হিংসার কায়রোয় আবার বলি ফুটবল। এ বার মিশরের ফুটবল সংস্থার সদর দফতরে তাণ্ডব চালাল উন্মত্ত জনতা। ২০১২-এ একটি ফুটবল ম্যাচের পর দু’দল সমর্থকের মধ্যে সংঘর্ষে ৭৪ জন মারা যান। সেই ঘটনায় শনিবার আদালত ২১ সমর্থকের মৃত্যুদণ্ড বহাল রাখায় একদল সমর্থক ফুটবল সংস্থার দফতরে আগুন ধরিয়ে দেয়। রেহাই পায়নি পাশের পুলিশ ক্লাবও। ঘটনায় অভিযুক্ত ন’জন পুলিশের মধ্যে সাত জনকে এ দিন আদালত ছেড়ে দেয়। যা জনতার ক্ষোভের অন্যতম কারণ।
|
সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ইনিংসে হারের হাত থেকে বাঁচালেন অ্যালিস্টার কুক। ২৫২ বলে তাঁর ১১৬ রানের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সম্মানজনক অবস্থায় ইংরেজরা। কিউয়িদের প্রথম ইনিংসের রানের (৪৬০-৯ ডিঃ) থেকে ৫৯ রানে পিছিয়ে তারা। প্রথম উইকেটে কুক এবং নিক কম্পটনের জুটিতে ২৩১ রানই ম্যাচে ফিরিয়ে আনে ইংল্যান্ডকে। চতুর্থ দিনের শেষে এক উইকেটে ২৩৪ রান তুলে কিছুটা স্বস্তিতে কুকরা। কম্পটন এখনও ১১৬ রানে খেলছেন। প্রথম ইনিংসে ১৬৭ রান তুলেছিল ইংল্যান্ড।
|
জুনিয়র বিশ্বকাপকে সামনে রেখে তিন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ভারতের কোচ মাইকেল নবস। কিন্তু আজলান শাহ হকির প্রথম ম্যাচেই জুনিয়ররা ডোবাল। ৩-৪ গোলে অস্ট্রেলিয়ার কাছে হারল সর্দার সিংহ, ভি আর রঘুনাথদের ছাড়া ভারতীয় দল। প্রথমার্ধেই অস্ট্রেলিয়া এগিয়ে যায় ১-০ গোলে। বিরতির পর এক মিনিটের মধ্যে পর পর গোল করে ব্যবধান বাড়ায় অসিরা। ৫৩ মিনিটে কফিনে শেষ পেরেক পোঁতেন অস্ট্রেলিয়ার ট্রেন্ট মিলটন। ভারতের হয়ে জোড়া গোল করেন রুপিন্দার পাল সিংহ। আর এক গোলদাতা মালাক সিংহ।
|
আন্তর্জাতিক অটোমোবাইল ফেডারেশনের (এফআইএ) ড্রাইভার’স কমিশনে চালকদের অন্যতম প্রতিনিধি হলেন করুণ চন্দোক। আন্তর্জাতিক মোটরস্পোর্টস কাউন্সিল থেকেই করুণের নাম মনোনীত হয়। অন্যান্য খেলার প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ধাঁচে তৈরি এই কমিশন এক আসন বিশিষ্ট রেসিং চালকদের স্বাথের্ কাজ করবে। কমিশনের নেতৃত্বে সত্তরের দশকে দু’বার ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ী, ব্রাজিলীয় তারকা এমারসন ফিট্টিপাল্ডি। ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়ন নাইজেল ম্যানসেল এবং মারুসিয়ার প্রাক্তন টেস্ট ড্রাইভার মারিয়া ডে ভিলোটা কমিশনের আরও দুই সদস্য।
|
জার্মানির প্রাক্তন অধিনায়ক মাইকেল বালাক নিজের বিদায়ী ম্যাচ খেলতে চলেছেন ৫ জুন। জার্মানির লিপজিগ শহরে। “বিদায়ী ম্যাচে খেলে ধন্যবাদ জানাতে চাই সতীর্থ, সমর্থকদের”, বলেছেন বালাক। সঙ্গে যোগ করেন, “তবে আমার ফিটনেসের উপর নির্ভর করছে আমি খেলব কিনা”। গত বছরের অক্টোবর মাসে সরকারি ভাবে অবসর ঘোষণা করেন বালাক। তাঁর বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার কথা মোরিনহো, বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের মতো ফুটবলের মহাতারকাদের।
|
বিপক্ষ ব্যাটসম্যানের সঙ্গে কর্পোরেট ট্রফিতে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ভারতীয় বোর্ডের কোপের মুখে পড়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ড কর্তারা সদয় হওয়ায় এক মাস পর নির্বাসন উঠল প্রবীণ কুমারের। তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হল বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের নির্দেশে। উত্তর প্রদেশের পেসার এ বার সইদ মুস্তাক আলি ট্রফি এবং আইপিএলে নামতে পারবেন।
|
শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ শতরানের রেকর্ড আগেই স্পর্শ করেছিলেন। এ বার মোট রানের দিক থেকেও সুনীল গাওস্করকে সরিয়ে প্রথম দশ ব্যাটসম্যানের এলিট ক্লাবে চলে এলেন কুমার সঙ্গকারা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৪২ রান করার পর সঙ্গকারার মোট রান এখন ১০১৮৭। গাওস্করের মোট রান ১০১২২। তিনি এখন এগারো নম্বরে।
|
মরসুমের শুরুটা ভাল যাচ্ছে না রোহন বোপান্নার। এখনও পর্যন্ত কোনও ট্রফির মুখ দেখেননি। নতুন সঙ্গী আমেরিকার রাজীব রামকে নিয়ে ইন্ডিয়ান ওয়েলস এটিপি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেও ছিটকে গেলেন শনিবার। তাঁদের ৪-৬, ৬-৭ (৪) হারায় পোল্যান্ডের লুকাস কোবো এবং সার্বিয়ার জাঙ্কো টিপসারেভিচ জুটি। |