টুকরো খবর
খুচরো মূল্যবৃদ্ধি আরও চড়া, দু’মাস পরে বাড়ল শিল্পোৎপাদন
সামান্য হলেও বাড়ল শিল্পোৎপাদন। গত নভেম্বর ও ডিসেম্বরে সরাসরি উৎপাদন কমার পর জানুয়ারিতে তা বাড়ল ২.৪%। বিশেষ করে কারখানার উৎপাদন এবং বিদ্যুৎ ক্ষেত্রের সাফল্যের উপর ভর করে শিল্পোৎপাদন বাড়ার মুখ নিয়েছে বলেও মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। এটা অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও। পাশাপাশি, খুচরো বাজারের মূল্যবৃদ্ধি এ নিয়ে পরপর পাঁচ মাস বেড়ে ফেব্রুয়ারিতে ছুঁয়েছে ১০.৯১%। আগের মাসে তা ছিল ১০.৭৯%। ক্রেতার মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার শাক-সব্জির ক্ষেত্রে আরও বেশি, ২১.২৯%। আর, এর জেরেই সেনসেক্স এ দিন পড়েছে ৮১ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা ছিল ১৯,৫৬৪.৯২ অঙ্কে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির চড়া হারের কারণে, রিজার্ভ ব্যাঙ্ক তার ১৯ মার্চের আসন্ন ঋণনীতিতে সুদ না-ও কমাতে পারে বলে বাজারের আশঙ্কা। সেটাই এ দিন শেয়ার কেনা থেকে তাঁদের দূরে সরিয়ে রাখে। পাশাপাশি শিল্পোৎপাদন কিছুটা বাড়ার কারণেও রিজার্ভ ব্যাঙ্ক হয়তো সুদ কমানোর পথে হাঁটবে না বলে তাঁরা মনে করছেন। বণিকসভা সিআইআই অবশ্য সুদ অন্তত ৫০ বেসিস পয়েন্ট কমানোর দাবি তুলেছে। তারা বলেছে, বাজেটে অর্থমন্ত্রী আর্থিক সংস্কারের লক্ষ্যে যে-সব পদক্ষেপ করেছেন, তার শর্ত পূরণেই সুদ কমানো জরুরি।

মাছ চাষ নিয়ে প্রশিক্ষণ শিবির
সামুদ্রিক পণ্য রফতানিকারক সংস্থা, দেশপ্রাণ মৎস্য উন্নয়ন ও অ্যাকোয়া কালচার সোসাইটির উদ্যোগে দেশপ্রাণ ব্লকের ফুলবাড়িতে এক আলোচনাসভা আয়োজিত হল। আলোচনার বিষয়, ‘নোনাজলে মাছ চাষ ও বাগদা চাষের বতর্মান ও ভবিষ্যৎ’। সোমবার শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। এ ছাড়াও ছিলেন উপ মৎস্য অধিকর্তা (পশ্চিমাঞ্চল) উৎপল সর, সামুদ্রিক পণ্য রফতানিকারক সংস্থার অধিকর্তা দিলীপ বিশ্বাস প্রমুখ। শিবিরে সারা রাজ্যে মাছ চাষ ও বাগদা চাষের ক্ষেত্রে পরিবেশ বান্ধব মৎস্যচাষের উপর জোর দেওয়া হয়। মৎস্যজীবীদের মাছ চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে জৈবখাদ্য ও ওষুধ ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

রাঁচিতে শুরু জুট ফেয়ার
রাঁচির ইউনিয়ন ক্লাব প্রাঙ্গনে শুরু হল জুট ফেয়ার। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত মেলা চলবে। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনে ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। জুট বোর্ডের অফিসাররা কলকাতা থেকে রাঁচি এসেছেন। আগামী সাতদিন তাঁরা মেলায় আসা দশর্কদের বোঝাবেন, বর্তমান জীবনে পরিবেশ-বন্ধু পাটের গুরুত্ব। আজ এখানে মেলার উদ্বোধন করেন ঝাড়খণ্ড সরকারের ডেভলপমেন্ট কমিশনার এ কে সরকার। জুট বোর্ডের অফিসাররা জানান, পাট জাত দ্রব্য এখন মানুষের বসার ঘর থেকে শোওয়ার ঘর পর্যন্ত ঢুকে পড়েছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট আঠারোটি স্টল এসেছে এই মেলায়।

এমএমটিসি-র শেয়ার
রাষ্ট্রায়ত্ত এম এম টি সি-র ৯.৩৩% শেয়ার বিক্রি আপাতত পিছিয়ে দিল বিলগ্নিকরণের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠী। বিলগ্নিকরণ সচিব রবি মাথুর এ কথা জানিয়ে বলেন, মার্চেন্ট ব্যাঙ্কার-রা সংস্থার যে-মূল্যায়ন করেছে, তা মন্ত্রী গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য নয়। ওই শেয়ার বাজারে আসার কথা ছিল ১৪ মার্চ। যা বিক্রি বাবদ ২৫০-৩০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিল কেন্দ্র।

ইউবিআইকে শত কোটি
ইউনাইটেড ব্যাঙ্ক-কে মূলধন বাবদ ১০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। বিভিন্ন ব্যাঙ্কের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে মূলধনের পরিমাণ বাড়াতে অর্থ দেওয়ার জন্য কেন্দ্র যে-পরিকল্পনা হাতে নিয়েছে, এটি তারই অঙ্গ। এ জন্য কেন্দ্রকে ১ কোটি ৩৭ লক্ষ শেয়ার দেবে ব্যাঙ্ক। এই মর্মে এক প্রস্তাব ব্যাঙ্কের বিশেষ সাধারণ সভায় মঙ্গলবার গৃহীত হয়।

বাজারে নয়া ফোন
নয়া স্মার্ট ফোন ‘এক্সপিরিয়া জেড’ আনল সোনি। ৫ ইঞ্চি স্ক্রিনের অ্যান্ড্রয়েড জেলি বিন প্রযুক্তি চালিত ফোনে মিলবে ৪-জি পরিষেবা। আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। দাম ৩৮,৯৯০ টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.