হুগলিতে লোক সংস্কৃতি উৎসব |
খমকের ছন্দ। বাঁশির সুর। কোমর দুলিয়ে আদিবাসী নাচ। ছৌ’য়ের মুখোশ। ডাকের পুতুল। তরজা গানের আসর। এমনই হরেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রতি পালিত হল হুগলি জেলা লোক সংস্কৃতি উৎসব। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় ধনেখালিতে ওই অনুষ্ঠান হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর কল্যাণ বিভাগের মন্ত্রী উপেন বিশ্বাস। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস রায় জানান, নানা লোক সংস্কৃতি পরিবেশনের পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের উন্নয়নমুখী কাজের প্রদর্শনী হয় ওই উৎসবে। সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হয়েছিল। উপেনবাবু ছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, সাংসদ রত্না দে নাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মনমীত নন্দা-সহ জেলার অন্য সরকারি অফিসারেরা।
|
রাজনীতির সঙ্গে যুক্ত নই: ঋতুপর্ণা |
—নিজস্ব চিত্র |
কোনও রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন এবং কোনওদিন যুক্তও ছিলেন না বলে মঙ্গলবার দাবি করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, ঋতুপর্ণাদেবী বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রচার করবেন। এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে তাঁর বক্তব্য, কোনও দিন রাজনীতি করেননি, এখনও রাজনীতি করেন না, ভবিষ্যতেও করবেন না। যে সব মহল থেকে ‘দায়িত্বজ্ঞানহীনে’র মতো এই রটনা করা হচ্ছে তাঁদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “আমি একজন বিনোদন শিল্পী এবং একজন সচেতন নাগরিক হিসেবেই থাকতে চাই।”
|
মশাট ও হিন্দমোটরে অনুষ্ঠিত বইমেলা |
চতুর্থ বর্ষ মশাট বইমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল। উদ্যোক্তা হুগলি সম্পদ। মশাট বাজার সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে ওই মেলা হয়। উদ্বোধন করেন সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। বইয়ের বিকিকিনির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলা কমিটির সম্পাদক সঞ্জীব চক্রবর্তী জানান, প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে ‘সুনীল সাহিত্যে তারুণ্য ও প্রেম’ শীর্ষক আলোচনাচক্র হয়। প্রয়াত ফুটবলার শৈলেন মান্না স্মরণে ‘খেলার মাঠের শৃঙ্খলা’ বিষয়ে আলোচনা হয়। ছিল বসে আঁকো প্রতিযোগিতা, শ্রুতিনাটক প্রভৃতি। অন্য দিকে, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল হিন্দমোটর বইমেলা। স্টেশন সংলগ্ন জায়গায় এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাচক্রও ছিল। সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করেন উদ্যোক্তারা।
|