টুকরো খবর
জেডিইউ নেতার ছেলেকে ‘মারধর’
জেডিইউ নেতার ছেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েক জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে। রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার রমেশ দত্ত স্ট্রিটে। পুলিশ জানিয়েছে, রাজ্য জেডিইউ নেতা যশবন্ত সিংহের ছেলে রণবাহাদুর সিংহ (২২) নিকো পার্ক থেকে এ দিন রমেশ দত্ত স্ট্রিট দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে তাঁকে স্থানীয় দুই তৃণমূল নেতা শেরবাহাদুর সিংহ, বিশাল গণ্ড-সহ কয়েক জন পাকড়াও করে মারধর শুরু করে। বেধড়ক মারের পরে তাঁকে মাটিতে ফেলে শেরবাহাদুররা লোহার রড দিয়ে মেরে ডান পা ভেঙে দেয় বলে অভিযোগ যশবন্তের। রণবাহাদুর বর্তমানে মধ্য কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, যশবন্তদের বাড়ি রবীন্দ্র সরণীতে। যশবন্তের দাবি, “গত ১৬ নভেম্বর একটি গাড়ির দুর্ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলা এবং লুঠপাট চালায় শেরবাহাদুররা। পুলিশের কাছে আমি ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম।” তবে যশবন্তের অভিযোগ, ওই মামলায় দিলীপ গণ্ড, বিশাল গণ্ড এবং ওমপ্রকাশ মালি নামের তিন জনকে পুলিশ গ্রেফতার করলেও পরে তারা জামিন পেয়ে যায়। শেরবাহাদুর-সহ বাকি তিন জনকে গ্রেফতারই করেনি পুলিশ। যশবন্ত বলেন, “এর পর থেকেই ওরা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল।” তিনি মামলা তুলে নেননি বলেই শেরবাহাদুররা এ দিন তাঁর ছেলের উপরে হামলা চালিয়েছে বলে অভিযোগ যশবন্তের। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন জোড়াসাঁকোর তৃণমূল কংগ্রেস বিধায়ক স্মিতা বক্সী। তিনি বলেন, “আমার কাছে এ রকম কোনও অভিযোগ নেই। কেউ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে কিছু করলে, তার দায় আমাদের নয়।”

সিদ্ধার্থ-জায়া মায়ার প্রয়াণ
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের স্ত্রী মায়া রায়ের জীবনাবসান হয়েছে। সোমবার রাতে দক্ষিণ কলকাতার বেলতলা রোডে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। কিছু দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। ডায়ালিসিস চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই বেলতলার বাড়িতে গিয়ে মায়াদেবীর প্রতি শ্রদ্ধা জানান। পেশাগত ভাবে সিদ্ধার্থবাবুর মতো মায়াদেবীও ছিলেন ব্যারিস্টার। তবে মামলা প্রায় লড়তেনই না। রাজনীতি বা অন্যান্য ক্ষেত্রে সর্বদাই থাকতেন স্বামীর পাশে। তাঁরা ছিলেন নিঃসন্তান। সিদ্ধার্থবাবুর প্রয়াণের পরে মায়াদেবীও কিছুটা অন্তরালেই চলে গিয়েছিলেন।

ছবিতে সাজল ইকো-পার্কের পাঁচিল
গত কয়েক দিন ধরে নিউ টাউনের ইকো পার্কের পাঁচিল নানা রঙের ছবিতে ভরিয়ে তুলেছিলেন চিত্রশিল্পীরা। এই রং-বেরঙের পাঁচিল জনসাধারণের দেখার জন্য খুলে দিল হিডকো। সোমবার সকালে একটি অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহরে সৌর্ন্দযায়ন চলছে। ইকো পার্কের পাঁচিলে নানা ধরনের ছবি এই জায়গাটি আরও সুন্দর ও বর্ণময় করে তুলল।” গত আট তারিখ থেকে ১৫ জন চিত্রশিল্পী ইকো পার্ককে নানা ধরনের ছবিতে সাজিয়ে তোলার কাজ করছেন। এ দিন সেই ছবি আঁকা সম্পূর্ণ হল। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, শিল্পী শুভাপ্রসন্ন-সহ ১৬ জন চিত্রশিল্পী, হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং হিডকোর অন্য আধিকারিকেরা।

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
রেলের চাকরিপ্রার্থীদের ভিড়। সোমবার। —নিজস্ব চিত্র
পূর্ব রেলের চতুর্থ শ্রেণির কর্মীর পদে লিখিত পরীক্ষায় পাশ করা সত্ত্বেও মেডিক্যাল পরীক্ষা নিতে কর্তৃপক্ষ টালবাহানা করছেন বলে একদল চাকরিপ্রার্থী সোমবার বিক্ষোভ দেখালেন। বৌবাজারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কার্যালয়ে এ দিন দেড়শোরও বেশি চাকরিপ্রার্থী জমায়েত হন। তাঁদের অভিযোগ, মেডিক্যাল পরীক্ষায় বসতে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করছেন তাঁরা। কিন্তু কর্তৃপক্ষ ক্রমাগত দিন পিছিয়ে দিচ্ছেন। পূর্ব রেল কর্তৃপক্ষ দাবি করেছেন, ওই পরীক্ষায় কাদের ডাকা হবে তার মাপকাঠি রয়েছে। সেই অনুযায়ী প্রার্থীদের ডাকা হবে।

চার জনকে সম্মান রাজনাথের
উল্টোডাঙা উড়ালপুল দুর্ঘটনার পর যে চার জন অন্যান্য গাড়ির আরোহীদের সতর্ক করে দিয়েছিলেন, সোমবার মহাজাতি সদনে দলের পঞ্চায়েত সম্মেলনে তাঁদের হাতে স্মারক তুলে দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংহ। বিধাননগরের দত্তাবাদ এলাকার ওই চার জন সজল চট্টোপাধ্যায়, অমিত সরকার, অসিত দাস এবং পালন ঘড়ুই দুর্ঘটনার অব্যবহিত পরে গাড়ি নিয়ে ওই উড়ালপুলে উঠতে গিয়ে দেখেন, তা ভেঙে গিয়েছে। তখন তাঁরা পিছনের গাড়িগুলির আরোহীদের সতর্ক করে দেওয়ায় আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। সে জন্যই রাজনাথ তাঁদের এ দিন সম্মান জানান।

বিমানবন্দরে মার্কিন ডলার-সহ গ্রেফতার
প্রচুর মার্কিন ডলার সমেত কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন দোরজি দুকপা নামে ৪৯ বছরের ভুটানের বাসিন্দা। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে দোহা ঘুরে সোমবার ভোরে নামেন কলকাতায়। শুল্ক দফতরের নিয়ম অনুযায়ী, কোনও যাত্রী বিদেশ থেকে আসার সময়ে খুব বেশি পাঁচ হাজার মার্কিন ডলার সঙ্গে আনতে পারেন। এর বেশি আনলে তা অবতরণের পরে জানাতে হবে শুল্ক দফতরকে। সেই টাকা তিনি কোথা থেকে পেলেন সেই সংক্রান্ত নথিও দেখাতে হবে। তা করেননি দোরজি। পরে তল্লাশিতে ব্যাগ থেকে বেরোয় ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

অস্বাভাবিক মৃত্যু
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুটো নাগাদ, চিৎপুর এলাকায়। মৃতা মুন্নি খটিক (৩৫) ঘোষ বাগান রেল কোয়াটার সংলঘ্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ দিন মুন্নি ফাঁকা বাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগান। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মুন্নিকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.