টুকরো খবর |
ছাই পাঁচটি দোকানঘর
নিজস্ব সংবাদদাতা • বিন্নাগুড়ি |
|
—নিজস্ব চিত্র। |
আগুনে পুড়ে ছাই হল পাঁচটি দোকান। রবিবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাট থানা এলাকার বিন্নাগুড়িতে। মালবাজার, ধূপগুড়ি থেকে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছনোর আগে বাজার সংলগ্ন সেনাছাউনি জওয়ানরা একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, আগুনে ৩৫ লক্ষ টাকার ক্ষতি হল। বাসিন্দারা জানান, প্রথম আগুন দেখা যায় বাজারের একটি মোবাইল ফোনের দোকানে। দমকল কর্মীদের সন্দেহ শর্ট সার্কিট থেকে সেখানে প্রথম আগুন লাগে। নিমেষে আগুন পাশের জেরক্স, মোটরের যন্ত্রাংশ সহ আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা মাটি, বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর দেওয়া হয় ধূপগুড়ি ও মালবাজার দমকল কেন্দ্রে। সেখান থেকে ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগে জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে আনে। রক্ষা পায় শতাধিক দোকান। |
দার্জিলিঙে সিআরপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
মোর্চা নেতৃত্বের আপত্তি সত্ত্বেও কালিম্পঙে টহল আধা
সামরিক বাহিনীর জওয়ানদের। সোমবারের নিজস্ব চিত্র। |
মোর্চা নেতৃত্বের প্রবল আপত্তি সত্ত্বেও রবিবার রাতে ৩ কোম্পানি সিআরপি জওয়ান দার্জিলিং পৌঁছল। সোমবার সকালে তাঁরা কালিম্পঙ যান। আজ, মঙ্গলবার থেকে কালিম্পঙে কয়েকটি এলাকায় টহল দেবেন জওয়ানরা। পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানান, মঙ্গলবার থেকে সরকারি ভাবে আধা সামরিক বাহিনী কালিম্পঙে ‘ফ্ল্যাগ মার্চ’ করবে। প্রসঙ্গত, চার দিন আগে কালিম্পঙে তৃণমূলের তিন নেতাকে রড, বাটাম দিয়ে পিটিয়ে মারার চেষ্টা হয়। এখনও ২ জখম নেতা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি। ওই ঘটনায় ৬ জন মোর্চা কর্মী গ্রেফতার হয়েছেন। ৪ জনকে খোঁজা হচ্ছে। পাহাড়ে উত্তেজনা থাকায় সিআরপি মোতায়েন করা হয়। এ দিকে মোর্চা ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাহাড়ের সরকারি কর্মচারিরা এ দিন গোর্খাল্যান্ডের দাবি তুলে এক ঘণ্টা ধরে স্লোগান দেন। |
বাসে মহিলাদের জন্য আসন দাবি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিত্যযাত্রীরা সরব হওয়ায় শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটের বাসে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করতে উদ্যোগী প্রশাসন। সোমবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে আঞ্চলিক পরিবহণ দফতরকে দ্রুত ওই রুটের বাসে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “এটা অনেক আগেই হওয়া দরকার ছিল। আমি আরটিওকে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।” পাশাপাশি, জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র জানান, তিনিও পরিবহণ দফতরের আধিকারিকদের এ সপ্তাহে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব বাস মালিকদের কাছে নির্দেশ পৌঁছতে বলা হয়।” শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটের অধিকাংশ বাসেই মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা নেই। অথচ ওই রুটে রোজ বহু মহিলা যাত্রী যাতায়াত করেন। ভিড়ে ঠাসা বাসে মহিলাদের সমস্যায় পড়তে হয়। |
প্রতিবাদে পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিএডে ভর্তির কমন অ্যাডমিশন ফর্ম-এর দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন। সোমবার তারা উপাচার্যের দফতরে স্মারকলিপি দেয়। অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কমন অ্যাডমিশন ফর্মের দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা করা হয়েছে। তফসিলি জাতি উপজাতির পড়ুয়ার জন্য ফর্মের দাম গত বছর ২৩০ টাকা ছিল। এ বছর তা বাড়ানো হয়নি। সাধারণ ছাত্রছাত্রীদের ফর্মের দাম ৩০০ টাকা বাড়ানো মেনে নেওয়া যায় না। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোনাল্ড দে জানান, ফর্মের দাম কমানো-সহ উত্তরবঙ্গের বিএড কলেজগুলিতে আসন বাড়ানোর দাবি করা হয়েছে। |
