আজ উচ্চ মাধ্যমিক

প্রস্তুতি। রাইপুরের মটগোদায় উমাকান্ত ধরের তোলা ছবি।

বাঁকুড়া পুরুলিয়া
পরীক্ষার্থী: ৩৮,৮১৯ জন।
ছাত্র: ২৩,১০৮
ছাত্রী: ১৫,৭১১
মোট পরীক্ষাকেন্দ্র: ৮৩
স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়: অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
পরীক্ষার্থী: ২৯, ৫১৪
ছাত্র: ১৫, ৬০৯
ছাত্রী: ১৩, ৯০৫
মোট পরীক্ষাকেন্দ্র: ৬২
বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রাধারানি মুখোপাধ্যায়: সংসদের নির্দেশে জঙ্গলমহলের কিছু পরীক্ষাকেন্দ্রে ক্যামেরা থাকবে।

প্রস্তুতি। মঙ্গলবার বোলপুরে তোলা নিজস্ব চিত্র।

মোট পরীক্ষার্থী: ৩৪,০১৭।
ছাত্র: ১৯,৯৩৮ ও ছাত্রী ১৪,০৭৯।
নিয়মিত পরীক্ষার্থী: ছাত্র ১৫,৫৪৯
ও ছাত্রী ১০,০৮৪৭।
সিউড়ি মহকুমায় পরীক্ষার্থী: ১১,৪২২
(ছাত্র-৬,৯৩৩ ও ছাত্রী-৪,৪৮৯)।
রামপুরহাট মহকুমায় পরীক্ষার্থী: ১৩,৬০০ জন
(ছাত্র-৭,৭৭০ ও ছাত্রী-৫,৮৩০)।
বোলপুর মহকুমায় পরীক্ষার্থী: ৮, ৯৯৫ জন
(ছাত্র-৫,২৩৫ ও ছাত্রী-৩,৭৬০)

কেন্দ্র:
৯০ (মূলকেন্দ্র ১৭ ও উপকেন্দ্র ৭৩)
সিউড়ি মহকুমা: কেন্দ্র ৩৬ (৭টি মূলকেন্দ্র ও ২৯টি উপকেন্দ্র)
রামপুরহাট মহকুমা: ৩৩ (৫টি মূলকেন্দ্র ও ২৮টি উপকেন্দ্র )
বোলপুর মহকুমা: কেন্দ্র ২১ (৫টি মূলকেন্দ্র ও ১৬টি উপকেন্দ্র)
জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে
পারে সেটা নিশ্চিত করতে অন্যান্য বছরের মতো এ বছরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.