টুকরো খবর
দুর্ঘটনায় মৃত ২ বধূ, জখম তিন
লরির সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই জায়ের। সোমবার সকালে নবগ্রামের পলসণ্ডার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। দুলু দেবশর্মা (৪৫) ও দীপা দেবশর্মা (৪০) উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। ওই ঘটনায় জখম সুব্রত দেবশর্মা, রামু দেবশর্মা ও গাড়ির চালক প্রভাত বর্মণ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, মানসিক অবসাদগ্রস্ত দুলুদেবীকে নিয়ে গাড়িতে একই পরিবারের চার জন বহরমপুর মানসিক হাসপাতালে আসছিলেন। সেই সময় পলসণ্ডার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি মালবাহী লরি তাঁদের গাড়িকে ধাক্কা মারে। অন্য এক গাড়ির আরোহীরা তাঁদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুলুদেবীকে মৃত বলে ঘোষণা করেন। পরে মারা যান দীপাদেবী।

পরীক্ষার্থীদের বিক্ষোভ
পরীক্ষার দু’দিন আগেও মেলেনি অ্যাডমিড কার্ড। তাই রানাঘাটের নাসরা হাইস্কুলের জনা কয়েক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার বিকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভে বসেছেন ওই পড়ুয়ারা। তার জেরে আটকে রয়েছেন ৩ জন শিক্ষক এবং ২ জন অশিক্ষক কর্মী। ওই ছাত্রদের অভিযোগ, স্কুলের নির্দেশমত আবেদনপত্র পূরণ করেছিলাম। তবুও অ্যাডমিড কার্ড পেলাম না। সমস্যার কথা স্বীকার করে প্রধানশিক্ষক অভিজিত্‌ গোস্বামী বলেন, “আবেদনপত্রে ওই ছাত্ররা সই না করায় অ্যাডমিড কার্ড আসেনি। গত শনিবার সংসদকে বিষয়টি জানিয়েছিলাম। সোমবার পুনরায় আবেদনপত্র পূরণ করে সংসদে গিয়েছিলাম। কিন্তু সংসদ বিষয়টি মানতে চাইছে না। ফলে আমরাও সমস্যায় পড়েছি।” জেলা বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিত্‌ বিশ্বাস বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তাছাড়া বিষয়টি স্কুল ও কাউন্সিলের ব্যাপার। আমার কিছু করারও নেই।”

টাকার ব্যাগ লুঠ
একটি বেসরকারি বিমা সংস্থার কার্যালয়ে এক ব্যক্তির কাছ থেকে দুষ্কৃতীরা টাকা ছিনতাই করে পালিয়েছে বলে অভিযোগ। পুলিশ জানায়, হাঁসখালির বাজার এলাকার প্রণব বিশ্বাস সোমবার টাকা জমা দিতে কৃষ্ণনগরে ওই বিমা সংস্থার কার্যালয়ে যান। পোশাকে নোংরা দেখে তা সাফ করতে তিনি শৌচাগারে ঢোকেন। পাশে রেখে দেন টাকা ভর্তি ব্যাগ। প্রণববাবুর দাবি, তার পরই তিনি দেখেন ৩ লক্ষ টাকা-সহ ব্যাগটি লোপাট হয়ে গিয়েছে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ব্যাঙ্ক থেকেই প্রণববাবুকে অনুসরণ করেছিল।

ভরদুপুরে মরীচিকা। বাহাদুরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

ট্রাক্টর উল্টে মৃত
ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম শেফালি বিশ্বাস (৪৫)। বাড়ি চাপড়ার দইয়ের বাজার এলাকায়। ওই ঘটনায় জখম হয়েছেন ১২ জন। তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, শিবরাত্রি উপলক্ষে সোমবার চাপড়ার পাগলাখালির মেলায় এসেছিলেন। রাতে ট্রাক্টরের পিছনের ডালায় চেপে তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ভগবানপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যেতেই ওই বিপত্তি।

‘জবরদখল’, ধৃত
পুরসভার তিন নম্বর ওয়ার্ড কমিটির কার্যালয় জবরদখলের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বরুণ রায়ের বাড়ি নবদ্বীপের যোগনাথতলায়। দীর্ঘদিন ধরে পুরসভা একটি ঘর ভাড়া নিয়ে ওয়ার্ড কমিটির কাজ চালাচ্ছিল। অভিযোগ, বরুণবাবু হঠাৎ সেই ঘরের দখল নেন।

লরির ধাক্কায় মৃত্যু
পাটবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। নাম সুরজিৎ মোদক (২৫)। তাঁর বাড়ি নবদ্বীপের দণ্ডপানিতলায়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি লরি ধাক্কা দেয় ওই ব্যক্তিকে।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। নাম হিল্লোল মাল (২২)। বাড়ি কৃষ্ণনগরের শ্রীদুর্গা পল্লিতে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগরের হেমন্ত হিমঘর এলাকায় লালগোলাগামী ট্রেনে তিনি কাটা পড়েন।

লরির ধাক্কায় মৃত
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বালকের। নাম নাজিরুল শেখ (৯)। বাড়ি রঘুনাথগঞ্জের রানিনগরে। পুলিশ জানায়, পরিবারের সঙ্গে ওই বালক তেঘরি এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় সে মারা যায়। পুলিশ চালককে ধরেছে।

চুরি, ধৃত যুবক
চুরিতে জড়িত অভিযোগে বিকাশ বাগদি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বড়ঞার মহিশগ্রামে। পুলিশ জানায়, মাস দেড়েক আগে আন্দি বাজারে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় বিকাশের নামে অভিযোগ দায়ের হয়।

মায়াপুরের ইসকন মন্দিরে দোল উৎসবের সূচনা। —নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.