টুকরো খবর |
নারী দিবসে ভারসাম্যহীন তরুণীকে ফেরাল মেডিক্যাল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে দু’ঘণ্টা অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিল হাসপাতাল। শুক্রবার, নারী দিবসে এই অভিযোগ উঠেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। পরে ওই তরুণীকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায় পুলিশ। হাসপাতাল সুপার অসিতবরণ সামন্তের অবশ্য বক্তব্য, “প্রথমে ওই তরুণীকে ভর্তি নিতে বলেছিলাম। পরে শুনলাম, আদালতের নির্দেশ ছাড়া এই ধরনের মানসিক ভারসাম্যহীন রোগীদের ভর্তি নেওয়া যায় না।” শুক্রবার সকালে বর্ধমানের কালনা গেট এলাকায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে বাসিন্দারা বর্ধমান থানায় খবর দেন। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “তরুণীর জন্য জামাকাপড়ের ব্যবস্থা করে পুলিশ। তার পরে তাঁকে মহিলা কনস্টেবলদের সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।” পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ওই যুবতী দাবি করেছেন, তাঁর নাম মোনা দাস। মায়ের নাম গৌরী দাস। বাড়ি পোস্তার নারায়ণপুরে। তার পরিচয় তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের দাবি, ওই যুবতীকে কোনও ভাবেই ভর্তি নিতে চায়নি বর্ধমান মেডিক্যাল। প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করানোর পরে তাঁকে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় বলেন, “হাসপাতাল সুপারকে অনুরোধ করেছিলাম, ওই তরুণীর মানসিক চিকিত্সা সম্ভব না হলে অন্তত শারীরিক চিকিত্সা করা হোক। কিন্তু হাসপাতাল ওঁকে ভতির্র্ নিতে চায়নি। বাধ্য হয়ে ওঁকে আমরা একটি নার্সিংহোমে ভর্তি করিয়েছি।” তিনি আরও বলেন, “এ দিনই আমরা আদালতের নির্দেশ পেয়েছি। সেই অনুযায়ী ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হবে।”
|
গর্ভ ভাড়া, ডিম্বাণু ব্যবসা নিয়ন্ত্রণের দাবিতে মামলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গর্ভ ভাড়া দেওয়া এবং মহিলাদের দেহ থেকে ডিম্বাণু সংগ্রহের চক্রের বিরুদ্ধে জনস্বার্থের মামলা হল কলকাতা হাইকোর্টে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই মামলায় বলা হয়, গোটা দেশেই ওই চক্রের জাল ছড়ানো। বিদেশ থেকে বহু নিঃসন্তান দম্পতি এ দেশে এসে এই পরিষেবার সুযোগ নিয়ে সন্তান-সহ ফিরে যাচ্ছেন। এ বিষয়ে কোনও সুস্পষ্ট নীতি না-থাকায় বহু অসহায় মহিলা ওই চক্রের শিকার হচ্ছেন। টাকার প্রয়োজনে মেয়েদের এই কাজে লাগাচ্ছেন অনেক পরিবারের পুরুষেরাও। সামগ্রিক ভাবে মহিলাদের স্বাস্থ্যের উপরে এর গুরুতর প্রভাব পড়ছে। মৃত্যুও হচ্ছে অনেক মহিলার। শুক্রবার মামলাটির শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছে, এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার এবং মার্কিন দূতাবাসকে এক মাসের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। আবেদনকারী স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, বছরে এই ব্যবসার মুনাফা প্রায় ২৫ হাজার কোটি টাকা। ভারতে মেডিক্যাল ট্যুরিজমের বাড়বাড়ন্ত এই ব্যবসাকে ঘিরেই। পশ্চিমবঙ্গেও এই ব্যবসা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।
|
