দিনে দুপুরে হার ছিনতাই হল লেকটাউন থানা এলাকায়। শনিবারের কেপমারির ঘটনার পরে ফের মঙ্গলবারের এই ঘটনায় আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। পুলিশ জানায়, শনিবার তিন যুবক সাদা পোশাকের পুলিশ পরিচয়ে শ্রীভূমির রাস্তায় এক মহিলাকে নিরাপত্তার কারণে সোনার হার খুলে রুমালে রাখতে বলেন। বাড়ি ফিরে তিনি দেখেন রুমালে রয়েছে কাচের চুড়ি। মঙ্গলবার অবশ্য কেপমারি নয়, ভিআইপি রোডে বাঙুর মোড়ে কবিতা ছাবড়িয়া নামে এক মহিলার হার ছিনিয়ে পালায় এক দুষ্কৃতী। অভিযোগ, কবিতাদেবীর চিৎকারে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ দুষ্কৃতীকে তাড়া করলেও কেষ্টপুর খাল টপকে পালায় সে। কৈখালির একটি স্কুলের শিক্ষিকা কবিতাদেবী ওই সময় বাড়ি ফিরছিলেন। তিনি বলেন, “বাস থেকে নেমে রাস্তার জেব্রা ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। পিছন থেকে হারে টান অনুভব করি। দেখি এক যুবক হার ছিঁড়ে পালাচ্ছে।” কবিতাদেবী জানান, আশপাশের মহিলাদের চিৎকারে পুলিশের টনক নড়ে। ততক্ষণে রাস্তার পাশে কেষ্টপুর খালের জলে ঝাঁপিয়ে সাঁতরে উঠে সল্টলেকের দিকে পালায় ওই দুষ্কৃতী। স্থানীয় এক বাসিন্দা রাজীব চৌধুরী বলেন, “কেপমারির পরে এ বার হার ছিনতাই। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” যদিও পুলিশের দাবি, কমিশনারেট হওয়ার পরে পুলিশি টহল বেড়েছে। বেশ কিছু ছিনতাইবাজ ধরাও পড়েছে। পাশাপাশি, সাধারণ মানুষকেও সতর্ক হতে আর্জি জানানো হয়েছে। তাদের মতে, নিরাপত্তার কারণে পুলিশ কাউকে গয়না খুলতে বলবে না।
|
কিশোরী-ধর্ষণে শাস্তির দাবিতে বিক্ষোভ |
শিবরাত্রির রাতে নাবালিকা গণধর্ষণের ঘটনায় দোষীদের কড়া শাস্তি ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মঙ্গলবার পূর্ব-যাদবপুর থানার সামনে বিক্ষোভ সমাবেশ করলেন এলাকার নাগরিক মঞ্চ ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে পুকুরে স্নান করে বাড়ি ফেরার পথে ই এম বাইপাস সংলগ্ন ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদস্মৃতি এলাকায় এক নাবালিকা গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। পূর্ব-যাদবপুর থানায় অভিযোগ দায়ের হলে ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। ১০৯ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকী দেব বলেন, “এই ঘটনায় তৃণমূল সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেছে সিপিএম। আমরা এই ঘটনার প্রতিবাদ করেছি।”
|
তিলজলায় মুণ্ডহীন এক যুবকের দেহ পাওয়া গিয়েছে। মঙ্গলবার সকালে ওই এলাকার রাইচরণ ঘোষ লেনে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখে সাফাইকর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ বস্তা খুলে বছর পঁচিশের এক যুবকের দেহ পায়। নিহতের পরিচয় জানা যায়নি। পরনে ছিল জিনস ও লাল ডোরা কাটা গেঞ্জি। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা অন্য কোথাও খুন করে দেহটি ওখানে ফেলে দিয়েছে।
|
বি টি রোডের তালপুকুর মোড়ে মঙ্গলবার রাতে লরির ধাক্কায় এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম ভোলা চক্রবর্তী (২৬)। পেশায় মোজাইক মিস্ত্রি ভোলার বাড়ি ব্যারাকপুরের বড়পোল এলাকায়। রাতেই বাইপাসে একটি বাস গাছে ধাক্কা মারায় কয়েক জন যাত্রী আহত হন। পুলিশ জানায়, কারও আঘাত গুরুতর নয়।
|
সল্টলেকে বিএসএনএলের একটি অফিসে মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে। দমকল জানায়, পাঁচ নম্বর সেক্টরে ওই অফিসের দোতলায় আগুন লেগেছিল। দু’টি ইঞ্জিন মিনিট পনেরোর মধ্যেই তা নিয়ন্ত্রণ করে। |