টুকরো খবর |
লাইনে মাইন রয়েছে খবরে ব্যাহত ট্রেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রেললাইনে মাইন পোঁতা রয়েছে বলে খবর মেলায় প্রায় ঘণ্টা দু’য়েক বন্ধ রইল ট্রেন চলাচল। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলের টাটানগরের কাছে মেন লাইনে ধলভূমগড়-কোকপাড়া স্টেশনের মাঝে মাইন পোঁতা রয়েছে বলে খবর মিলেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করে কিছু না পাওয়ায় ফের ট্রেন চলাচল শুরু হয়। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার বলেন, “এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঝাড়খণ্ড-বাংলা সীমানায় কোকপাড়ার কাছে রেললাইনে মাইন পোঁতা রয়েছে পুলিশ খবর পাঠায়। এরপরেই রেলের পক্ষ থেকে ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ লাইনে দাঁড়িয়ে পড়ে শালিমার-কুরলা এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস-সহ আরও দু’টি ট্রেন। ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে টাটা-খড়্গপুর প্যাসেঞ্জার। রেললাইনে প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। পরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরাগুলিতেও তল্লাশি চালায় পুলিশ। রাত সাড়ে ৯টা নাগাদ পুলিশ অনুমতি দিলে ফের ওই লাইনে ট্রেন চালানো শুরু করা হয়।” এমনিতেই ওই লাইনটি যে সব এলাকা দিয়ে গিয়েছে, সেগুলি মাওবাদী-উপদ্রুত এলাকা বলে চিহ্নিত। জ্ঞানেশ্বরী-কাণ্ডের পরে প্রায় বছরখানেক ওই এলাকা দিয়ে সন্ধ্যা ৭টার পরে ওই লাইনে ট্রেন চলাচল করত না। মাস পাঁচেক আগে রাতে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। এ দিন, রেললাইনে মাইন পোঁতা রয়েছে বলে রটে যেতেই দাঁড়িয়ে পড়া ট্রেনের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। অনেকে ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন। পুলিশি তল্লাশিতে কিছু উদ্ধার না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
উদ্ধার বহু অস্ত্র ও বিস্ফোরক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গত ২৪ ঘণ্টায় মিজোরাম আসাম রাইফেল্স প্রচুর অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। আসাম রাইফেল্স সূত্রে খবর, কাল রাতে যৌথ বাহিনী মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে হানা দিয়ে ২৩টি একে সিরিজের রাইফেল ও দু’টি লাইট মেশিনগান উদ্ধার করে। গ্রেফতার করে তিনজনকে। তাদের জেরা করে আজ আইজল শহর থেকে আরও ৮টি একে ৪৭ রাইফেল ও প্রচুর কাতুর্জ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় বিস্ফোরকও। এসপি (অপরাধ দমন) যোশেফ লালচুয়ানা জানান, অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি নামে একটি জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা জানায়, মায়ানমার থেকে অস্ত্রগুলি কিনে বাংলাদেশে সংগঠনের চট্টগ্রাম ঘাঁটিতে সেগুলি পাঠানো হচ্ছিল।
|
বাজেট নিয়ে দলেই প্রশ্নের মুখে মন্ত্রী |
ভোটের বছর হলেও জনমোহিনী বাজেট করেননি। বরং বাজেট ঘোষণায় তাঁর মূল নজরই ছিল আর্থিক ঘাটতি ও বৈদেশিক বাণিজ্যে ঘাটতি কমানো। শিল্প মহলের একাংশের প্রশংসাও পেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। কিন্তু এ বার দলীয় বৈঠকে শুক্রবার প্রশ্নের মুখে পড়লেন তিনি। কংগ্রেসের সাংসদদের বাজেট ব্যাখ্যা করার জন্য আজ এক বৈঠক ডাকেন অর্থমন্ত্রী। আর সেই বৈঠকে দলের সাংসদরাই প্রশ্ন তোলেন, “আপনার বাজেটে এমন কী আছে বলুন যা নিয়ে ভোটে যেতে পারি?” ওই সাংসদদের বক্তব্য, ঘাটতি কমানো ও আর্থিক বৃদ্ধির হার বাড়ানোর কথা দিয়ে প্রচার হয় না। এই প্রশ্নে বেকায়দায় পড়লেও চিদম্বরম জানান, নগদ হস্তান্তর প্রকল্প ও খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন নিয়ে প্রচার চালাতে হবে।
|
প্রতাপগড়ে সিবিআই |
ডিএসপি জিয়া-উল হকের খুন নিয়ে তদন্তের সূত্রে প্রতাপগড়ে গিয়েছে সিবিআইয়ের একটি দল। প্রতাপগড়েই শনিবার প্রথমে পিটিয়ে, পরে গুলি করে খুন করা হয় জিয়া-উল হককে। ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজা ভাইয়া। সিবিআই অফিসাররা স্থানীয় থানায় গিয়ে শনিবার ওয়্যারলেসে কথোপকথনের কপি ও পুলিশের হাতে থাকা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ চেয়েছেন। পরে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে ঘটনাস্থলেও যাবেন তাঁরা।
|
ফের অভিযোগ |
রাজনীতিক ডি পি যাদবের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন নীতীশ কাটারার ভাই অজয়। নীতীশকে অপহরণ করে খুনের অভিযোগে জেলে রয়েছেন যাদবের ছেলে বিকাশ। সেই মামলায় প্রধান সাক্ষী অজয় সাহিবাবাদ থানায় অভিযোগ জানান, কিছু অজ্ঞাতপরিচয় তাঁকে ডাম্পারের চাকায় পিষে দেওয়ার চেষ্টা করেছে। বহু আইনি লড়াইয়ের পরে বিকাশ ও তাঁর আত্মীয় বিশাল দোষী সাব্যস্ত হন। সেই আক্রোশেই ডি পি যাদব অজয়কে খুন করানোর চেষ্টা করছেন বলে অভিযোগ একটি শিবিরের।
|
গাড়িতে ধর্ষণ |
বাড়ি পৌঁছে দেওয়ার অছিলায় গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার দিল্লিনিবাসী ধর্ষিতা মহিলাটি জি টি রোডের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাঁকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মহিলা পুলিশে অভিযোগ করেছেন।
|
এনসিটিসি নিয়ে |
জাতীয় সন্ত্রাস-দমন কেন্দ্র (এনসিটিসি) নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত গড়তে চায় কেন্দ্র। শুক্রবার রাজ্যসভায় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মনমোহনের বক্তব্য, “সন্ত্রাসের মোকাবিলা করতে পিছপা হবে না সরকার। এই বিষয়ে সব রাজনৈতিক দলের এক সুরে কথা বলা উচিত।”
|
নির্ভয়কে পুরস্কার |
সাহসিকতার জন্য দিল্লি গণধর্ষণের শিকার প্রয়াত ‘নির্ভয়’কে রানি লক্ষ্মীবাই পুরস্কার দিল কেন্দ্র। শুক্রবার, আন্তর্জাতিক মহিলা দিবসে বিজ্ঞান ভবনে বসেছিল স্ত্রী শক্তি পুরস্কারের আসর। সেখানেই নির্ভয়ের মা-র হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
|
ঘেরাও তারুর |
আর্ন্তজাতিক মহিলা দিবসে শশী তারুরকে ঘেরাও করে বিক্ষোভ জানালেন বিজেপি সমর্থক কিছু মহিলা। পুলিশ সূত্রে খবর, একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে বিজেপি সমর্থক কিছু মহিলা তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। মহিলাদের নিরাপত্তা নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন তাঁর কাছে। |
|