ভাগ্যবান শিশু
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
খেলার ছলেই নিজের মাথায় গুলি করেছিল বছর তিনেকের ছেলেটি। বন্দুকটি যে খেলনা ছিল না সেটা বাড়ির লোক বুঝতে পারে এই ঘটনার পরেই। গুলিটি তার খুলি ফুঁড়ে বেরিয়ে যায়। তবে অস্ত্রোপচারের পর বেঁচে গিয়েছে ছেলেটি। এই ঘটনায় অবাক চিকিৎসকেরাও। জ্ঞান ফিরে আসার পর নার্সদের সঙ্গে খুনসুটি করতে দেখে চিকিৎসকেরাও বলছেন ছেলেটি হল, ‘পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান শিশু’। পুলিশ জানিয়েছে, ওই শিশুর এক আত্মীয়া শৌচাগারে বন্দুকটি ফেলে আসেন। পরে যখন ছেলেটিকে তার দিদি স্নান করাতে নিয়ে যায় তখন সে বন্দুকটি নিয়ে খেলতে শুরু করে। খেলতে খেলতে হঠাৎই বন্দুক চালিয়ে দেয় সে। ওই আত্মীয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হবে কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। |
অসুস্থ জিল্লুর
সংবাদসংস্থা • ঢাকা |
প্রবল শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হল বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাষ্ট্রপতির ছেলে ও আওয়ামি লিগ এমপি নাজমুল আহসান পাপান্দ জানিয়েছেন, তাঁর বাবার ফুসফুসে সংক্রমণ হয়েছে। অবস্থা একটু স্থিতিশীল হওয়ার পরে চিকিৎসকরা তাঁর ফুসফুস থেকে জল বার করার কাজ শুরু করেছেন। |