টুকরো খবর |
নিহত ডিএসপি-র বাড়ি গেলেন রাহুল গাঁধী
নিজস্ব সংবাদদাতা • দেওরিয়া |
উত্তরপ্রদেশের নিহত ডিএসপি জিয়া-উল-হকের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল গাঁধী। গোরক্ষপুর থেকে গাড়িতে শনিবার দেওরিয়ার জাফুয়ার টোলা গ্রামে পৌঁছন রাহুল। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ছিলেন সেখানে। কথা বলেন হকের পরিবারের লোকের সঙ্গে। যদিও নিহত ডিএসপি-পত্নী পরভিন আজাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি রাহুল। হকের এক আত্মীয়া জানিয়েছেন, পরভিন খুবই অসুস্থ। কথা বলার অবস্থায় নেই। এ দিন হকের কবরে গিয়ে শ্রদ্ধাও জানান রাহুল। বলেন, “এই দুঃসময়ে হকের পরিবারের পাশে রয়েছে কংগ্রেস। আমার বিশ্বাস খুব শীঘ্রই ওঁরা সুবিচার পাবেন।” রাহুলের সফর ঘিরে এ দিন নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত রাহুলের এই সফর নিয়ে মুখে কুলুপ এঁটেছিল প্রশাসন। সাংবাদিকদেরও তাঁর আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি। এরই মধ্যে নিহত ডিএসপি-র স্ত্রীর চাকরি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন পরভিন। শনিবার লোকতান্ত্রিক কংগ্রেসের নেতা হরিশঙ্খ তিওয়ারির মাধ্যমে পরভিন জানান, রাজ্য সরকারের দেওয়া অফিসার অন স্পেশ্যাল ডিউটি-র (ওএসডি) কাজ তিনি করতে চান না। যদি তিনি চাকরি করেন তা হলে, তাঁর নিহত স্বামীর পদেই তাঁকে বহাল করতে হবে। অর্থাৎ ডিএসপি-র পদ ছাড়া তিনি অন্য পদ নেবেন না। শুক্রবারই রাজ্য সরকারের তরফে ওএসডি-র পদ দেওয়া হয় পরভিনকে। নিহত হকের এক ভাইকেও এক কনস্টেবলের পদে বহাল করা হয়েছে। কিন্তু এ দিন পরভিন ওই দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করেছেন।
|
নীতীশের অপছন্দের রাজ্যপাল ত্রিপুরায়
নিজস্ব প্রতিবেদন |
রাজ্যপাল দেবানন্দ কুঁয়ারকে নিয়ে বেশ কিছু দিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নীতীশ কুমার। আজ একাধিক রাজ্যের রাজ্যপাল বদল করল কেন্দ্র। সেই তালিকায় রয়েছে দেবানন্দের নামও। তাঁরে বিহার থেকে সরিয়ে ত্রিপুরার রাজ্যপাল করা হল। পরিবর্তে ত্রিপুরা থেকে ডি ওয়াই পাটিলকে আনা হল বিহারের রাজ্যপাল করে। বিহারের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রশ্ন নিয়ে দেবানন্দের সঙ্গে মন কষাকষি হয়েছিল নীতীশের। ইউপিএ সরকারের সঙ্গে নীতীশের ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক শিবিরে জল্পনা শুরু হয়েছে। পি চিদম্বরমের বাজেটের প্রশংসা করেছেন নীতীশ। আবার নরেন্দ্র মোদীর গুজরাতের চেয়ে নীতীশের বিহার উন্নয়নের নিরিখে এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন খোদ প্রধানমন্ত্রী। তাতে খুশি হয়ে মনমোহনকে ধন্যবাদ জানান নীতীশ। প্রশ্ন উঠেছে, দেবানন্দকে সরিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে কি আর এক বার বার্তা দিতে চাইল কেন্দ্র? অনেকের মতে, নীতীশের সঙ্গে ভবিষ্যতে মিত্রতার পথ খোলা রাখতেই রাজ্যপাল নিয়ে তাঁর দাবি মেনে নিল ইউপিএ সরকার। আরও ক’টি রাজ্যে রাজ্যপাল বদল হয়েছে আজ। নাগাল্যান্ডের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর অশ্বিনী কুমার। এই প্রথম রাজ্যপাল হলেন সিবিআইয়ের কোনও প্রাক্তন ডিরেক্টর। ওড়িশার দায়িত্ব পেয়েছেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জামির।
|
উদ্ধার দুই নৌসেনার দেহ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বিশাখাপত্তনমে কপ্টার দুর্ঘটনায় মৃত দুই নৌসেনার দেহ উদ্ধার হল শনিবার। চার দিন আগে বিশাখাপত্তনম বন্দরের কাছে ভেঙে পড়ে চার জন আরোহী-সহ নৌসেনার একটি কপ্টার। দু’জন আরোহীকে উদ্ধার করা হলেও কো-পাইলট প্রণব লিকিটে ও ডুবুরি জি এস সেনের সন্ধান পাওয়া যায়নি। শনিবার কপ্টারের ধ্বংসাবশেষের পাশাপাশি তাঁদের দেহও উদ্ধার করেছে নৌসেনা।
|
মুক্ত ২৮ নাবিক
নিজস্ব সংবাদদাতা • চেন্নাই |
অবশেষে মুক্তি পেলেন ২৮ জন ভারতীয় নাবিক। সোমালি জলদস্যুদের হাতে প্রায় এক বছর বন্দি থাকার পর ঘরে ফিরবেন তাঁরা। ২০১২ সালে ‘এম ভি রয়্যাল গ্রেস’ ও ‘এম টি স্মৃনি’ নামে দুটি জাহাজ ছিনতাই করে নেয় সোমালি জলদস্যুরা। আটক থাকেন ২৮ জন ভারতীয় নাবিক। মন্ত্রী জি কে ভাসান শনিবার তাঁদের মুক্তির খবর ঘোষণা করেন। আরও জানান, জাহাজ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রকের চেষ্টায় এই কাজ সম্ভব হল।
|
ফের শ্রীদেবী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
‘মিস্টার ইন্ডিয়া টু’-তেও দেখা যাবে তাঁকে। শনিবার, এক সাংবাদিক বৈঠকে তাঁর অসংখ্য অনুগামীদের উদ্দেশে এই বার্তাই দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী। তবে কবে শুরু হচ্ছে ‘মিস্টার ইন্ডিয়া টু’-এর কাজ, কোন চরিত্রে অভিনয় করবেন শ্রীদেবী তা এখনও ধোঁয়াশাই।
|
অবশেষে উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
প্রায় দেড় বছর আগে অপহরণ করা হয় এক কিশোরীকে। রাজস্তানের গরমপুরা বস্তি এলাকা থেকে। পরে তাঁকে মধ্যপ্রদেশের এক গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে ৩১ ডিসেম্বর অপহরণ করা হয় সেই কিশোরীটিকে। পরে কিশোরীটির বাবা-মা রামস্বরূপ তালি নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উমেরিয়া গ্রাম থেকে উদ্ধার হওয়ার পর গাঁধীনগরের মহিলাদের আশ্রয়ে রাখা হয় সেই কিশোরীটিকে। তবে মূল অভিযুক্ত রামস্বরূপ তালি পলাতক।
|
|