প্রধানমন্ত্রীর প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে ফের প্রশ্ন তুলল কংগ্রেস।
কংগ্রেসের প্রয়াত নেতা তথা আবু বরকত গনিখান চৌধুরীর নামে ইঞ্জিনিয়ারিং কলেজের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার মালদহে যাওয়ার কথা প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর। গনি পরিবার সূত্রের দাবি, সরকারি অনুষ্ঠান বলেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ পত্রপাঠ খারিজ করে দেন বলে কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর (ডালু) অভিযোগ। এই সূত্রেই মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ডালুবাবু। রাজ্য সরকারের তরফে আবার পাল্টা আঙুল তোলা হচ্ছে গনি পরিবারের দিকেই।
এর আগে প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তি করায় মুখ্যমন্ত্রীকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এ বার প্রধানমন্ত্রীর সভা এড়িয়ে যেতে চাওয়ার অভিযোগ ঘিরে তাঁকে ফের কংগ্রেসের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। গনি পরিবার সূত্রে বলা হচ্ছে, রাজ্যের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরীর (লেবু) মাধ্যমে ওই সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। রীতি অনুযায়ী ওই অনুষ্ঠানে রাজ্যপাল এম কে নারায়ণনকেও আমন্ত্রণ জানিয়েছেন ডালুবাবুরা। কংগ্রেস নেতৃত্বের মত, মনমোহন ও সনিয়ার সঙ্গে এক মঞ্চে আসতে চাইছেন না বলেই মুখ্যমন্ত্রী আমন্ত্রণ ফিরিয়েছেন। আবার, মালদহ জেলা থেকেই রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূলের নেতা-নেত্রী সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু চৌধুরীর পাল্টা বক্তব্য, সরকারি অনুষ্ঠানে তাঁরা আমন্ত্রণ পাননি কেন? তা হলে সেখানে মুখ্যমন্ত্রীর না যাওয়া নিয়ে কথা হচ্ছে কেন? ডালুবাবু জানান, বিমানে শনিবার কলকাতায় পৌঁছে হেলিকপ্টারে মালদহে যাওয়ার কথা মনমোহন-সনিয়ার। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অবশ্য এখনও সরকারি ভাবে প্রধানমন্ত্রীর সফরের কথা জানেন না। |