চেল পরিদর্শনে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মালবাজার শহর থেকে ক্রান্তি যাওয়ার পথে চেল নদীতে কীভাবে সেতু গড়া যায় খতিয়ে দেখা শুরু করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সোমবার চেল নদী পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পাহাড়ি নদী চেল ক্রান্তি এলাকায় এসে চওড়া হয়ে যাওয়ায় আজ অবধি সেতু তৈরি হয়নি। নদী বিশেষজ্ঞ, পূর্ত ও সেচ বিভাগ মিলে সেতু তৈরির প্রাথমিক খসড়া আগামী এপ্রিল মাসের মধ্যে তৈরি করবে বলে মন্ত্রী গৌতমবাবু জানিয়েছেন। ব্লক তৃণমূল সভাপতি শুভাশিস ঘোষ জানান, সেতু হলে প্রায় ৫০ হাজার মানুষ উপকৃত হবেন। মন্ত্রী ওদলাবাড়িতে রেলের আন্ডারপাস তৈরির কাজ ঘুরে দেখেন। গত বর্ষায় ওদলাবাড়ির বানভাসিদের স্থায়ী ভাবে বসবাসের জন্য সরকারি জমিতে পাট্টা দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। |
বৈঠক ১৮ই মার্চ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া আটিয়াবাড়ি চা বাগান নিয়ে আগামী ১৮ মার্চ বৈঠক ডাকল প্রশাসন। গত ৭ মার্চ হাতির হামলায় এক শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভের সময়ে বাগানের ম্যানেজারদের মারধর করার অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। পরের দিন বাগান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের মহকুমা শাসক অমলকান্তি রায় জানান, বন্ধ আটিয়াবাড়ি চা বাগান নিয়ে ১৮ মার্চ সহকারি শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। |
ফালাকাটায় দমকল কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাল, বুধবার ফালাকাটা দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল কেন্দ্রের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করছিলেন বাসিন্দারা। বামফ্রন্ট সরকারের দমকল মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায় শিলান্যাস করেন। জলপাইগুড়ির জেলাশাসক স্মারকি মহাপাত্র জানান, চালসা থেকে মুখ্যমন্ত্রী দমকল কেন্দ্রটি উদ্বোধন করবেন। পুরোদস্তুর পরিষেবা মিলতে ৮-১০ মাস সময় লাগবে। |
সার্কিট বেঞ্চ নিয়ে তোপ প্রদীপের |
জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের ভবন তৈরি নিয়ে তৃণমূল সরকার মানুষকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। ভবন তৈরির জন্য মাটি ফেলার মতো ন্যূনতম পরিকাঠামো নেই। অথচ পঞ্চায়েত ভোটের আগে সেখানে বিচারক পাঠিয়ে কাজ শুরু করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে বলে প্রদীপবাবুর অভিযোগ। যা ভোটের আগে ‘লোক দেখানো’ বলে দাবি করেছেন তিনি। সোমবার তিনি বলেন, “ওই বাড়ি তৈরির জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ২০ লক্ষ টাকা ধার্য হয়েছিল। এ বার বাজেটে নতুন করে কত টাকা বরাদ্দ হয়েছে তা জানি না। এখনও পর্যন্ত যা টাকা এসেছে, তা দিয়ে বড়জোর মাটি ফেলার কাজ শুরু হবে। বাড়ি তৈরি তো দূর অস্ত। বর্ষা শেষের পরে সেপ্টেম্বর-অক্টোবরে ওই ভবন তৈরির জন্য মাটি ফেলার কাজ শুরু হওয়ার কথা। সেই মাটি বসতে অন্তত বছর দুয়েক লাগবে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি সেখানে জজ সাহেবদের পাঠিয়ে কাজ শুরু করাটা লোক দেখানো ছাড়া আর কী!” |
আগুন |
সোমবার মালবাজার পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ কলোনিতে আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শট সার্কিট থেকে ওই আগুন লাগে। |
|