শীত বিদায় নিতে না নিতেই মাথার উপর সূর্য যে ক্রমে রুদ্রমূর্তি ধারণ করছে, গত কয়েক দিনে তা ভালই টের পাওয়া যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এই মুহূর্তে গোটা বিশ্বের যে গড় তাপমাত্রা, গত ৪০০০ বছরেও অন্তত দুনিয়া তা দেখেনি। সেই সঙ্গে আশঙ্কার পারদ চড়ছে আগামী ১০০ বছরের জন্যও। ওরিগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, তাঁরা ‘আইস এজ’ শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত, গত ১১৩০০ বছরে (হলোসিন যুগ) পৃথিবীর ৭৩টি অঞ্চলের তাপমাত্রার তথ্য জোগাড় করেছেন। তাঁদের দাবি, এতগুলো বছরের ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রেই উষ্ণতা বর্তমান মাইলস্টোন ছোঁয়নি। ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-র জলবায়ু সংক্রান্ত বিশেষ মডেল অনুযায়ী বিজ্ঞানীদের আশঙ্কা, সামনের ১০০ বছরের মধ্যেই রেকর্ড ভাঙবে হলোসিন যুগের। ‘সায়েন্স’ পত্রিকায় গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক শন মারকট বলেন, “গত ২০০০ বছরে পৃথিবীর তাপমাত্রা যে বেড়েছে, সেটা আমরা জানতামই। কিন্তু এখন জানতে পারছি, গত ১১৩০০ বছরের বেশির ভাগ সময়ই উষ্ণতা এখনকার থেকে কম ছিল।” বিষয়টা উল্লেখযোগ্য একটাই কারণে, এই হলোসিন যুগেই মানবসভ্যতা গড়ে উঠেছে পৃথিবীতে। অতএব উষ্ণায়নের দায় পড়ছে অনেকটাই মানুষের ঘাড়ে।
|
একটি গাড়ির পিছু করে প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের চন্দন কাঠ উদ্ধার করল পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হাসিমারার কাছে মাদারিহাট থানার কাছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, ধৃতের নাম রাজমঙ্গল শা। ধৃত ব্যক্তি জয়গাঁও এলাকার ট্যক্সি চালক। এদিন সে জয়গাওঁ থেকে ৬০ কেজি লাল চন্দন নিয়ে মাদারিহাট হয়ে তেলিপাড়ার দিকে যাচ্ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে জয়গাঁর ব্যবসায়ী রাধেশ্যাম মিত্তলকে চোরাই জিনিস কেনার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাঁর গুদাম থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার হয়।
|
একটি কুকুরছানাকে বিধানসভা ভবন চত্বর থেকে উদ্ধার করলেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। এ দিন বিধাসভায় রাজ্যপাল এম কে নারায়ণনের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে বেরিয়ে ভবন চত্বরে নর্দমার মধ্যে কুকুরছানাটিকে পড়ে থাকতে দেখেন দেবশ্রী। তিনি তাকে উদ্ধার করে দুধ খাওয়ান। খবর পাঠান প্রাণী-উদ্ধার কেন্দ্রে। দেবশ্রী বলেন, “কুকুরটি অসুস্থ।” প্রাণী উদ্ধার কেন্দ্র থেকে অ্যাম্বুল্যান্স এসে কুকুরছানাটিকে হাসপাতালে নিয়ে যায়।
|