টুকরো খবর
আসেনি অ্যাডমিট কার্ড, সঙ্কটে পড়ুয়ারা
পরীক্ষা বুধবার। এখনও অ্যাডমিট কার্ড হাতে পেলেন না হুগলির শ্রীরামপুরের মাহেশ পরমেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এ বছর ওই স্কুলে থেকে ৪৪ জন পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। গত ৬ মার্চ হুগলি জেলার বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়। পরমেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্যাম্প অফিস ছিল শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বয়েজ হাইস্কুল। কিন্তু সেদিন ওই স্কুলের প্রতিনিধিরা অ্যাডমিট কার্ড পাননি। এরপর স্কুলের প্রতিনিধিরা বর্ধমানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক কার্যালয়ে গেলেও মেলেনি অ্যাডমিট কার্ড। স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু মৈত্র বলেন, “শনিবার সংসদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি। সংসদ বিষয়টি দেখার আশ্বাস দেয়। আমরা সমস্ত নথিপত্র সঠিক পদ্ধতি মেনেই সংসদের কাছে পাঠিয়ে ছিলাম। কেন এমন হল বুঝতে পারছি না।” উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, ওই স্কুল ছাত্রীদের আবেদনপত্র পাঠাতে কিছুটা দেরি করেছিল। যে সব স্কুলের আবেদনপত্র দেরিতে পৌঁছেছে, সেগুলির অ্যাডমিট কার্ড পৌঁছতেও সময় বেশি লাগছে। তবে দেরিতে হলেও ছাত্রীদের অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন সংসদ-কর্তারা।

সিপিএম কর্মী খুনে ধৃত দুই
এক সিপিএম কর্মীকে খুনের অভিযোগে শনিবার দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দু’জনের নাম গৌতম হালদার ও বিধান কুন্ডু বলে জানিয়েছে পুলিশ। খুনের ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে ক্যানিংয়ের মিঠাখালিতে। তৃণমূলের স্থানীয় নেতাদের দাবি, তাঁদের দলীয় কর্মীদের ফাঁসানো হয়েছে। অন্যদিকে, এদিনই মৃত সিপিএম কর্মী রবীন দাস ওরফে ওদুর বাড়িতে গিয়ে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বালির নিকাশিতে রাজ্যের ২৮ কোটি
বালি জগাছা ব্লকের পঞ্চায়েত এলাকায় প্রতিবছর বর্ষার পরেও ৬ মাস পর্যন্ত জল জমে থাকে। সমস্যা বেশি চকপাড়া, ভট্টনগর, নিশ্চিন্দা এলাকায়। এই অবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার ২৮ কোটি টাকা বরাদ্দ করেছে। শনিবার বালিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজের সূচনা করলেন সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেচমন্ত্রী জানান, ওই টাকায় বালি জগাছা ব্লকে বড় নিকাশি নালা তৈরির পাশাপাশি খালেরও সংস্কার হবে। এ ছাড়া হাওড়া জেলায় নিকাশির উন্নতিতে আরও ২৩ কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছে। ওই টাকায় বাঁকড়া খাল, ড্রেনেজ ক্যানালেরও সংস্কার হবে।

নতুন ৪টি থানা
হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় আরও নতুন ৪টি থানা হওয়ায় মোট থানার সংখ্যা দাঁড়াল ১২। বালি থানা ভেঙে হল নিশ্চিন্দা ও বেলুড় থানা। জগাছা থানা ভেঙে তৈরি হল সাঁতরাগাছি ও দাশনগর থানা। শনিবার বালির দুর্গাপুর পল্লিমঙ্গল স্কুল মাঠে হাওড়া পুলিশ কমিশনারেট অয়োজিত অনুষ্ঠানে থানাগুলির উদ্বোধন করেন ডোমজুড়ের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং মধ্য হাওড়ার বিধায়ক তথা কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজেয় রাণাডে-সহ অন্যান্য পুলিশ কর্তারা। পুলিশ কমিশনার জানান, শীঘ্রই হাওড়া, লিলুয়া ও শিবপুর থানা ভেঙে আরও কিছু নতুন থানা করা হবে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষ মোটরবাইকের, মৃত ২
তীব্র গতিতে আসা একটি ফাঁকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক-আরোহী মা ও ছেলের। শনিবার, বাঁকড়া বাজারের কাছে হাওড়া-আমতা রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ঝর্না দে (৫৫) ও অসীম দে (৩০)। বাইকচালক অসীম ঝর্নাদেবীর বড় ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন নতুন মোটরবাইকে মাকে নিয়ে দিদির শ্বশুরবাড়ি যাচ্ছিলেন অসীম। উল্টো দিক থেকে আসা ট্রাকটি তাঁদের ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। বাসিন্দারা উত্তেজিত হয়ে ট্রাকচালক ও খালাসিকে মারধর শুরু করেন। পুলিশ মৃতদেহ তুলতে গেলে বিক্ষোভকারীরা দেহ আটকে এক ঘণ্টা অবরোধ করেন। অভিযোগ, বাঁকড়া বাজারে কোনও ট্রাফিক পুলিশ থাকে না। আগেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা জানান, ওখানে ট্রাফিক আরও কড়া হাতে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.