টুকরো খবর
পিপি, জিপি-র বদল কৃষ্ণনগরে
বদল হচ্ছেন কৃষ্ণনগরের জেলা আদালতের দায়রা কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি), সিভিল কোর্টের গভর্নমেন্ট প্লিডার (জিপি) এহং সহকারী গভর্নমেন্ট প্লিডার। জেলা প্রশাসন সূত্রের খবর, নতুন পাবলিক প্রসিকিউটর হয়েছেন সত্যেন্দুশেখর সেন। গভর্নমেন্ট প্লিডার হিসেবে নিয়োগ করা হয়েছে গুরুপ্রসাদ মুখোপাধ্যায়কে। সহকারি গর্ভনমেন্ট প্লিডারের দায়িত্ব পেয়েছেন সুরুচি দত্ত। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরবিন্দ ঘোষ বলেন, ‘‘সরকারি নির্দেশিকা পেয়েছি। তা দ্রুত বাস্তবায়িত করা হবে।’’ এই রদবদলের খবর ছড়াতে কৃষ্ণনদর কোর্ট চত্বরে আইনজীবীদের মধ্যে শোরগোল পড়ে। সদ্য প্রাক্তন জিপি জ্যোতির্ময় ভট্টাচার্য, পিপি কিশোর মুখোপাধ্যায় এবং সহকারী জিপি অসীম সাহা ও ভবানী প্রামাণিক এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে সরকারি এই নির্দেশের পিছনের কারণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদির মন্তব্য, ‘‘যাঁরা এখন প্রাক্তন হলেন, তাঁদের নিয়োগ হয়েছিল উনিশ মাস আগে। ঘন ঘন এই পরিবর্তন সরকারের দিশাহীনতাকেই তুলে ধরে। হয়তো তৃণমূলের স্বার্থ রক্ষা করতে না পারাতেই তাঁদের সরতে হল।’’ তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দত্ত বলেন, ‘‘এটা পুরোপুরি সরকারি বিষয়। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।’’

ইটভাটায় অস্ত্র, গ্রেফতার ৭
উদ্ধার হওয়া অস্ত্র। —নিজস্ব চিত্র।
ইটভাটা থেকে দু’টি পাইপগান, ৬৫টি সকেট বোমা, দশ কেজি বোমার তৈরির মশলা, চার রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার হল সাত জন। আটক হল দু’টি মোটরবাইক। মঙ্গলবার ওই ঘটনার পর থেকেই পলাতক ডোমকলের টিকটিকিপাড়ার ওই ইটভাটার মালিক তথা জিতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মহম্মদ কামরুজ্জামান। পুলিশ জানিয়েছে, ধৃত নাইদুল শেখ, সিরাজুল, আমিরুল, আবু সাজিদ ও সোনারুল শেখের বাড়ি ডোমকলের জিতপুর ও নলবাটরা এলাকায়। রাজকিশোর পাশোয়ান ও সুনীল রাম বিহারের বাসিন্দা। জলার পুলিশ সুপার হুমায়ূন কবীর বলেন, ‘‘ওই ভাটাতে বোমা তৈরির খবর ছিল আমাদের কাছে। সাত জনকে ধরা হয়েছে। ওই প্রধানের বাড়িতে তল্লাশি চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’ ফোনে মহম্মদ কামরুজ্জামান দাবি করেন, “এ সবের কিছুই জানি না।”

গঙ্গায় তলিয়ে নিখোঁজ ২ ছাত্র
স্নান করতে গিয়ে দু’জায়গায় গঙ্গায় তলিয়ে গেলেন দুই যুবক। মঙ্গলবার সকালে ফরাক্কা ব্যারাজ এলাকায় তলিয়ে যান স্থানীয় বাসিন্দা অরিন্দম রায় (২১)। তিনি জিয়াগঞ্জ পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “কলকাতা পুলিশের ডুবুরি এনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত হয়েছে।” অন্য দিকে, সোমবার নদিয়ার নবদ্বীপে গঙ্গায় তলিয়ে যান দুর্গাপুরের বাসিন্দা বিশ্বজিত্‌ প্রসাদ (২৩)। তিনি তিন সঙ্গীর সঙ্গে নবদ্বীপের পোড়াঘাটে স্নান করতে নেমেছিলেন। এ দিনও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

