কারারক্ষীদের মারে জখম বিচারাধীন বন্দি
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
জেলরক্ষীদের মারধরে দুই বিচারাধীন বন্দি জখম হয়েছে বলে অভিযোগ উঠল। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় গোলমাল ছড়ায় চুঁচুড়ায় হুগলি জেলা সংশোধনাগারে। পুলিশ জানায়, জখম দু’জনের নাম রামবাবু রাজভর এবং মহম্মদ হাদিস ওরফে গুড্ডু। পুলিশ ও জেল সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বেশ কিছু বন্দি গারদের বাইরে ঘোরাঘুরি করছিল। নির্দিষ্ট সময়ে রক্ষীরা সকলকে ভিতরে ঢুকতে বলেন। কিন্তু কেউ কথা শোনেনি। তখনই রক্ষীরা ওই দু’জনকে মারধর করে বলে অভিযোগ। এতে অন্য বন্দিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। |
জেলের বাইরে মোতায়েন পুলিশ। ছবিটি তুলেছেন তাপস ঘোষ। |
বিক্ষোভ শুরু করে তারা। গারদের জানলা ভাঙা হয়। টেবিল ভাঙচুর করা হয়। বেগতিক বুঝে সাইরেন বাজিয়ে দেন জেল কর্তৃপক্ষ। পরে জেলা পুলিশের ডিএসপি (ডই্যান্ডটি) দেবশ্রী সান্যাল এবং চুঁচুড়া থানার আইসি নির্মল যশ বিশাল বাহিনী নিয়ে সংশোধনাগারে আসেন। জখম অবস্থায় রামবাবুকে ইমামবাড়া হাসপাতালের পুলিশ সেলে ভর্তি করা হয়েছে। গুড্ডুর চিকিত্সা চলছে জেল হাসপাতালেই। বন্দিরা পুলিশ অফিসারদের কাছে অভিযোগ করে, জেলরক্ষীরাই তাদের বেধড়ক মারধর করেছে। এ নিয়ে জেল কর্তৃপক্ষ অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।
|
সমবায় ব্যাঙ্কে নতুন পদাধিকারী
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
হাওড়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পদাধিকারী নির্বাচন হল গত বৃহস্পতিবার। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। দীর্ঘদিন ধরে ব্যাঙ্কটির পরিচালন সমিতি ছিল বামফ্রন্টের হাতে। গত সেপ্টেম্বর মাসে নির্বাচনের মাধ্যমে পরিচালন সমিতির দখল নেয় তৃণমূল। সমীরবাবু বলেন, “পদাধিকারী নির্বাচনপর্ব শেষ না-হওয়া পর্যন্ত ব্যাঙ্কের ঋণদান-সহ বেশ কিছু কাজ বন্ধ ছিল। এ বার সে সব কাজ শুরু হবে।”
|
শ্রীরামপুরে অন্নকূট
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শিবরাত্রী উপলক্ষে সোমবার অন্নকূট উত্সব হল হুগলির শ্রীরামপুরের তারাতীর্থ আশ্রমে। আশ্রমের মহারাজ প্রজ্ঞানন্দ গিরি জানান, এ দিন বিশেষ পুজো হয়। হোম হয়। কয়েক হাজার পূণ্যার্থী সমবেত হন।
|
এক দোকানদারকে মারধরের অভিযোগে এক প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে, বেলুড়ে। ধৃতের নাম রঞ্জন মুখোপাধ্যায়। আহত অবস্থায় বিজয়কুমার রজক নামে ওই দোকানদার হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, নির্মীয়মাণ আবাসনের জমিতে জায়গা ছেড়ে দেওয়া নিয়েই ঝামেলা বাধে। |