অতিরিক্ত হারে রাজস্ব নেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার পাণ্ডুয়ার গরুহাটে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। জিটি রোড-লাগোয়া ওই গরুহাটে বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পাণ্ডুয়ায় অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, গরু হাটে আসা সমস্ত গাড়ি থেকেই গত কয়েক দিন আড়াই হাজার টাকা করে রাজস্ব নিচ্ছে হাট কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের অভিযোগ, এই টাকা যথেষ্ট বেশি। নিয়ম অনুয়ায়ী, ১ শতাংশ হারে কর নেওয়াই রীতি। ব্যবসায়ীদের আশঙ্কা, যে হারে রাজস্ব নেওয়া হচ্ছে তাতে হাটে গাড়ি আসাই বন্ধ হয়ে যাবে। ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত অবশ্য বিডিও দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। একটি গাড়িতে বেশি গরু থাকলে যে টাকা নেওয়া হচ্ছে, কোনও গাড়িতে কম থাকলে একই হারে টাকা নেওয়া হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। এ দিন বিডিও-র ডাকা বৈঠকে অবশ্য সমস্যার জট কাটেনি বলেই প্রশাসন সূত্রের খবর। পাণ্ডুয়ার বিডিও মধুরিমা সেনগুপ্ত ফের আলোচনায় বসার কথা জানিয়েছেন। সম্প্রতি এগ্রি মার্কেটিং দফতরের টেন্ডার ডাকা হয়। সেই টেন্ডার মারফত নতুন করে হাটের ডাক হয়। তাতেই বিপত্তি বাধে। শুধু হুগলি নয়, রাজ্যের গরু হাটগুলির মধ্যে পাণ্ডুয়া অন্যতম বড় গরু হাট। প্রতিদিন শ’য়ে শ’য়ে গরু ছাগল এখানে সওদা করেন ব্যবসায়ীরা। এই ব্যবসার সঙ্গে স্থানীয় বহু মানুষ যুক্ত।
|
উত্তরপাড়ায় প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
সম্প্রতি উত্তরপাড়ায় নিবেদিত হল ‘নারীকণ্ঠে রবীন্দ্রসঙ্গীত’ শীর্ষক প্রদর্শনী। উত্তরপাড়া বেঙ্গল স্টুডিও-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই প্রদর্শনী হয়। চিত্র পরিচালক অরিন্দম সাহা সরদার ওই প্রদর্শনীর পরিকল্পনা করেন। তিনি জানান, ১৯০৮ সাল থেকে ১৯৪১ সাল এই সময়কালে যে সমস্ত মহিলাশিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড হয়েছিল, তাঁদের আলোকচিত্রের প্রতিলিপি-সহ দু’টি করে গানের ডিস্কের বিবরণ ছিল।
|
|
দুপুরের বিশ্রাম। ফুলেশ্বরে ভাগীরথীতে মৎস্যজীবীদের ছবিটি তুলেছেন সুব্রত জানা। |
|
সিঙ্গুরে বিদ্যাসাগর গ্রামীণ মেলা সম্প্রতি হয়ে গেল। উদ্যোক্তা ‘সাঁঝের প্রদীপ’ পত্রিকা এবং বিদ্যাসাগর গ্রামীণ মেলা কমিটি। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের রাজ্যনেতা ভবানীশঙ্কর জোয়ারদার। মেলার থিম ছিল ‘সুস্থ সংস্কৃতির প্রসার ও সম্প্রীতির মেলবন্ধন’। বসে আঁকো প্রতিযোগিতা হয়। ১১১ জন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। ফসল, ফুল-ফল, হস্তশিল্প প্রদর্শিত হয়। সাংস্কৃতিক মঞ্চে ছিল হরেক অনুষ্ঠানের পসরা। ‘কুসংস্কার বিরোধী বিজ্ঞান ভাবনা’ ও ‘বিবেকানন্দের সমাজচিন্তা’ বিষয়ক দু’টি আলোচনাচক্র হয়। ছিল যাত্রাপালা। নাটকও পরিবেশিত হয়। অন্য দিকে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সম্প্রতি ১২ তম সারা বাংলা অ্যাপেক্স ক্রীড়া প্রতিযোগিতার আয়োজিত হল বালির অ্যাপেক্স ক্লাবের উদ্যোগে। আয়োজনে সহযোগিতা করে রাজ্য ক্রীড়া মন্ত্রক এবং একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
|
শ্রীরামকৃষ্ণের ১৭৮ তম জন্মতিথি উপলক্ষে আজ, বুধবার সারাদিনব্যাপী বেলুড় মঠে লঞ্চ চালাবে রাজ্য ভূতল পরিবহণ নিগম। পাশপাশি ১৭ মার্চ, রবিবার শ্রীরামকৃষ্ণের জন্মমহোৎসব উপলক্ষেও সারাদিন লঞ্চ চলবে। বেলুড় মঠ সূত্রের খবর, দু’দিনের অনুষ্ঠানেই বাবুঘাট ও বাগবাজার থেকে বেলুড় মঠের মধ্যে লঞ্চ পরিষেবা চালু থাকবে। |
|
ঝুঁকির পারাপার: ফুলেশ্বর স্টেশনে। ছবি: সুব্রত জানা। |
|