পণের জন্য বধূ খুন, অভিযোগ ভরতপুরে
পণের জন্য এক বধূকে হত্যার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে। পুলিশ জানায়, গত ৫ মার্চ ভরতপুরের মদনপুর গ্রামের বাসিন্দা সূচনা দাস (২২) অগ্নিদগ্ধ হন। চিকিত্‌সা চলাকালীন মঙ্গলবার কান্দি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতার বাবা লক্ষ্মী দাস ভরতপুর থানায় মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মীবাবুর অভিযোগ, “পণের বকেয়া টাকা চেয়ে মেয়ের উপরে অত্যাচার করত জামাই ও তার পরিবারের লোকেরা। শীঘ্রই পাওনা মিটিয়ে দেওয়ার কথাও দিয়েছিলাম। ওদের তর সইছিল না। শেষ পর্যন্ত মেয়েকে মেরেই ফেলল।”

ফি কমানোর দাবি
ভূগোল অনার্সের প্র্যাকটিকাল ফি কমানোর দাবিতে বেথুয়াডহরি কলেজের অধ্যক্ষ-সহ অধ্যপক, অধ্যাপিকাদের প্রায় সাড়ে চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলে। পরে পুলিশের মধ্যস্থতায় ঘেরাওমুক্ত হন অধ্যাপকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘‘ভূগোলের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বছরে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়। অথচ, এক দিনও ক্লাস হয় না। কর্তৃপক্ষকে জানিয়েও ফল না হওয়ায় বিক্ষোভে বসার সিদ্ধান্ত।’’ কলেজের অধ্যক্ষ স্বপন মণ্ডল বলেন, ‘‘অভিযোগ ঠিক নয়। তবুও গভর্নিং বডির বৈঠকে আলোচনা করে ফি কমানোর সিদ্ধান্ত নেব।’’

শিশুর দেহ উদ্ধার
জঙ্গিপুর হাসপাতাল চত্বরের ঝোপ থেকে সদ্যজাত এক শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সন্ধ্যা নাগাদ হাসপাতালের আবাসনের কর্মীরা দেখেন, কুকুর খুবলে খাচ্ছে ওই মৃতদেহ। খবর যায় পুলিশে। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। হাসপাতাল সুপার শাশ্বত মণ্ডল বলেন, “হাসপাতাল থেকে কোনও শিশু নিখোঁজ হয়নি। বাইরের কেউ শিশুটিকে ঝোপের মধ্যে ফেলে দিতে পারে বলে মনে হচ্ছে।”

অপমৃত্যু, ভাঙচুর
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম সাবিনা বিবি (২২)। বাড়ি নওদার শিবনগরে। পুলিশ জানায়, সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। স্বামীর অত্যাচারেই সাবিনা এই কাণ্ড করেছেন অভিযোগে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালানো হয়। তবে পুলিশে অভিযোগ হয়নি।য়।

দুর্ঘটনায় বৃদ্ধ মৃত
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। নাম নন্দলাল দেবনাথ (৭৫)। বাড়ি পূর্বস্থলীর শ্রীরামপুরে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ডিঙি উল্টে নিখোঁজ
নদীতে তলিয়ে গেল এক বালক। বিল্লাল শেখ নামে বছর এগারোর ওই বালক বেলডাঙার রাউতাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, সোমবার সকাল নাগাদ বিল্লাল ডিঙিতে করে ‘ছাড়ি গঙ্গা’ নদী পেরিয়ে মাঠে যাচ্ছিল। হঠাত্‌ ডিঙি উল্টে যায়। তার পর থেকে তার কোনও হদিশ মেলেনি।

দুর্ঘটনায় জখম ৫
লরির সঙ্গে একটি ছোট গাড়ির ধাক্কায় জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে চার জনকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। এক জন মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্‌সাধীন। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ছোট গাড়িটি বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা মালবোঝাই একটি লরি গাড়িটিকে ধাক্কা মারতেই এই বিপত্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.