জ্যোতিষী সেজে প্রতারণায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তদন্তকারী অফিসার বদল হয়েছেন। তাও তদন্ত সে ভাবে এগোচ্ছে না বলে অভিযোগ। দু’সপ্তাহ পার হলেও এখনও উদ্ধার হয়নি খোওয়া যাওয়া গয়না। ইতিমধ্যে পুলিশের সঙ্গে দেখা করে তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন পরিবারের লোকেরা। সঙ্গে প্রতিবেশীরাও ছিলেন। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত ঠিক ভাবেই এগোচ্ছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে কম সময় অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হয় না। ঘটনার তদন্ত চলছে।
ঘটনাটি গত ২৭ ফেব্রুয়ারির। ওই দিন মেদিনীপুর শহরের হবিবপুরের নতুনপল্লি এলাকায় জ্যোতিষী সেজে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। স্থানীয় মানিকচন্দ্র ঘাঁটার বাড়িতে এই ঘটনা ঘটে। খোওয়া যাওয়া গয়নার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।
আগে পুলিশের একটি দল বীরভূমে গিয়েছিল। সেখান থেকে মহম্মদ কালাম, শেখ তাজউদ্দিন ও শেখ সানারুল নামে ৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে তাদের ২৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। এ দিকে, এ ঘটনায় আপন দাস নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ৫ দিন পুলিশি হেফাজতের নির্দেশ হয়। পুলিশের বক্তব্য, শুরুতে এক বা একাধিক সূত্র মেলে। সেই সূত্র ধরে তদন্ত এগোয়। এ ক্ষেত্রেও তাই হচ্ছে। ফলে, তদন্ত এগোচ্ছে না, এমন অভিযোগ ঠিক নয়।
|
পথ দুর্ঘটনায় মৃত মা-ছেলে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
|
খড়্গপুরে দুর্ঘটনা।—নিজস্ব চিত্র। |
এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা ও ছেলের। মঙ্গলবার বিকেলে খড়্গপুর-বেলদা সড়কের রাইকিশোর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জখম হয়েছেন আরও দু’জন। মৃত দু’জনের নাম ভবানী রায় (২২) এবং শুভ্রপ্রকাশ রায়। ভবানীদেবীর ছেলে শুভ্রপ্রকাশের বয়স মাত্র দেড় বছর। দুর্ঘটনায় যে দু’জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন শুভ্রপ্রকাশের বাবা সোমনাথ রায়ও। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে সোমনাথবাবু মোটর সাইকেলে করে বেনাপুরের দিক থেকে বারবেটিয়ার দিকে আসছিলেন। উল্টোদিক থেকে যাওয়া সারের বস্তা বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোমনাথবাবুর মোটর সাইকেলে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। |
|