স্বাস্থ্য বিমা থাকা সত্ত্বেও টাকা নিয়ে চিকিৎসা
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠছে নিত্য। এরই মধ্যে টাকা নিয়ে চিকিৎসার অভিযোগ উঠল শহরের আর এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “মাস কয়েক আগেও এই অভিযোগ উঠেছিল। প্রাথমিক তদন্তের পর একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষকে সাময়িক ভাবে ওই প্রকল্প থেকে সাসপেন্ড করা হয়েছিল। আবার একই অভিযোগ উঠেছে। বিষয়টি উদ্বেগের।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ঘাটাল ব্লকের সোলাগেড়িয়ার বাসিন্দা জাহিরা বিবি কিডনিতে স্টোন অপারেশনের জন্য ভর্তি হন ঘাটাল শহরের একটি নার্সিংহোমে। কার্ড দেখিয়ে তিনি চিকিৎসা করান। কার্ড থেকে অস্ত্রোপচারের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেওয়া হয়। অভিযোগ, তারপরেও নার্সিংহোম কর্তৃপক্ষ নগদ আরও পাঁচ হাজার টাকা চান। এই নিয়ে কথা কাটাকাটি চলে। শেষমেশ তিন হাজার টাকা দিলে তবেই জাহিরা বিবিকে ছাড়া হয়। নিয়মানুযায়ী ছুটির সময় কোনও ওষুধও কিনে দেওয়া হয়নি। জাহিরা বিবির ছেলে নিজানুর রহমানের অভিযোগ, “বাড়ি ফেরার পর মা ফের অসুস্থ হয়ে পড়লে ওই নার্সিংহোমে নিয়ে যাই। কিন্তু ওরা তাড়িয়ে দেয়। আমি লিখিত ভাবে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি।” ঘাটালের বিডিও দেবব্রত রায় বলেন, “নিজানুরের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার ওই নার্সিংহোমে কাগজপত্র দেখতে যান জয়েন্ট বিডিও সুজন পাণ্ডে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।” সংশ্লিষ্ট নার্সিংহোমের মালিক মদন বাইরি অবশ্য ‘অভিযোগ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। উল্টে তাঁর দাবি, “আমিই দেড় হাজার টাকা দিয়েছিলাম ওদের।” |
পরিষেবার দাবি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জেলার প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নত করার দাবিতে পুরুলিয়ার মুখ্যস্বাস্থ্য আধিকারিককে ১২ দফা দাবিতে স্মারকলিপি দিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো, মানবাজার, ঝালদা ও কোটশিলা স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করা-সহ নানা দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র অজিত মাহাতো। জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক স্বপনকুমার ঝরিয়াত বলেন, “কিছু কাজ হয়েছে। কিছু বিষয় খতিয়ে দেখতে হবে।” |
উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনে রবীন্দ্রনাথ
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার অনুপস্থিতিতে রবিবার সিঙ্গুরে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিন মির্জাপুর-বাঁকিপুর গ্রাম পঞ্চায়েতের অধীন জগত্নগর গ্রামে ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করার কথা ছিল বেচারামবাবুর। কিন্তু তিনি শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি। রবীন্দ্রনাথবাবুই উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর-বাঁকিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অচিন্ত্যকুমার লাঙ্গল। বেচারামবাবু এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। |