গত ৮ মার্চ নারী দিবসে মুর্শিদাবাদ জেলা জজ শামলকুমার গুপ্ত ও অতিরিক্ত জেলাশাসক সন্দীপকুমার দত্ত-সহ বিশিষ্টদের সামনে নিজেদের সামাজিক, আর্থিক ও পারিবারিক সমস্যার কথা তুলে ধরলেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। অনুষ্ঠানের আয়োজন করে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষিত করার সংস্থা ‘অ্যারিনা’। বহরমপুর শহর লাগোয়া উত্তরপাড়া মোড়ে ওই সংস্থার কর্মশালায় অনুষ্ঠান হয়।
|
সম্প্রতি বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক অনাদি ধরের ছড়ার বই ‘রকমারি ছড়া’। তাতে রয়েছে ৬০টি ছড়া। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন সৈয়দ সুশোভন রফি। প্রায় এক সঙ্গে প্রকাশিত হয়েছে বেলডাঙার তরুণ শিক্ষক কবিরুল ইসলাম কঙ্কের কাব্যগ্রন্থ ‘কলেজ জীবনের নোট’। বইয়ে রয়েছে ৫৬টি কবিতা। প্রচ্ছদ এঁকেছেন ইন্দ্রজিত্ মণ্ডল।
|
গত ৮ মার্চ থেকে তিন দিন চলল বহরমপুর বিএড কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায়। ‘ঈশ্বরকণা’ শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য রাখেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক শুভময় ঘোষ ও ‘মানবসম্পদ উন্নয়নে সামগ্রিক সমস্যা’ নিয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রভাত দত্ত। সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন ইন্দ্রানী সেন ও সুমনা মণ্ডল। ‘ছান্দিক’ মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রাজা’। কলেজ পড়ুয়ারা নাটক ও গান পরিবেশন করেন।
|
শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উপর হচ্ছে আক্রমণ। তাই শিল্পচর্চা ও শিল্পীর স্বাধীনতার দাবিতে নবদ্বীপ সাংস্কৃতিক সমন্বয়-এর উদ্যোগে গত রবিবার আলোচনাসভার আয়োজন করা হয়। নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে ‘শিল্পীর স্বাধীনতা, সংস্কৃতির সঙ্কট’ শীর্ষক আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন নাট্যকার চন্দন সেন, নাট্য পরিচালক বেনু চট্টোপাধ্যায় এবং আইপিটিএ-র রাজ্য সম্পাদক গোরা ঘোষ। সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
|
কয়েক হাজার দেশি-বিদেশি ভক্তের উপস্থিতিতে গত সোমবার মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হল গৌরপূর্ণিমা উত্সব। চৈতন্য মহাপ্রভুর আর্বিভাব তিথি দোলপূর্ণিমা উপলক্ষে ১৮ দিন ধরে হবে নানা অনুষ্ঠান। তার মধ্যে যেমন রয়েছে ৭২ কিলোমিটার নবদ্বীপ মহামণ্ডল পরিক্রমা, বিশ্ব বৈষ্ণব সম্মেলন, তেমনি রয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায় ভজন, কীর্তন ও নাটক। ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “এ বছর একশোটি দেশ থেকে অন্তত আড়াই হাজার বিদেশি ভক্ত উত্সবে যোগ দিয়েছেন।”
|
গত ১০ মার্চ কৃষ্ণনগরের রাধানগরে সংস্থার মুক্তমঞ্চ ‘মিলন কুঞ্জ’-এ ‘পার্বণ’ নামক লোক উত্সবের আয়োজন করেছিল ‘দিশারী’। পদযাত্রা দিয়ে উত্সবের সূচনা হয়। পরিবেশিত হয় রায়বেশে, ছৌ, রাজস্থানের ভাওয়াই, ওড়িশার গোতীপুও। এ ছাড়া বড় ও ছোট গোলাম ফকির পরিবেশন করেন বাউল গান। কৃষ্ণনগরের ৪টি নাচের স্কুলও ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। পাশাপাশি সর্ম্বধনা দেওয়া হয় আলোক শিল্পী পুলক বিশ্বাস, নৃত্যশিল্পী গোপা মুখোপাধ্যায় ও নাট্যকার চন্দনকান্তি সান্যালকে।
|
গত ৮-৯ মার্চ বগুলার গুরুচাঁদ ভবনে দু’দিনের নাট্যোত্সবের আয়োজন করেছিল ‘সূচনা’ নাট্যদল। প্রথমদিন মঞ্চস্থ হয় ‘সূচনা’র নাটক ‘লেগেছে আগুন ভগবান ভাবুন’, আগরপাড়ার ‘থিয়েটার পয়েন্ট’-এর নাটক ‘আগাছা’ ও গয়েশপুরের সংলাপ’-এর নাটক ‘এই আমি এই অন্ধকার’। পরদিন মঞ্চস্থ হয় ‘সূচনা নাট্যদল’-এর নাটক ‘কারিগরনামা’ ও ব্যান্ডেলের ‘আরোহী’ নাট্যদলের নাটক ‘যতীনবাবু শুনছেন’। |