|
|
|
|
টুকরো খবর |
হেলিকপ্টার ভেঙে মৃত্যু সেনাকর্মীর
নিজস্ব সংবাদদাতা • মোহনপুর |
মহড়া চলাকালীন কপ্টার ভেঙে মৃত্যু হল ভারতীয় নৌ বাহিনীর দুই সেনাকর্মীর। চার দিন আগে দুর্ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। মৃতদের মধ্যে একজন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা। নাম গৌরশঙ্কর সেন (৩১)। অন্য জন হলেন ভোপালের প্রণব লিখিথে (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার মহড়া চলাকালীন বিশাখাপত্তনমে সমুদ্রের উপরে নৌ বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে ছিলেন চার জন সেনাকর্মী। তার মধ্যে দু’জনকে উদ্ধার করেন স্থানীয় মত্স্যজীবীরা। গৌরবাবু ও প্রণববাবুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে সমুদ্র থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মোহনপুরের সেন পরিবারে দুর্ঘটনার খবর পৌঁছেছিল মঙ্গলবারই। ছেলে নিখোঁজ জেনে বিশাখাপত্তনম রওনা দেন স্থানীয় অঁরুয়া গ্রামের বাসিন্দা গৌরশঙ্করের বাবা অনিল ও মা পরীবালা সেন। বারো বছর আগে নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন গৌরশঙ্কর। দু বছর হল বিশাখাপত্তনমে গিয়েছিলেন। সেখানেই থাকতেন তাঁর স্ত্রী দীপা ও পাঁচ বছরের ছেলে সুনীত। এ দিন গৌরশঙ্করবাবু দেহ উদ্ধারের পর পরিবারের লোকেরা তা শনাক্ত করেন। শনিবারই দুই সেনাকর্মীর সত্কার হয়। দু’জনকে নৌ বাহিনীর তরফে দেওয়া হয় ‘গার্ড অফ অনার’। |
মিড-ডে মিল চুরি, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুলের মিড-ডে মিলের চাল বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লেন দুই শিক্ষক। শনিবার ঘটনাটি ঘটেছে পটাশপুর-১ ব্লকের অমর্ষি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার পর অভিভাবকরা বিক্ষোভও দেখান। পটাশপুর ১ বিডিও বুলবুল বাগচী থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রধান শিক্ষক গৌরহরি প্রামাণিক ও সহ-শিক্ষক জয়ন্ত জানা স্থানীয় একটি দোকানে তিনটি চালের বস্তা নিয়ে বিক্রি করতে যান। সেখানে উপস্থিত কয়েকজন অভিভাবকের নজরে আসে বিষয়টি। তাঁরা চালের বস্তা-সহ ওই দুই শিক্ষককে পাকড়াও করেন। অভিভাবক শেখ সামসের, শেখ মান্নানের অভিযোগ, “আগেও স্কুলের অনেক শিক্ষক চাল বিক্রি করেছেন।” এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “দুই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর করতে বিডিওকে বলেছি।” |
|
|
|
|
|