চিকিৎসক চাই, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের দাবিতে শুক্রবার রাজগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায় রাজগ্রাম-বোলপুর ও রাজগ্রাম-কানুপুর রোডের সংযোগস্থলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। প্রায় ঘণ্টা দু’য়েক এই অবরোধ চলে। বাসিন্দাদের ক্ষোভ, মুরারই ১ ব্লকের রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ পাঁচ মাস কোনও চিকিৎসক নেই। স্বাস্থ্যভবন থেকে দু’জন চিকিৎসককে রাজগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে যোগ দিতে বলা হয়। কিন্তু তারা কেউ কাজে যোগ দেননি। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থার প্রতিবাদে এ দিন অবরোধে সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও রাজগ্রাম ব্যবসায়ী সমিতির সদস্যরা এক সঙ্গে সামিল হন। বিএমওএইচ প্রবীর মাড্ডি বলেন, “চিকিৎসক ওসমান গনি চলে যাওয়ার পর দু’বার স্থায়ী চিকিৎসকের যোগ দানের নোটিস আসে। কিন্তু দু’বারই চিকিৎসক যোগ না দেওয়ায় অসুবিধা তৈরি হয়। আপাতত মুরারই গ্রামীণ হাসপাতাল থেকে এক জন চিকিৎসককে ওই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এক জন চিকিৎসকের পক্ষে সব সময় কাজ করা মুশকিল। সে জন্য রোটেশন নীতির মাধ্যমে চিকিৎসকেরা ওখানে পরিষেবা দেবেন।”
|
হোমের শিশুর মৃত্যু অপুষ্টিতেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অপুষ্টিজনিত কারণেই সোনারপুরের হোমে শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মঙ্গলবার ভিকি-টু (৪) নামে ওই হোমের এক আবাসিক হাসপাতালে মারা যায়। আবাসিক আরও চারটি শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়নস্বরূপ নিগমের নির্দেশে শুক্রবার সোনারপুরের মালঞ্চ এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত ওই হোম পরিদর্শন করেন জেলা সমাজকল্যাণ দফতরের আধিকারিকেরা। জেলাশাসক বলেন, “সমাজকল্যাণ দফতরের আধিকারিকেরা রিপোর্ট জমা দেওয়ার পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।”
|
চালু ওষুধ দোকান
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
সিউড়ি সদর হাসপাতালে শুক্রবার ন্যায্য মূল্যের ওষুধের দোকান উদ্বোধন করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। হাসপাতাল সুপার মানবেন্দ্র ঘোষ জানান, সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় এবং সরকারি অর্থে আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামের একটি সেমিনারেও যোগ দেন সাংসদ।
|
চক্ষু পরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল বারাসতের নবদল সঙ্ঘের প্রাঙ্গণে। গত ৩ মার্চ এই উপলক্ষে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে চশমা, ওষুধ বিতরণেরও ব্যবস্থা ছিল।
|
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা উত্তরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
উত্তরপাড়ার সংগঠন ‘আমাদের আশ্বাস’-এর উদ্যোগে সম্প্রতি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল। বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
|
কোষাগারে জমা পড়ল না টাকা, ভোগান্তি শিশুদের |
অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য সংগৃহীত অর্থ এখনও পৌঁছল না মহারাষ্ট্রের কোষাগারে। মুম্বই কিংবা পুণের মতো মহারাষ্ট্রের বড় শহরের বাসযাত্রীরা ভাড়া বাবদ যে অর্থ দেন, তা থেকে ১০ থেকে ১৫ পয়সা যাওয়ার কথা রাজ্যের অপুষ্টিতে ভোগা শিশুদের পরিচর্যা খাতে। নিয়মমাফিক গত ষোলো বছর ধরে তা দিয়েও চলেছেন যাত্রীরা। কিন্তু সূত্রের খবর, সে অর্থের খুবই অল্প অংশ জমা পড়েছে শিশু ও নারী উন্নয়ন মন্ত্রকের কোষাগারে। এমনকী এ হেন প্রকল্পের অস্তিত্ব নিয়ে বিশেষ কিছুই জানেন না স্বয়ং শিশু ও নারী উন্নয়ন মন্ত্রী বর্ষা গায়কোয়াড়ও। অন্য দিকে, পরিবহণ সংস্থাগুলির দাবি, বিশাল আর্থিক ক্ষতির চাপে এমনিতেই তাদের অবস্থা নড়বড়ে। এ অবস্থায় সরকারি খাতে টাকা জমা দেওয়া অসম্ভব। |
|