেলেও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হল আর্সেনালকে। ম্যাচ জুড়ে বায়ার্নের আধিপত্য ছিল। অন্য দিকে খেলা শুরুর ৩ মিনিটের মাথায় অলিভার জিরড প্রথম গোল করে এগিয়ে দেন গানার্সদের। জাভি মার্টেনেজ, টমাস মুলার, লুই গুস্তাভো-রা বহুবার গোলের কাছাকাছি পৌঁছলেও গোলের দরজা খুলতে পারেননি। ৮৪ মিনিটে লরেন্ট কোসিয়েলনির হেড বায়ার্নের জালে জড়ালে আর্সেনাল তেড়ে ফুড়ে আক্রমণে উঠতে থাকে। কিন্তু মহামূল্যবান তৃতীয় গোলটি করতে পারেনি তারা। প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠে ৩-১ গোলে জিতে থাকায় অ্যাওয়ে গোলের বিচারে কোয়ার্টার ফাইনালে পৌঁছল বায়ার্ন।
অপর দিকে, এফ সি পোর্তো-কে ফিরতি লিগে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মালাগা। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে শুরু করে ২-১ গোল পার্থক্যে পরের রাউন্ডে পৌঁছল তারা।
|
২ লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার ৩ |
গত কাল গভীর রাতে কলকাতার নর্থ পোর্ট থানা এলাকা থেকে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল প্রায় ২ লক্ষ টাকার জাল নোট-সহ ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃত ৩ জনের মধ্যে একজন বাংলাদেশী মহিলাও রয়েছেন। জেরায় জানা গিয়েছে তিনি ঢাকার বাসিন্দা। বাকি দুই ব্যক্তির বাড়ি নদিয়ার তেহট্টে। আজ তাদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। আদালতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। যাতে ধৃতদের জেরা করে কলকাতার গোপন ঘাঁটির সন্ধান করতে পারে পুলিশ।
|