বাংলা ছবিতে নতুন গোয়েন্দা
বোমকেশ বক্সী, ফেলু মিত্তির, কাকাবাবুর পর এ বার বাংলা ছবির পর্দায় আর এক নতুন গোয়েন্দা।
তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র শবর দাশগুপ্ত। অনেক দিন ধরেই শবর গোয়েন্দার গল্প নিয়ে ছবি করার জন্য নানা পরিচালক শীর্ষেন্দুর কাছে প্রস্তাব নিয়ে এসেছেন। কিন্তু ছবি হয়নি কোনও বার। আসল কথা যোগ্য অভিনেতাকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, বলে জানালেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও তাঁর কন্যা দেবলীনা মুখোপাধ্যায়।
এ বার প্রশ্ন, শবর তা হলে কে করছেন?
পরিচালক অরিন্দম শীল ‘আবর্ত’ ছবি করে সাড়া ফেলার পর খুঁজে বের করেছেন শবর দাশগুপ্তের চরিত্রে অভিনয় করার যোগ্য শিল্পীকে।
এবং সেই শিল্পী হলেন শাশ্বত চট্টোপাধ্যায়।
ছবির ঘোষণা হল গতকাল রাতে অরিন্দম শীলের জন্মদিনের পার্টিতে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

অরিন্দম শীল
প্রশ্ন একটাই, যে শাশ্বত, ব্যোমকেশ বক্সীর সহকারী অজিতের চরিত্রে অভিনয় করেন, তিনি হঠাৎ নিজেই গোয়েন্দা হয়ে যাওয়ায় ইমেজের সংঘাত ঘটবে না তো?
“একেবারেই না। এতটাই স্বাতন্ত্র্য রয়েছে এই চরিত্রে,’’ বলছেন পরিচালক অরিন্দম শীল। অন্য সব গোয়েন্দা কাহিনির সঙ্গে এই গল্পের তফাত কী? “আমার ‘আবর্ত’ ছবিতে যেমন নরনারীর সম্পর্কের বিভিন্ন স্তর নিয়ে দৃশ্য তৈরি করা হয়েছে, তেমনি এই ছবিতেও গোয়েন্দা কাহিনির একটা সামাজিক প্রেক্ষাপট থাকছে। কেবলই ‘খুনি কে’-জাতীয় অপরাধমূলক ঘটনার তদন্ত নয়। সেই জন্যই থাকবে সম্পর্ক এবং তার টানাপোড়েন। যেটা এই গোয়েন্দা কাহিনির একটা বিরল দিক।”
শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও ছবিতে নানা চরিত্রে রূপদান করছেন আবির চট্টোপাধ্যায়, রাইমা সেন, তনুশ্রী চক্রবর্তী, গার্গী রায় চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর দে প্রমুখ। অরিন্দম শীলের ছবিতে অভিনয় করার অবকাশ পেয়ে খুশি রাইমা ও তনুশ্রী দু’জনেই।
অন্য দিকে কৌশিক গঙ্গোপাধ্যায় বললেন, “‘আবর্ত’তে অরিন্দমের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। আমি ওর একটা নাম দিয়েছি। নামটা হল যত্নশীল পরিচালক হিসেবে এতটাই যত্ন নিয়ে কাজ করে অরিন্দম।” ছবিতে কোন চরিত্রে কাজ করছেন জানাতে নারাজ গার্গী রায় চৌধুরীও। হেসে বললেন, “কাজ করছি একটা চরিত্রে এইটুকুই বলতে পারি।”
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে কাজ করতে পেরে খুশি অরিন্দম শীল। বললেন, “অবশেষে নিজের লেখা গল্পের ওপর আর নির্ভর না করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো বরেণ্য লেখকের কাহিনি বেছে নিলাম। চিত্রনাট্যের বিন্যাসে আমার সঙ্গে তত্ত্বাবধানে থাকবেন শীর্ষেন্দুদা নিজে এবং তাঁর মেয়ে দেবলীনা। অন্য দিকে চিত্রনাট্য রচনায় আমার সঙ্গে কাজ করছেন অতনু ঘোষ এবং পদ্মনাভ দাশগুপ্ত।”
শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন গতকালই ছবি করার ব্যাপারে পাকা কথা হয়েছে। “আমার ধারণা শবর দাশগুপ্তের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভালই মানাবে। গল্পে অনেক শাখাপ্রশাখা আছে। গল্পের অনেকটা জুড়ে থাকছে একটি ভালবাসা ও ঘৃণার সম্পর্ক। ইংরেজিতে যাকে বলে লাভ-হেট রিলেশনশিপ। চরিত্রগুলো চেনা এবং রক্তমাংসের মানুষের মতোই বাস্তব মনে হবে,” বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
কেমন সে গোয়েন্দা? শীর্ষেন্দু বললেন, “খুব টাফ, সাহসী আর সৎ।” ‘আবর্ত’র পুরনো টিমকে অক্ষুণ্ণ রাখতে কলাকুশলীরাও একই থাকছেন। ক্যামেরায় সৌমিক হালদার ও শিল্প নির্দেশনায় কৌশিক-বারিক। সম্পাদনায় সুজয় দত্ত রায়।
শাশ্বত চট্টোপাধ্যায় রাইমা সেন তনুশ্রী চক্রবর্তী কৌশিক গঙ্গোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় গার্গী রায় চৌধুরী
“গল্পের নাম ‘ঋণ’ থাকবে না অন্য কোনও নামকরণ হবে সেটা এখনও ঠিক হয়নি। তবে ছবিতে ‘আজ জানে কি জিদ না করো’ এই বিখ্যাত বন্দিশটি গাইছেন কৌশিকী চক্রবর্তী। এই বন্দিশ আগে মেহেদি হাসান থেকে সিদ্ধেশ্বরী দেবীর মতো তাবড় শিল্পীরাও গেয়েছেন।
ছবি যদি হিট করে তা হলে শবর ডিটেকটিভকে নিয়ে সিকোয়েল করা যেতেই পারে। কারণ শীর্ষেন্দুদার ভাণ্ডারে শবরকে নিয়ে আরও পাঁচটি উপন্যাস আছে,’’ বললেন অরিন্দম।
ছবির শুটিং হবে কলকাতা-সহ আমেরিকার লস এঞ্জেলেস, হলিউড, স্যান্টামনিকা, সানসেট বুলেভার্ড এই সব জায়গায়। শুটিং শুরু হবে জুনের পর।
এখন শুধু এইটুকুই বলা যায় আগামী এক বছরের মধ্যে একের পর এক রিলিজ করতে চলেছে গোয়েন্দা ছবি। সেখানে কাকাবাবু আছে, আছে ব্যোমকেশও। থাকবে শবর দাশগুপ্তও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.