টুকরো খবর
যুব-নেতা খুন, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছাত্র পরিষদের শহর কমিটির প্রাক্তন সভাপতি যুব কংগ্রেস কর্মী রাজা দত্তকে খুনের ঘটনায় যুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন তাঁর পড়শি ও পরিচিতরা। মঙ্গলবার সুভাষপল্লি এলাকা থেকে মিছিল করে গিয়ে তাঁরা বিক্ষোভে দেখান। রাজা দত্তের পাড়া সুভাষপল্লির বাসিন্দাদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের পক্ষে রূপম দে বলেন, “পরিকল্পিত ভাবে রাজাকে খুন করা হয়েছে। খুনের ঘটনা চিলাপাতার জঙ্গলে হওয়ায় হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে রহস্যের জট ছাড়াতে কোচবিহার জেলা পুলিশের তরফেও এক অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া উচিত বলে পুলিশ সুপারকে জানিয়েছি।” ছাত্র পরিষদ নেতা রাকেশ চৌধুরী জানান, দলমতনির্বিশেষে কেউই এই বিষয়টি মেনে নিতে পারছেন না। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার আয়োজিত মোম মিছিলে স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। মঙ্গলবার ওই বিক্ষোভের ঘটনায় তা আরও স্পষ্ট হয়েছে। কোচবিহারের সুভাষপল্লির বাসিন্দা রাজা দত্ত ৬ মার্চ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। ৭ মার্চ চিলাপাতার জঙ্গলে তাঁর মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। ৮ মার্চ পরিবারের লোক দেহ শনাক্ত করেন।

বরাদ্দ বৃদ্ধি, বাজেট পাশ
বিরোধী তৃণমূল সদস্যের দাবি মেনে সিপিএম নিয়ন্ত্রিত দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের ২০১৩-১৪ আর্থিক বছরের বাজেট পাশ হল। মঙ্গলবার বালুরঘাটে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সাধারণ সভায় তৃণমূলের একমাত্র জেলাপরিষদ সদস্য অখিল বর্মনের দাবি মেনে কয়েকটি ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে বাজেট পাশ হয়। জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, গত ৮ই মার্চ অর্থ স্থায়ী সমিতিতে ২০১৩-১৪ সালের ১০টি স্থায়ী সমিতির জন্য ৯৪ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট অনুমোদন হয়েছিল। এ দিন সাধারণ সভায় ওই বাজেট পাশের প্রস্তাব পেশ করতেই জেলা পরিষদে জমি ও ঘর ভাড়া খাতে আয়, অগভীর নলকূপ বসানো ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের উৎসাহ ভাতা বৃদ্ধি বাবদ মোট ২ কোটি ৩৬ লক্ষ টাকা বাড়ানো হয়। ফলে আগামী আর্থিক বছরের জন্য জেলা পরিষদের বাজেট বরাদ্দ পাশ হয় মোট ৯৭ কোটি ৬ লক্ষ টাকার।

ফর্ম বিলি পিছোল দু’দিন
আন্দোলনের ‘চাপে’ বিএডে ভর্তির ফর্ম বিলি দু’দিন পিছিয়ে দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিএড পড়তে উৎসাহী সাধারণ ছাত্রছাত্রীরা ফর্মের দাম বৃদ্ধির প্রতিবাদে সেন্ট্রাল বিএড সেলের চেয়ারপার্সন নুপূর দাসের মাধ্যমে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। পরে দাবি আদায়ে লিখিত আশ্বাস চেয়ে তারা দফতর ঘেরাও করে। প্রশাসনিক ভবনে ঢোকার গেট আটকে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিতরে আটকে পড়েন কর্মীরাও। পরিস্থিতি সামলাতে পুলিশকে যেতে হয়। বেলা সাড়ে ১১ টা থেকে তাদের ঘেরাও বিক্ষোভ চলতে থাকে বেলা পৌনে ৫ টা পর্যন্ত। উপাচার্য এ দিন বাইরে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল বিএড সেলের কর্মকর্তারা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এর পর উপাচার্য ফিরে সিদ্ধান্ত নেবেন জানিয়ে ২ টি ফর্ম বিলি স্থগিত রাখার কথা জানানো হলে পরিস্থিতি শান্ত হয়।

পথ-দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
ট্রাকের চাকায় মোটর বাইক আরোহী শ্যালক ও ভগ্নিপতির মৃত্যু হয়েছে। মালদহের রতুয়ার বাহারালে রতুয়া-মালদহ রাজ্য সড়কের উপর মঙ্গলবার দুপুরে ওই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম শেখ কিচ্ছু (৩৫) ও ইমরান আলি (১৭)। ইমরান এ বছর বাহারাল পিএল সাহা হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল। শেখ কিচ্ছু আম ব্যবসায়ী। তাদের বাড়ি বাহারাল এলাকায়। সকালে মোটর বাইকে দুজনেই আড়াইডাঙ্গায় এক আত্মীয়ের বাড়িতে যান। দুপুরে বাহারালে ফিরছিলেন তারা। বাড়ির অদূরে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জাল নোট-সহ ধৃত
জাল টাকার কারবারি সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের থেকে উদ্ধার হয় ২৬টি জাল ৫০০ টাকার নোট। মালদহের হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন লাগোয়া বনবাস পাড়া থেকে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সাহেব আলি। বাড়ি মালদহের মিস্কিনপুর এলাকায়।

পাট্টা বিলি
ভূমিহীন ১৮ দরিদ্রকে খাসজমির পাট্টা দেওয়া হল। মালদহের চাঁচল ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তাদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, প্রাপকদের মধ্যে আছেন চাঁচল ও কলিগ্রাম পঞ্চায়েতের ৯ জন করে মোট ১৮ জন বাসিন্দা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.