মেয়েদের জুডো-ক্যারাটে শেখাবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জুডো-ক্যারাটে না শিখলে এ রাজ্যে মহিলারা নিরাপদ নন। এই উপলব্ধি থেকে রাজ্য সরকার ঠিক করেছে, তারা ফি-বছর ৫০ হাজার মেয়ের জুডো-ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। শনিবার ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এ খবর জানিয়ে বলেন, “আত্মরক্ষার জন্য মেয়েদের জন্য ওই প্রশিক্ষণ খুবই জরুরি। প্রশিক্ষণ-শিবিরের আয়োজন করবে ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশন। তার পুরো খরচ বহন করবে রাজ্য।” ১৪ মার্চ রাজাবাজার সায়েন্স কলেজে এমনই একটি প্রশিক্ষণ-শিবির হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ওই কলেজের কিছু ছাত্র ও আশপাশের কিছু মেয়ে শিবিরে যোগ দেবেন। সংখ্যাটা প্রায় ৩০। মদনবাবু বলেন, “প্রকাশ্যে ক্যারাটে-জুডো প্রশিক্ষণ নিতে মুসলিম মহিলাদের যদি আপত্তি থাকে, তবে তাঁদের জন্য ঘেরা জায়গার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। তাঁদের প্রশিক্ষকও হবেন মহিলারা।” ‘ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশন’-এর সভাপতি এম এ আলি জানান, ইতিমধ্যেই তাঁরা রাজ্যের তিনটি জেলা, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় মোট ৫০টি শিবির ঠিক করে রেখেছেন। তার মধ্যে সব চেয়ে বড় শিবিরটি তাঁরা করবেন মৌলালিতে, রামলীলা ময়দানে। মদনবাবু জানান, ক্রীড়া দফতর রাজ্যের শিক্ষা দফতরে চিঠি লিখে অনুরোধ জানাবে ছাত্রীদের ক্যারাটে-জুডো শেখা বাধ্যতামূলক করতে। তিনি জানান, প্রশিক্ষণের ব্যাপারে ক্যারাটে অ্যাসোসিয়েশনকে আরও বেশি উদ্যোগী হতে বলা হয়েছে।
|
বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে সেখানকার যে সমস্ত মানুষ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হচ্ছেন, কেন্দ্র যাতে তাঁদের পাশে দাঁড়ায়, তার জন্য রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি। তাদের প্রতিনিধিদল শনিবার রাজ্যপাল এম কে নারায়ণনের সঙ্গে দেখা করে ওই আর্জি জানায়। পরে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “বাংলাদেশ থেকে যাঁরা ও দেশের অশান্তির জন্য পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হচ্ছেন, তাঁদের উদ্বাস্তু শিবিরে থাকার ব্যবস্থা করা হোক। দেশে ফেরার সময় তাঁদের যাতে পুলিশি ঝামেলায় পড়তে না হয়, সে দায়িত্বও সরকার নিক।”
|
রাজস্থানের জয়পুর,চণ্ডীগড়ে আইনজীবীদের উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার দেশজুড়ে সমস্ত আদালতে কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা। রাজ্যের আদালতগুলিতেও আইনজীবীরা কাজ করবেন না বলে বার কাউন্সিলের সিদ্ধান্ত । শনিবার মহাকরণে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, “আইনজীবীদের উপরে আক্রমণের প্রতিবাদে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের কাছে চিঠি পাঠিয়ে ১১ মার্চ আইনজীবীদের কাজ না করার আর্জি জানায়। আর্জি মেনে আমরাও ওই দিন কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।” |