শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ১২টা টেস্টেই হারের পর প্রথম ড্র করল বাংলাদেশ। যে টেস্টে তাদের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ২০০৫ অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে দু’দল মিলিয়ে মাত্র ১৯ উইকেট পড়ার বিনিময়ে আটটি সেঞ্চুরি হওয়ার বিশ্বরেকর্ড এ দিন স্পর্শ করল গল টেস্ট। শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রথম ইনিংসে তিনটি করে সেঞ্চুরি হওয়ার পর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে (৩৩৫-৪ডিঃ) সেঞ্চুরি করেন দিলশান (১২৬) ও ফের সঙ্গকারা (১০৫)।
|
ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন লিয়েন্ডার পেজ। লি-মেলজার জুটির নামা হল না। পরের সপ্তাহে লিয়েন্ডার অন্য পার্টনার, ফ্রান্সের মাইকেল লদ্রা-কে নিয়ে নামবেন মায়ামি মাস্টার্সের ডাবলসে। যাঁকে নিয়ে খেলে সম্প্রতি দুবাই ওপেন জিতেছেন মহেশ ভূপতি। লি-র নিয়মিত পার্টনার রাদেক স্টেপানেক পুরো ফিট নন এখনও। |