টুকরো খবর
পঞ্চায়েতে দুর্নীতির নালিশ
একশো দিন কাজের প্রকল্পে ভুয়ো মাস্টার রোল তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠল মাড়গ্রামের হাঁসন ১ পঞ্চায়েতে। প্রায় ১ কোটি টাকার দুর্নীতির তদন্তের দাবি জানালেন সিপিএমের রামপুরহাট ২ জোনাল কমিটির সদস্যরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন মহকুমাশাসক রত্নেশ্বর রায়। সিপিএমের রামপুরহাট ২ জোনাল সদস্য আলি আবুল বাসার, ক্ষুদিরাম মণ্ডলদের দাবি, “২০১২ সালের এপ্রিল-অগস্ট মাস পর্যন্ত ওই পঞ্চায়েতের চারটি ঢালাই রাস্তা না করেই টাকা তুলে নেওয়া হয়েছে। জেলা তদন্ত কমিটির রিপোর্টে তার প্রমাণ মিলেছে। ৫-৬টি পুকুরে মাটি কাটার নাম করেও টাকা তোলা হয়েছে।” তাঁদের আরও অভিযোগ, কয়েকটি সমবায়ের মাধ্যমে শ্রমিকদের মজুরি দেওয়ার কথা পঞ্চায়েত থেকে দাবি করা হলেও, সে টাকা সমবায়ের ম্যানেজাররা পাননি বলে জানান। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “অভিযোগের তদন্ত চলছে। খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েত প্রধান বিনোদ লেট বলেন, “নিয়ম মেনেই কাজ হয়েছে।”

বাউলদের জেলা কমিটি
রাজ্য কমিটি আগেই গঠিত হয়েছিল লোকসঙ্গীত শিল্পীদের। এখন একে একে জেলা কমিটি গঠিত হচ্ছে। উদ্দেশ্য জেলা তথা রাজ্যে বাউল, ফকির-সহ লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত যে সব শিল্পী রয়েছেন তাঁদের নানান অভাব অভিযোগ রাজ্য সরকারকে জানানো। বৃহস্পতিবার দুবরাজপুরে গঠিত হল তাঁদের বীরভূম জেলা কমিটি। কমিটির সম্পাদক শিবশঙ্কর দাস বৈরাগ্য, কার্তিক দাস বাউল, তারকদাস বাউল, ফকির নূর মহম্মদ জানালেন, বর্ধমান, নদিয়া জেলায় কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার মালদহে এই কমিটি গঠন হবে। আসলে যাঁরা লোকগানের সঙ্গে যুক্ত তাঁদের মধ্যে অনেকেই আছেন যাঁদের পরিচয়পত্র, বাড়িঘর নেই। কোনও সরকারি ভাতা বা সুযোগ সুবিধাও পান না। সেই সব সমস্যার কথা তুলে ধরার উদ্দেশ্য নিয়েই কমিটি গঠিত হচ্ছে।

আমোদপুরে অগ্নিকাণ্ড
আচমকা আগুনে পুড়ে গেল ৫০-৬০টি অস্থায়ী দোকান। শুক্রবার রাতে বীরভূমের আমোদপুরে ওই অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। খবর পাওয়ার প্রায় দেড় ঘণ্টা পরে দমকল এলাকায় গিয়েছে অভিযোগে খেপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছনো পুলিশকর্মীদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। দমকলের দু’টি ইঞ্জিন রাত ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।”

উদ্ধার হয়নি
২৪ ঘণ্টা পার হয়ে গেলেও বোলপুরের রাইপুর-সুপুর পঞ্চায়েতের কাঁকুটিয়া গ্রামে উদ্ধার হওয়া প্রাচীন কালীমূর্তিটি উদ্ধার করল না পুলিশ। বৃহস্পতিবার ১০০ দিনের কাজে স্থানীয় তাঁতিপুকুরের মাটি কাটতে গিয়ে মূর্তিটি বেরিয়ে এসেছিল। তারপর থেকে এক শ্রমিক মূর্তিটি নিজের কাছে রেখেছেন। শুক্রবার বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরী বলেন, “ওই শ্রমিকের সঙ্গে যোগাযাগ করে মূর্তিটি উদ্ধার করার চেষ্টা করছি।”

সাঁইথিয়ায় বন্ধ
কংগ্রেস কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে হয়রানি বাড়িয়ে শুক্রবার ২৪ ঘণ্টা বন্ধ করল কংগ্রেস। দোকানপাঠ, স্কুল-কলেজ ও অন্য যান চলাচল বন্ধ হয়ে থাকলেও ট্রেন চলেছে নির্বিঘ্নে। পুলিশ জানায়, থানা চত্বরে এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে জয়ন্ত দাসকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়। এসপি মুরলীধর শর্মা বলেন, “কারও বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.