কাল, বুধবার থেকে শুরু হচ্ছে এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধের কথা ভেবে দুই মেদিনীপুরেই বাড়ানো হল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। দুই জেলা মিলিয়ে পরীক্ষা কেন্দ্র বেড়েছে ১৬টি। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে ৯টি, পূর্বে ৭টি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে এ বার মূল পরীক্ষা কেন্দ্র ৫০টি। গত বছর ছিল ৪১টি। সঙ্গে রয়েছে ৪০টি উপ-কেন্দ্র। পূর্ব মেদিনীপুরে মূল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪৫টি। গত বছর ছিল ৩৮টি। সঙ্গে রয়েছে ৫৩টি উপ-কেন্দ্র। সংসদের মেদিনীপুর আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা সৌভিক ঘোড়ই বলেন, “ছাত্রছাত্রীদের সুবিধের জন্য পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হল। সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব শেষ করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।”
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভবিষ্যৎ জীবনের চাবিকাঠি। এই পরীক্ষা ঘিরে টেনশন থাকেই। তার মধ্যে পরীক্ষা কেন্দ্র দূরে হলে পরীক্ষার্থীরা যাতায়াতে সমস্যাও পড়ে। সেই পরিস্থিতি এড়াতেই এ বার দুই মেদিনীপুরে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। গত বছরের থেকে এ বার পরীক্ষার্থীর সংখ্যারও সামান্য হেরফের হয়েছে। পশ্চিমে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে, আর পূর্বে সামান্য কমেছে। পশ্চিম মেদিনীপুরে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৮১ জন। এ বার তা হয়েছে ৪৬ হাজার ১৮৯। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ২৬৬ জন। ছাত্রী ২০ হাজার ৯২৩ জন। পূর্ব মেদিনীপুরে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৭০ জন। এ বার কমে হয়েছে ৩৫ হাজার ২৯৬ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১৭১ জন। ছাত্রী ১৭ হাজার ১২৫ জন।
কাল শুরু উচ্চ মাধ্যমিক
পশ্চিম মেদিনীপুর
• মূল কেন্দ্র ৫০
• মোট পরীক্ষার্থী ৪৬ হাজার ১৮৯
• ছাত্র ২৫ হাজার ২৬৬
• ছাত্রী ২০ হাজার ৯২৩
পূর্ব মেদিনীপুর
• মূল কেন্দ্র ৪৫
• মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ২৯৬
• ছাত্র ১৮ হাজার ১৭১
• ছাত্রী ১৭ হাজার ১২৫
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সোমবার পশ্চিম মেদিনীপুরে এক বৈঠক হয়। প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা নিয়ে আলোচনা হয়। পরীক্ষা কেন্দ্রগুলোতে যাতে পানীয় জল, শৌচাগার প্রভৃতির সুষ্ঠু ব্যবস্থা থাকে, সময় মতো পুলিশ মোতায়েন করা হয়, আলোচনায় এ সবও উঠে আসে। উপস্থিত সকলে তাঁদের মতামত জানান। জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার্থীরা যাতে কোনও রকম সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য সব রকম পদক্ষেপ করা হয়েছে। বৈঠকে প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়। সুষ্ঠু ভাবে পরীক্ষা-পর্ব শেষ করতে সব রকম পদক্ষেপ করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের কাছে আবেদনও রেখেছে সংসদ। কী সেই আবেদন? সংসদের বক্তব্য, উচ্চমাধ্যমিক পরীক্ষার সুষ্ঠু সম্পাদন প্রক্রিয়ায় যাঁরা অংশীদার তাঁদের কাছে প্রত্যাশা একটাই যে, যত ক্ষুদ্র তাঁদের ভূমিকা হোক তা যেন তাঁরা যথাসম্ভব গুরুত্ব সহকারে পালন করেন। তাঁদের সমষ্টিগত কাজের সুষ্ঠ পরিণতিই উচ্চমাধ্যমিক পরীক্ষাকে সফল ভাবে সম্পন্ন হতে দিতে পারে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.